১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ি বদলে এবার মধ্য কলকাতায় উঠে আসছেন সৌরভ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ মে ২০২২, শুক্রবার
  • / 122

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার নতুন ঠিকানায় আসতে চলেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় দেড় বিঘে জমির উপর একটি বাংলো কিনেছেন সৌরভ। মধ্য কলকাতার এই বাংলোটি সৌরভের পরবর্তী গন্তব্য হতে চলেছে। বাগানসহ এই দ্বিতল বাংলোতে অবশ্য গঙ্গোপাধ্যায় পরিবারের সকলে আসছেন না। কেবলমাত্র মহারাজ নিজে তার স্ত্রী ডোনা এবং কন্যা সানাই পাকাপাকি ভাবে উঠে আসছেন এই বাংলোয়। বেহালার বীরেন রায় রোডের বাড়িতে থাকবেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ মহারাজের মা ও বাকি সদস্যরা।

বেহালা থেকে মধ্য কলকাতায় উঠে আসার কারণ হিসেবে সৌরভ জানিয়েছেন, এখান থেকে ইডেন গার্ডেন্স কিংবা শহরের অন্যান্য জায়গা এমনকি বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রেও অনেক সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন: Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

সৌরভ জানিয়েছেন, ‘বেহালার বাড়ি আমার কাছে স্বর্গ।    সেই স্বর্গ ছেড়ে আসা খুব কঠিন। কিন্তু কাজের জন্য আমাকে তো এটুকু করতেই হত। তাছাড়া সম্পূর্ণ নিজের একটা বাড়ি কিনব  বা তৈরি করব এমন স্বপ্ন আমার অনেক দিনের। সেই স্বপ্নটাও পূরণ হল। ‘

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

তবে প্রতিদিন এই বাড়িতে থাকবেন না সৌরভ বা তাঁর পত্নী ও কন্যা। মাঝে মাঝে বেহালার বীরেন রায় রোডের বাড়িতেও দেখা যাবে সৌরভ-ডোনা – সানাকে। নতুন বাড়িতে কবে আসতে চলেছেন সে বিষয়ে অবশ্য সৌরভ কিছু জানাননি। শুধু এটুকু বলেছেন তাড়াতাড়ি তিনি মধ্য কলকাতার এই নতুন বাংলায় এসে উঠবেন।

আরও পড়ুন: বায়োপিকে প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে দেখা যাবে কাকে? নিজেই জানালেন সৌরভ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়ি বদলে এবার মধ্য কলকাতায় উঠে আসছেন সৌরভ

আপডেট : ২০ মে ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার নতুন ঠিকানায় আসতে চলেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় দেড় বিঘে জমির উপর একটি বাংলো কিনেছেন সৌরভ। মধ্য কলকাতার এই বাংলোটি সৌরভের পরবর্তী গন্তব্য হতে চলেছে। বাগানসহ এই দ্বিতল বাংলোতে অবশ্য গঙ্গোপাধ্যায় পরিবারের সকলে আসছেন না। কেবলমাত্র মহারাজ নিজে তার স্ত্রী ডোনা এবং কন্যা সানাই পাকাপাকি ভাবে উঠে আসছেন এই বাংলোয়। বেহালার বীরেন রায় রোডের বাড়িতে থাকবেন দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ মহারাজের মা ও বাকি সদস্যরা।

বেহালা থেকে মধ্য কলকাতায় উঠে আসার কারণ হিসেবে সৌরভ জানিয়েছেন, এখান থেকে ইডেন গার্ডেন্স কিংবা শহরের অন্যান্য জায়গা এমনকি বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রেও অনেক সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন: Sourav Ganguly: নেতৃত্বের মঞ্চে আবার সৌরভ গাঙ্গুলী

সৌরভ জানিয়েছেন, ‘বেহালার বাড়ি আমার কাছে স্বর্গ।    সেই স্বর্গ ছেড়ে আসা খুব কঠিন। কিন্তু কাজের জন্য আমাকে তো এটুকু করতেই হত। তাছাড়া সম্পূর্ণ নিজের একটা বাড়ি কিনব  বা তৈরি করব এমন স্বপ্ন আমার অনেক দিনের। সেই স্বপ্নটাও পূরণ হল। ‘

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

তবে প্রতিদিন এই বাড়িতে থাকবেন না সৌরভ বা তাঁর পত্নী ও কন্যা। মাঝে মাঝে বেহালার বীরেন রায় রোডের বাড়িতেও দেখা যাবে সৌরভ-ডোনা – সানাকে। নতুন বাড়িতে কবে আসতে চলেছেন সে বিষয়ে অবশ্য সৌরভ কিছু জানাননি। শুধু এটুকু বলেছেন তাড়াতাড়ি তিনি মধ্য কলকাতার এই নতুন বাংলায় এসে উঠবেন।

আরও পড়ুন: বায়োপিকে প্রাক্তন ভারত অধিনায়কের চরিত্রে দেখা যাবে কাকে? নিজেই জানালেন সৌরভ