০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘আমি সিরাজের বেগম’ খ্যাত পল্লবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় টলিপাড়া

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ মে ২০২২, রবিবার
  • / 184

পুবের কলম ওয়েবডেস্কঃ  ফের শোকের ছায়া টলিপাড়ায়।অভিনেত্রীর রহস্য মৃত্যু ঘিরে ছড়াল একরাশ ধোঁয়াশা।মৃত অভিনেত্রীর নাম পল্লবী দে।গড়ফার একটি আবাসন থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। কর্মসূত্রে গড়ফায় থাকলেও, অভিনেত্রী আসল বাড়ি হাওড়ার সাঁতরাগাছিতে।সেখানেই তার বড় হওয়া এবং স্কুলের পড়াশোনাও।

'আমি সিরাজের বেগম' খ্যাত পল্লবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় টলিপাড়া
প্রসঙ্গত, ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে অভিনয় করে মন কেড়ে নিয়েছিল দর্শকদের। সঙ্গে সঙ্গে বেড়েছিল জনপ্রিয়তা। তার আগেও অনেক নামী-দামি চ্যানেলেও কাজ করেছে সে। বর্তমানে মন মানে না ধারাবাহিকে কাজ করছিলেন মৃত অভিনেত্রী।
গড়ফায় বন্ধুর সঙ্গে থাকতেন তিনি।শনিবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন পল্লবী।তারপর রবিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার করে তার বন্ধু।
সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে।খবর দেওয়া হয় আত্মীয় – স্বজনদেরও । ঘটনায় ভেঙে পড়েন পরিবার-পরিজনসহ , টলিপাড়ার কলাকুশলীরা।

আরও পড়ুন: আইআইএম জোকা কাণ্ডে সিট গঠন

'আমি সিরাজের বেগম' খ্যাত পল্লবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় টলিপাড়া
অত্যন্ত হাসিখুশি মেয়ে ছিলেন তিনি।সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পারতেন।সেটেও সতীর্থ অভিনেতা ,অভিনেত্রীদের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল পল্লবীর।শনিবার রাতেও নিজের সোশ্যাল মিডিয়া বেশ ছবি এবং চিন্তাভাবনার কথা শেয়ার করেন তিনি। এরপর রবিবার সকালে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধারের খবর সামনে আসতেই শোকস্তব্ধ সকলেই।

আরও পড়ুন: বেপরোয়া গাড়ি চালকদের আটক করছে পুলিশ সুন্দরবনের মাতলা সেতুতে

'আমি সিরাজের বেগম' খ্যাত পল্লবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় টলিপাড়া
পল্লবীর অকাল মৃত্যু মনে করিয়ে দিচ্ছে সুশান্ত সিং রাজপুতের কথা। গোটা টলিপাড়ার সঙ্গে স্ক্রিনের ওপারে পল্লবীর গুণমুগ্ধরাও আজ চরম শোকাহত।তাকে খুন করা হয়েছে এমনটাই দাবী করছে অভিনেত্রীর বাবা। ইতিমধ্যেই তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয় অভিনেত্রীর।কিন্তু তার জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: বারুইপুর পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আমি সিরাজের বেগম’ খ্যাত পল্লবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় টলিপাড়া

আপডেট : ১৫ মে ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  ফের শোকের ছায়া টলিপাড়ায়।অভিনেত্রীর রহস্য মৃত্যু ঘিরে ছড়াল একরাশ ধোঁয়াশা।মৃত অভিনেত্রীর নাম পল্লবী দে।গড়ফার একটি আবাসন থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। কর্মসূত্রে গড়ফায় থাকলেও, অভিনেত্রী আসল বাড়ি হাওড়ার সাঁতরাগাছিতে।সেখানেই তার বড় হওয়া এবং স্কুলের পড়াশোনাও।

'আমি সিরাজের বেগম' খ্যাত পল্লবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় টলিপাড়া
প্রসঙ্গত, ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে অভিনয় করে মন কেড়ে নিয়েছিল দর্শকদের। সঙ্গে সঙ্গে বেড়েছিল জনপ্রিয়তা। তার আগেও অনেক নামী-দামি চ্যানেলেও কাজ করেছে সে। বর্তমানে মন মানে না ধারাবাহিকে কাজ করছিলেন মৃত অভিনেত্রী।
গড়ফায় বন্ধুর সঙ্গে থাকতেন তিনি।শনিবার রাতে আত্মহত্যার চেষ্টা করেন পল্লবী।তারপর রবিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার করে তার বন্ধু।
সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে।খবর দেওয়া হয় আত্মীয় – স্বজনদেরও । ঘটনায় ভেঙে পড়েন পরিবার-পরিজনসহ , টলিপাড়ার কলাকুশলীরা।

আরও পড়ুন: আইআইএম জোকা কাণ্ডে সিট গঠন

'আমি সিরাজের বেগম' খ্যাত পল্লবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় টলিপাড়া
অত্যন্ত হাসিখুশি মেয়ে ছিলেন তিনি।সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পারতেন।সেটেও সতীর্থ অভিনেতা ,অভিনেত্রীদের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল পল্লবীর।শনিবার রাতেও নিজের সোশ্যাল মিডিয়া বেশ ছবি এবং চিন্তাভাবনার কথা শেয়ার করেন তিনি। এরপর রবিবার সকালে পল্লবীর ঝুলন্ত দেহ উদ্ধারের খবর সামনে আসতেই শোকস্তব্ধ সকলেই।

আরও পড়ুন: বেপরোয়া গাড়ি চালকদের আটক করছে পুলিশ সুন্দরবনের মাতলা সেতুতে

'আমি সিরাজের বেগম' খ্যাত পল্লবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তোলপাড় টলিপাড়া
পল্লবীর অকাল মৃত্যু মনে করিয়ে দিচ্ছে সুশান্ত সিং রাজপুতের কথা। গোটা টলিপাড়ার সঙ্গে স্ক্রিনের ওপারে পল্লবীর গুণমুগ্ধরাও আজ চরম শোকাহত।তাকে খুন করা হয়েছে এমনটাই দাবী করছে অভিনেত্রীর বাবা। ইতিমধ্যেই তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয় অভিনেত্রীর।কিন্তু তার জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: বারুইপুর পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন