০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রোয়িং করতে গিয়ে মৃত্যু – উঠে আসছে নানা প্রশ্ন

ইমামা খাতুন
  • আপডেট : ২২ মে ২০২২, রবিবার
  • / 48

 পুবের কলম ওয়েবডেস্কঃ  ফের মর্মান্তিক দুর্ঘটনা রবীন্দ্র সরবরে।এবার রোয়িং করতে গিয়ে মৃত্যু সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রের। কালবৈশাখীর মধ্যেই রবীন্দ্র সরোবরের লেকে রোয়িং করতে গিয়ে মৃত্যু ঘটে দুই যুবকের।

 

আরও পড়ুন: হালিশহরের হুকুমচাঁদ জুট মিলে ভয়াবহ দুর্ঘটনা, মেশিনে আটকে মৃত্যু

পুলিশ সূত্রে খবর, মোট ৫ জন পড়ুয়া ওই বোটে ছিল।ঝড়ের কারণে ওই বোট উল্টে  যায়।বোটে থাকা ৫ জনের মধ্যে, তিন জন   ফিরে এলেও, বাকি দুই জন তলিয়ে যায় লেকে।দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর এক জনের খোঁজ মেলে।তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।তারপর দীর্ঘ তিন ঘণ্টা খোঁজার পর আনুমানিক রাত ৮ টা নাগাদ আর এক ছাত্রকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পণের করাল থাবায় ভারত, এক বছরে সাড়ে ৬ হাজার মৃত্যু! 

 

আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে মাঠেই মৃত্যু ক্রিকেটারের

তবে তাদের মৃত্যু ঘিরে ক্রমশই বাড়ছে রহস্য।উঠে আসছে নানা প্রশ্ন।আবহাওয়া দফতর থেকে সতর্কতা থাকা সর্তেও কেন তাদের  রোয়িং করার অনুমতি দেওয়া হয়েছিল? কেন রোয়িং করার আগে তাদের রুট সম্বন্ধে অবগত করা হয়নি?

 

আরও প্রশ্ন উঠছে যে, বোট উল্টে যাওয়ার সময় উদ্ধারকারী টিম বা রোয়িং কোচরা কি করছিল। তারা  কি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল? নাকি,ডুবুরি বা বিপর্যয় উদ্ধারকারী টিমের জন্য অপেক্ষা করছিল।

 

ক্লাব সূত্রের খবর, রবীন্দ্র সরবোরে এর আগে আরও দূর্ঘটনা  ঘটেছে। তবে  রোয়িং এর ইতিহাসে এই প্রথম এমন দূর্ঘটনা ঘটেছে। যদিও তাঁরা সবাই সাঁতার জানত।খারাপ আবহাওয়ার জন্য বোট উল্টে যায়।জলে পড়ার সঙ্গে সঙ্গে ওরা আতঙ্কিত হয়ে পড়ে।তারপরই ওরা তলিয়ে যায়।পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রোয়িং করতে গিয়ে মৃত্যু – উঠে আসছে নানা প্রশ্ন

আপডেট : ২২ মে ২০২২, রবিবার

 পুবের কলম ওয়েবডেস্কঃ  ফের মর্মান্তিক দুর্ঘটনা রবীন্দ্র সরবরে।এবার রোয়িং করতে গিয়ে মৃত্যু সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রের। কালবৈশাখীর মধ্যেই রবীন্দ্র সরোবরের লেকে রোয়িং করতে গিয়ে মৃত্যু ঘটে দুই যুবকের।

 

আরও পড়ুন: হালিশহরের হুকুমচাঁদ জুট মিলে ভয়াবহ দুর্ঘটনা, মেশিনে আটকে মৃত্যু

পুলিশ সূত্রে খবর, মোট ৫ জন পড়ুয়া ওই বোটে ছিল।ঝড়ের কারণে ওই বোট উল্টে  যায়।বোটে থাকা ৫ জনের মধ্যে, তিন জন   ফিরে এলেও, বাকি দুই জন তলিয়ে যায় লেকে।দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর এক জনের খোঁজ মেলে।তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।তারপর দীর্ঘ তিন ঘণ্টা খোঁজার পর আনুমানিক রাত ৮ টা নাগাদ আর এক ছাত্রকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন: পণের করাল থাবায় ভারত, এক বছরে সাড়ে ৬ হাজার মৃত্যু! 

 

আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে মাঠেই মৃত্যু ক্রিকেটারের

তবে তাদের মৃত্যু ঘিরে ক্রমশই বাড়ছে রহস্য।উঠে আসছে নানা প্রশ্ন।আবহাওয়া দফতর থেকে সতর্কতা থাকা সর্তেও কেন তাদের  রোয়িং করার অনুমতি দেওয়া হয়েছিল? কেন রোয়িং করার আগে তাদের রুট সম্বন্ধে অবগত করা হয়নি?

 

আরও প্রশ্ন উঠছে যে, বোট উল্টে যাওয়ার সময় উদ্ধারকারী টিম বা রোয়িং কোচরা কি করছিল। তারা  কি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল? নাকি,ডুবুরি বা বিপর্যয় উদ্ধারকারী টিমের জন্য অপেক্ষা করছিল।

 

ক্লাব সূত্রের খবর, রবীন্দ্র সরবোরে এর আগে আরও দূর্ঘটনা  ঘটেছে। তবে  রোয়িং এর ইতিহাসে এই প্রথম এমন দূর্ঘটনা ঘটেছে। যদিও তাঁরা সবাই সাঁতার জানত।খারাপ আবহাওয়ার জন্য বোট উল্টে যায়।জলে পড়ার সঙ্গে সঙ্গে ওরা আতঙ্কিত হয়ে পড়ে।তারপরই ওরা তলিয়ে যায়।পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।