০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্তেকাল করলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, সংগীত রচয়িতা শফিরুল হক সাহেব

পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্তেকাল করলেন বর্ধমানের বিশিষ্ট সাংবাদিক, লেখক, সংগীত রচয়িতা, আবৃত্তিকার শফিরুল হক সাহেব। বার্ধক্যজনিত কারণে আজ ইন্তেকাল করেন এই বিশিষ্ট বুদ্ধিজীবী। শফিরুল হক সাহেব ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।

 

আরও পড়ুন: Badruddin Umar: ইন্তেকাল করলেন লেখক, গবেষক বদরুদ্দীন উমর (ইন্না লিল্লাহে)

ইন্তেকাল করলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, সংগীত রচয়িতা শফিরুল হক সাহেব

আরও পড়ুন: সিরাজুল ইসলাম হলেন লেখক গড়ার পথিকৃৎ: ইমরান

তাঁর লেখা একাধিক গান আকাশবানীতে সম্প্রচারিত হয়েছে। ঐতিহাসিকভ্রমণের ওপর তাঁর লেখা সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন: বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ আবদুল বারি-র ইন্তেকাল

পুবের কলম প্রত্রিকার সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে ছিলেন শফিরুল হক সাহেব। তাঁর বহু লেখা কলম প্রত্রিকায় প্রকাশিত হয়েছে। পুবের কলম প্রত্রিকার উত্থানের জন্য তিনি সব সময় একজন পরামর্শদাতা হিসেবে পাশে থেকেছেন।

বহুমুখী প্রতিভার অধিকারী শফিরুল হক সাহেব-এর ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার প্রতি শোকজ্ঞাপন করে জান্নাত কামনা করেছেন পুবের কলম প্রত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান। শফিরুল হক সাহেবের শোকসন্তপ্ত  পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এই লেখক, সাংবাদিক, সঙ্গীত রচয়িতার প্রয়াণে শোকস্তব্ধ সমস্ত বুদ্ধিজীবী মহল।

 

 

 

 

নববর্ষ উদ্‌যাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আমস্টারডামের ঐতিহাসিক ভন্ডেলকার্ক চার্চে আগুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্তেকাল করলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, সংগীত রচয়িতা শফিরুল হক সাহেব

আপডেট : ২০ মে ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্তেকাল করলেন বর্ধমানের বিশিষ্ট সাংবাদিক, লেখক, সংগীত রচয়িতা, আবৃত্তিকার শফিরুল হক সাহেব। বার্ধক্যজনিত কারণে আজ ইন্তেকাল করেন এই বিশিষ্ট বুদ্ধিজীবী। শফিরুল হক সাহেব ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।

 

আরও পড়ুন: Badruddin Umar: ইন্তেকাল করলেন লেখক, গবেষক বদরুদ্দীন উমর (ইন্না লিল্লাহে)

ইন্তেকাল করলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, সংগীত রচয়িতা শফিরুল হক সাহেব

আরও পড়ুন: সিরাজুল ইসলাম হলেন লেখক গড়ার পথিকৃৎ: ইমরান

তাঁর লেখা একাধিক গান আকাশবানীতে সম্প্রচারিত হয়েছে। ঐতিহাসিকভ্রমণের ওপর তাঁর লেখা সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন: বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ আবদুল বারি-র ইন্তেকাল

পুবের কলম প্রত্রিকার সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে ছিলেন শফিরুল হক সাহেব। তাঁর বহু লেখা কলম প্রত্রিকায় প্রকাশিত হয়েছে। পুবের কলম প্রত্রিকার উত্থানের জন্য তিনি সব সময় একজন পরামর্শদাতা হিসেবে পাশে থেকেছেন।

বহুমুখী প্রতিভার অধিকারী শফিরুল হক সাহেব-এর ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার প্রতি শোকজ্ঞাপন করে জান্নাত কামনা করেছেন পুবের কলম প্রত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান। শফিরুল হক সাহেবের শোকসন্তপ্ত  পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এই লেখক, সাংবাদিক, সঙ্গীত রচয়িতার প্রয়াণে শোকস্তব্ধ সমস্ত বুদ্ধিজীবী মহল।