২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পালিত বৌদ্ধ  ধর্মাঙ্কুর সভা ২৫৬৬ তম বুদ্ধজয়ন্তী 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার
  • / 34

পুবের কলম, ওয়েবডেস্ক: বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা ২৫৬৬ তম বুদ্ধজয়ন্তী  মহাসমারোহে শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে উদযাপিত হল। সকালে বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন দিয়ে শুরু, উত্তোলন করেন সভার ভিক্ষু-ইন-চার্জ শ্রীমৎ জয়ন্তবোধি মহাথের, বিশ্বশান্তি প্রার্থনা, বুদ্ধপুজা, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রোগিদের ফল ও অন্যান্য সামগ্রী বিতরণ হয় আবাসিক ভিক্ষু বিশ্বজিৎ’র পরিচালনায়, দুপুরে হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ড. প্রকাশ মল্লিক।

এরপর কলকাতা সহ ভারতের  বিভিন্ন  হাসপাতালে চিকিৎসা পরিসেবা ও তার আনুষঙ্গিক খরচে ছাড় পেতে (ভারতীয় এবং বিদেশ আগতরা) International Medical Centre কিভাবে সাহায্য করতে পারে, তার বিস্তারিত দিশা দেয়।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

সন্ধ্যায় আলোচনা সভায় ICCR (Kolkata) Director গৌতম দে, অমিয় কুমার সামন্ত, প্রাক্তন IPS (DG Intelligence Branch) অনিমেষ দাসগুপ্ত, চিত্র পরিচালক, ড.সুমনপাল ভিক্ষু, সাধারণ সম্পাদক অয়্যাডভোকেট দীপক কুমার বড়ুয়া, শ্রীমতী বন্দনা মুখার্জি, সভাপতি ড. ভিক্ষু রতনশ্রী এই বিশেষ দিনের উপর  আলোচনায় বিভিন্ন  দিক তুলে ধরেন।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

অনুষ্ঠান শুরু হয় “খোয়জানালা” শিল্পী গোষ্ঠী যার পরিচালক দীপা দাস’এর সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে।

আরও পড়ুন: ‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির

সভার প্রাক্তন সভাপতি তথা বৌদ্ধ দার্শনিক অধ্যাপক সুনীতিকুমার পাঠক’র বিভিন্ন রচনা সংকলন, “বৌদ্ধ নিবন্ধমালা”, সম্পাদনা করেছেন আচার্য হেমেন্দুবিকাশ চৌধুরী (মৃত্যুর আগেই এই কাজ করেছিলেন) এবং ড. সুমিতকুমার বড়ুয়া (যিনি কাজটি সুচারু রূপে শেষ করেছেন)।

“ধর্মাঙ্কুর” নিউজলেটার নবরূপে এইদিন পুনঃপ্রকাশ হয়েছে, যার সম্পাদনার দায়িত্বে আছেন ড. সুমিতকুমার বড়ুয়া। রাতে হাজার প্রদীপ প্রজ্জ্বলিত হয়।

এদিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে কোষাধ্যক্ষ অমলেন্দু চৌধুরী।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পালিত বৌদ্ধ  ধর্মাঙ্কুর সভা ২৫৬৬ তম বুদ্ধজয়ন্তী 

আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা ২৫৬৬ তম বুদ্ধজয়ন্তী  মহাসমারোহে শ্রদ্ধা ও আন্তরিকতার সঙ্গে উদযাপিত হল। সকালে বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন দিয়ে শুরু, উত্তোলন করেন সভার ভিক্ষু-ইন-চার্জ শ্রীমৎ জয়ন্তবোধি মহাথের, বিশ্বশান্তি প্রার্থনা, বুদ্ধপুজা, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রোগিদের ফল ও অন্যান্য সামগ্রী বিতরণ হয় আবাসিক ভিক্ষু বিশ্বজিৎ’র পরিচালনায়, দুপুরে হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ড. প্রকাশ মল্লিক।

এরপর কলকাতা সহ ভারতের  বিভিন্ন  হাসপাতালে চিকিৎসা পরিসেবা ও তার আনুষঙ্গিক খরচে ছাড় পেতে (ভারতীয় এবং বিদেশ আগতরা) International Medical Centre কিভাবে সাহায্য করতে পারে, তার বিস্তারিত দিশা দেয়।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

সন্ধ্যায় আলোচনা সভায় ICCR (Kolkata) Director গৌতম দে, অমিয় কুমার সামন্ত, প্রাক্তন IPS (DG Intelligence Branch) অনিমেষ দাসগুপ্ত, চিত্র পরিচালক, ড.সুমনপাল ভিক্ষু, সাধারণ সম্পাদক অয়্যাডভোকেট দীপক কুমার বড়ুয়া, শ্রীমতী বন্দনা মুখার্জি, সভাপতি ড. ভিক্ষু রতনশ্রী এই বিশেষ দিনের উপর  আলোচনায় বিভিন্ন  দিক তুলে ধরেন।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

অনুষ্ঠান শুরু হয় “খোয়জানালা” শিল্পী গোষ্ঠী যার পরিচালক দীপা দাস’এর সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে।

আরও পড়ুন: ‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির

সভার প্রাক্তন সভাপতি তথা বৌদ্ধ দার্শনিক অধ্যাপক সুনীতিকুমার পাঠক’র বিভিন্ন রচনা সংকলন, “বৌদ্ধ নিবন্ধমালা”, সম্পাদনা করেছেন আচার্য হেমেন্দুবিকাশ চৌধুরী (মৃত্যুর আগেই এই কাজ করেছিলেন) এবং ড. সুমিতকুমার বড়ুয়া (যিনি কাজটি সুচারু রূপে শেষ করেছেন)।

“ধর্মাঙ্কুর” নিউজলেটার নবরূপে এইদিন পুনঃপ্রকাশ হয়েছে, যার সম্পাদনার দায়িত্বে আছেন ড. সুমিতকুমার বড়ুয়া। রাতে হাজার প্রদীপ প্রজ্জ্বলিত হয়।

এদিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে কোষাধ্যক্ষ অমলেন্দু চৌধুরী।