নয়াদিল্লি, ২০ জুলাই: করোনা ভাইরাস মহামারির প্রকোপের মাঝেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে মুসলিমদের অন্যতম বড় উৎসব ঈদ উল আযহা৷ ডেল্টা ভ্যারিয়েন্টের চোখ রাঙানির মধ্যে সামাজিক ত্যাগের উৎসব নামে পরিচিত এ দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায় নানা দেশের সংক্রমণ বিস্তার নিরোধের রীতি মেনেই উদযাপন করছেন। এই বছর কোভিড টিকা নেওয়া ৬০ হাজার সৌদি নাগরিককে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে৷ বিশ্বের সর্বাধিক মুসলিম জনবহুল দেশ ইন্দোনেশিয়াতে করোনা ভাইরাস এক বিপর্যয়ের সৃষ্টি করেছে৷ এই পরিস্থিতিতে সাদামাটা ভাবেই ঈদ পালিত হচ্ছে৷ বিশাল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং কঠোর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট মারুফ আমিন, যিনি একজন প্রভাবশালী আলেমও, তিনি লোকদের পরিবারের সঙ্গে বাড়িতে ঈদের নামায পড়ার আবেদন করেছেন৷ তিনি বলেন, ভিড় করবেন না৷ কোভিড মহামারি থেকে নিজেকে রক্ষা করা বাধ্যতামূলক৷ মালয়শিয়ায় ১ জুন থেকে জাতীয় লকডাউন চলছে৷ সংক্রমণ তীব্র আকার ধারণ করায় নিজ শহর বা জেলা ছেড়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে৷ আত্মীয়ের বাড়ি যাওয়া এবং কবরস্থানে সমবেত হওয়াকেও নিষিদ্ধ করা হয়েছে। কঠোর সামাজিক দূরত্ব মেনে মসজিদে নামায পড়ার জন্য অনুমতি দেওয়া হয়। পশু কোরবানি কেবল মসজিদ এবং অন্যান্য অনুমোদিত অঞ্চলে সীমাবদ্ধ।স্বাস্থ্য দফতরের ডিরেক্টর নূর হিশাম আবদুল্লাহ মালয়শিয়ানদের দায়িত্বজ্ঞানহীন আচরণের পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন মুসলমানদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। উৎসবের প্রাক্কালে ভাষণে তিনি বলেন, আমি আপনাদের সকলকে ধৈর্য ধারণ করার এবং নিয়ম মেনে চলার জন্য আবেদন করছি৷ কারণ আপনাদের ত্যাগ এবং জীবন রক্ষায় আমাদের প্রচেষ্টা একটি মহান জিহাদ৷
লকডাউনের ফলে অস্ট্রেলিয়ার দুটি বৃহৎ শহর সিডনি এবং মেলবোর্নেও ঈদের জাঁকজমক নেই৷ কোথাও জমায়েত হওয়ার অনুমতি নেই৷ ইরান সোমবার রাজধানী তেহরান এবং আশেপাশের অঞ্চলে এক সপ্তাহব্যাপী লকডাউন চাপিয়েছে৷ মঙ্গলবার লকডাউন শুরু হয়েছে দেশটিতে৷ বাংলাদেশে ঈদের জন্য আটদিন লকডাউন শিথিল করা হয়েছে ৷






























