যুদ্ধ, সহিংসতা, নিপীড়নঃ বিশ্বের ১০ কোটি মানুষ বাস্তুচ্যুত
- আপডেট : ২৩ মে ২০২২, সোমবার
- / 222
পুবের কলম প্রতিবেদকঃ সারাবিশ্বের ১০ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন থেকে বাঁচতে নিজের ঘর ত্যাগ করে বাধ্য হয়ে অন্যত্র থাকতে হচ্ছে তাদের। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইউএনএইচসিআর জানিয়েছে, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হওয়ার অন্যতম এক কারণ ইউক্রেন যুদ্ধ। এ ছাড়া ইথিওপিয়া ও কঙ্গোতে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে অনেক মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেন, ‘এটা একটি ভয়াবহ পরিসংখ্যান, যা উদ্বেগজনক। এটি এমন একটি রেকর্ড যা কখনও সৃষ্টি করা উচিত নয়। নিরীহ মানুষদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়ার পেছনে যে ধ্বংসাত্মক দ্বন্দ্ব ও নিপীড়ন রয়েছে তার অবসানে সরব হতে হবে আমাদের।’ ইউএনএইচসিআর যে তথ্য দিয়েছে সেখানে শরণার্থী, আশ্রয়প্রার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষরা অন্তর্ভুক্ত রয়েছেন। একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, নিজ দেশে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা গতবছরের শেষ নাগাদ ৬ কোটিতে গিয়ে ঠেকেছে। ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনের যুদ্ধে দেশের মধ্যে ৮০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৬০ লক্ষেরও বেশি মানুষ বিদেশে পালিয়েছে। ফিলিপ্পো গ্র্যান্ডি বাস্তুচ্যুতির কারণগুলো মোকাবিলার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে বলেন, মানবিক সহায়তা শুধু বাস্তুচু্যতির পরিণতিগুলোর চিকিৎসা করছে। বাস্তুচ্যুতি রোধ করার একমাত্র উপায় হল শান্তি ও স্থিতিশীলতা টিকিয়ে রাখা, যাতে নির্দোষ মানুষরা ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য না হয়।



















































