দক্ষিণ কোরিয়ায় বাইডেন, কোয়াডের বৈঠক আসন্ন

- আপডেট : ২২ মে ২০২২, রবিবার
- / 43
পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ কোরিয়া সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তাকে পিয়েংতায়েকের ওশান বিমানঘাঁটিতে অভ্যর্থনা জানান দ. কোরিয়ার বিদেশমন্ত্রী পার্ক জিন। শনিবার দ. কোরিয়ার নয়া প্রেসিডেন্ট ইয়ুন সিক ইয়ুলের সঙ্গে বৈঠক করেন বাইেডন। তারা একজোট হয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেন। দুই দেশের মিলিত সামরিক মহড়া পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা হয়। যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, ‘কোরীয় উপদ্বীপে সামরিক মহড়া ও প্রশিক্ষণের সুযোগ খোঁজা হচ্ছে।’ কোরীয় উপদ্বীপে আমেরিকার উসকানি নিয়ে সতর্ক করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে মতপার্থক্য সত্ত্বেও জাপানের রাজধানী টোকিওতে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন নিরাপত্তা বিষয়ক কৌশলগত জোট কোয়াডের নেতারা। চিনের বিস্তার ঠেকাতে জাপান, ভারত, অস্ট্রেলিয়া ও আমেরিকা মিলে কোয়াড গঠন করে। কিন্তু জোটভুক্ত সব দেশ ইউক্রেনে হামলার বিষয়ে একমত হয়নি। ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে কোনও সমালোচনা করেনি, আবার কোনও নিষেধাজ্ঞাও আরোপ করেনি জোটের একমাত্র দেশ ভারত। উপরন্তু দেশটি রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে। এদিকে প্রথমবারের মতো এশিয়া সফরে প্রেসিডেন্ট বাইডেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন। সূত্র বলছে, চিনের বিরুদ্ধে এই দুই নেতা যৌথ বিবৃতি দেবেন।