০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি দুর্নীতি মামলা: পার্থ চট্টোপাধ্যায়ের মামলা গ্রহণ করল ডিভিশন বেঞ্চ, শুনানির সম্ভাবনা শুক্রবার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ মে ২০২২, বৃহস্পতিবার
  • / 28

পুবের কলম, ওয়েবডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকালই নিজাম প্যালেসে তাকে একপ্রস্থ জেরা করা হয়েছে। ফের তাকে ডাকা হতে পারে বলে সূত্রের খবর। তবে কবে ডাকা হবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। এখনও পর্যন্ত জানা গেছে সিবিআইয়ের অনেক প্রশ্নই ‘জানি না’, ‘মনে নেই’ বলে এড়িয়ে গিয়েছেন।

আজ ফের বৃহস্পতিবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের মামলা গ্রহণ করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। শুক্রবার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, আরও ২০ কোটি বাজেয়াপ্ত করল ইডি

এদিকে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত।  ফলে এ বার প্রধান বিচারপতি নির্ধারণ করবেন এই মামলা কোন ডিভিশন বেঞ্চ শুনবে। সেই মতো শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন: টেট মামলায় মতপার্থক্য ডিভিশন বেঞ্চের,  শুনানি বিচারপতি ভট্টাচার্যের এজলাসে

গতকালই রক্ষাকবচের আবদেন চেয়ে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ।   তবে তার আবেদন নাকচ করে দেওয়া হয়। জানা গেছে, কিছু পদ্ধতিগত ত্রুটি ছিল। তবে আজ সেই পদ্ধতিগত ত্রুটি সারিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুন: কামারপুকুরে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০

অন্যদিকে আজ শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকেল ৩টে সময় আসার নির্দেশ দেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও আসেননি না পরেশ অধিকারী।

এদিকে সূত্রের খবর, দুপুর একটি ই-মেল মারফত সিবিআইয়ের কাছে সময় চান পরেশ অধিকারী। পরবর্তী দিনের সময় ধার্য করার সময় চান তিনি।

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসএসসি দুর্নীতি মামলা: পার্থ চট্টোপাধ্যায়ের মামলা গ্রহণ করল ডিভিশন বেঞ্চ, শুনানির সম্ভাবনা শুক্রবার

আপডেট : ১৯ মে ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকালই নিজাম প্যালেসে তাকে একপ্রস্থ জেরা করা হয়েছে। ফের তাকে ডাকা হতে পারে বলে সূত্রের খবর। তবে কবে ডাকা হবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। এখনও পর্যন্ত জানা গেছে সিবিআইয়ের অনেক প্রশ্নই ‘জানি না’, ‘মনে নেই’ বলে এড়িয়ে গিয়েছেন।

আজ ফের বৃহস্পতিবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের মামলা গ্রহণ করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। শুক্রবার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, আরও ২০ কোটি বাজেয়াপ্ত করল ইডি

এদিকে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত।  ফলে এ বার প্রধান বিচারপতি নির্ধারণ করবেন এই মামলা কোন ডিভিশন বেঞ্চ শুনবে। সেই মতো শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন: টেট মামলায় মতপার্থক্য ডিভিশন বেঞ্চের,  শুনানি বিচারপতি ভট্টাচার্যের এজলাসে

গতকালই রক্ষাকবচের আবদেন চেয়ে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ।   তবে তার আবেদন নাকচ করে দেওয়া হয়। জানা গেছে, কিছু পদ্ধতিগত ত্রুটি ছিল। তবে আজ সেই পদ্ধতিগত ত্রুটি সারিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুন: কামারপুকুরে যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০

অন্যদিকে আজ শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকেল ৩টে সময় আসার নির্দেশ দেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও আসেননি না পরেশ অধিকারী।

এদিকে সূত্রের খবর, দুপুর একটি ই-মেল মারফত সিবিআইয়ের কাছে সময় চান পরেশ অধিকারী। পরবর্তী দিনের সময় ধার্য করার সময় চান তিনি।