০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপিকে উপরে ফেলা না পর্যন্ত, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে তৃণমূল: অসম থেকে হুংকার অভিষেকের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ মে ২০২২, বুধবার
  • / 96

পুবের কলম, ওয়েবডেস্ক: ত্রিপুরার পর এবার তৃণমূলের অসম। আজ গুয়াহাটিতে পৌছে প্রথমে কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পুজো দিয়ে ফিরে তৃণমূল কর্মীদের সঙ্গে মিলিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অসমে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন। কিছুদিন আগেই  অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন মন্ত্রী রিপুন বোরা তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে উত্তর-পূর্বের এই রাজ্যে দলীয় সংগঠনের ভিত তৈরিই আপাতত তৃণমূলের লক্ষ্য।

এদিন অভিষেক বলেন, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে অসমের সামগ্রিক উন্নয়নের জন্য প্রার্থনা করেছি। অসমে সাংগঠিক ভিত তৈরি করাই তৃণমূলের মূল লক্ষ্য। রিপূণ বোরার যোগদানে পরেই সেই কাজ আরও বেশিমাত্রায় শুরু করেছে তৃণমূল। অসমের আগেও তৃণমূল লড়াই করেছে। তবে এবারে তৃণমূল আগের চেয়ে আলাদা। আমরা সবাই বিজেপির বিরুদ্ধ লড়াই করছি। বিজেপি উপরে ফেলা না পর্যন্ত তৃণমূল শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। বিজেপিকে হারানোর জন্য যত দূর যেতে হয় যাব। মেঘালয় ও ত্রিপুরায় দুই রাজ্যেই সরকার গড়বে তৃণমূল।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

 

আরও পড়ুন: শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক

এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার বাড়িতে ১০ বার তলব করা হয়েছে। আমার বাড়িতে পর্যন্ত গেছে। তৃণমূলকে ইডি, সিবিআই দিয়ে ভয় দেখিয়ে কোনও লাভ নেই। ফেস বুক, ট্যুইটারে নয়, মাঠে নেমে লড়াই করতে জানে তৃণমূল। এখানে সবাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছে। আগামী লোকসভা নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১০টই আসনে জিততে হবে।

আরও পড়ুন: আসামে জামিয়ত উলেমা-ই-হিন্দের সফর, নজরদারিতে পুলিশ, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

 

কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলে বলেন অভিষেক বলেন, ৬ বছরে ডবল ইঞ্জিন সরকার করে কি করেছে? আর বাংলায় সিংগল ইঞ্জিন সরকার চলছে। উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে বিচার হোক এবার। উন্নয়নের নিরিখে বিজেপিকে ১০ গোল দিতে পারব।

সিনেমায় ট্যাক্স কমানো হচ্ছে আর জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। গ্যাসের দাম ৪০০ টাকা থেকে ১০০০ টাকা হয়ে গেছে। অসমে বেকারত্ব বেড়েছে। মহিলাদের ওপরে অত্যাচার বেড়েছে। পেট্রোল, ডিজেল সেঞ্চুরি পেরিয়ে গেছে। অন্য দলের মতো তৃণমূল ভয় না। একমাত্র কামাখ্যা মন্দির ছাড়া কোথাও মাথানত করবে না তৃণমূল।

 

সিএ, এনআরসি নিয়ে সুর চড়িয়ে অভিষেক বলেন, সিএ, এনআরসি নিয়ে বাংলায় এক কথা আর অসমে অন্য কথা। দিল্লির নির্দেশ মতো অসম চলবে না। বিজেপি ধর্মের নামে রাজনীতি চালিয়ে যাচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপিকে উপরে ফেলা না পর্যন্ত, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে তৃণমূল: অসম থেকে হুংকার অভিষেকের

আপডেট : ১১ মে ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ত্রিপুরার পর এবার তৃণমূলের অসম। আজ গুয়াহাটিতে পৌছে প্রথমে কামাখ্যা মন্দিরে পুজো দিতে যান যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পুজো দিয়ে ফিরে তৃণমূল কর্মীদের সঙ্গে মিলিত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অসমে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন। কিছুদিন আগেই  অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন মন্ত্রী রিপুন বোরা তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে উত্তর-পূর্বের এই রাজ্যে দলীয় সংগঠনের ভিত তৈরিই আপাতত তৃণমূলের লক্ষ্য।

এদিন অভিষেক বলেন, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে অসমের সামগ্রিক উন্নয়নের জন্য প্রার্থনা করেছি। অসমে সাংগঠিক ভিত তৈরি করাই তৃণমূলের মূল লক্ষ্য। রিপূণ বোরার যোগদানে পরেই সেই কাজ আরও বেশিমাত্রায় শুরু করেছে তৃণমূল। অসমের আগেও তৃণমূল লড়াই করেছে। তবে এবারে তৃণমূল আগের চেয়ে আলাদা। আমরা সবাই বিজেপির বিরুদ্ধ লড়াই করছি। বিজেপি উপরে ফেলা না পর্যন্ত তৃণমূল শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। বিজেপিকে হারানোর জন্য যত দূর যেতে হয় যাব। মেঘালয় ও ত্রিপুরায় দুই রাজ্যেই সরকার গড়বে তৃণমূল।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

 

আরও পড়ুন: শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক

এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমার বাড়িতে ১০ বার তলব করা হয়েছে। আমার বাড়িতে পর্যন্ত গেছে। তৃণমূলকে ইডি, সিবিআই দিয়ে ভয় দেখিয়ে কোনও লাভ নেই। ফেস বুক, ট্যুইটারে নয়, মাঠে নেমে লড়াই করতে জানে তৃণমূল। এখানে সবাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছে। আগামী লোকসভা নির্বাচনে ১৪টি আসনের মধ্যে ১০টই আসনে জিততে হবে।

আরও পড়ুন: আসামে জামিয়ত উলেমা-ই-হিন্দের সফর, নজরদারিতে পুলিশ, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

 

কেন্দ্রের বিরুদ্ধে আঙুল তুলে বলেন অভিষেক বলেন, ৬ বছরে ডবল ইঞ্জিন সরকার করে কি করেছে? আর বাংলায় সিংগল ইঞ্জিন সরকার চলছে। উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে বিচার হোক এবার। উন্নয়নের নিরিখে বিজেপিকে ১০ গোল দিতে পারব।

সিনেমায় ট্যাক্স কমানো হচ্ছে আর জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। গ্যাসের দাম ৪০০ টাকা থেকে ১০০০ টাকা হয়ে গেছে। অসমে বেকারত্ব বেড়েছে। মহিলাদের ওপরে অত্যাচার বেড়েছে। পেট্রোল, ডিজেল সেঞ্চুরি পেরিয়ে গেছে। অন্য দলের মতো তৃণমূল ভয় না। একমাত্র কামাখ্যা মন্দির ছাড়া কোথাও মাথানত করবে না তৃণমূল।

 

সিএ, এনআরসি নিয়ে সুর চড়িয়ে অভিষেক বলেন, সিএ, এনআরসি নিয়ে বাংলায় এক কথা আর অসমে অন্য কথা। দিল্লির নির্দেশ মতো অসম চলবে না। বিজেপি ধর্মের নামে রাজনীতি চালিয়ে যাচ্ছে।