০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধ, সহিংসতা, নিপীড়নঃ বিশ্বের ১০ কোটি মানুষ বাস্তুচ্যুত

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ মে ২০২২, সোমবার
  • / 222

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদকঃ সারাবিশ্বের ১০ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন থেকে বাঁচতে নিজের ঘর ত্যাগ করে বাধ্য হয়ে অন্যত্র থাকতে হচ্ছে তাদের। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইউএনএইচসিআর জানিয়েছে, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হওয়ার অন্যতম এক কারণ ইউক্রেন যুদ্ধ। এ ছাড়া ইথিওপিয়া ও কঙ্গোতে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে অনেক মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেন, ‘এটা একটি ভয়াবহ পরিসংখ্যান, যা উদ্বেগজনক। এটি এমন একটি রেকর্ড যা কখনও সৃষ্টি করা উচিত নয়। নিরীহ মানুষদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়ার পেছনে যে ধ্বংসাত্মক দ্বন্দ্ব ও নিপীড়ন রয়েছে তার অবসানে সরব হতে হবে আমাদের।’ ইউএনএইচসিআর যে তথ্য দিয়েছে সেখানে শরণার্থী, আশ্রয়প্রার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষরা অন্তর্ভুক্ত রয়েছেন। একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, নিজ দেশে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা গতবছরের শেষ নাগাদ ৬ কোটিতে গিয়ে ঠেকেছে। ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনের যুদ্ধে দেশের মধ্যে ৮০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৬০ লক্ষেরও বেশি মানুষ বিদেশে পালিয়েছে। ফিলিপ্পো গ্র্যান্ডি বাস্তুচ্যুতির কারণগুলো মোকাবিলার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে বলেন, মানবিক সহায়তা শুধু বাস্তুচু্যতির পরিণতিগুলোর চিকিৎসা করছে। বাস্তুচ্যুতি রোধ করার একমাত্র উপায় হল শান্তি ও স্থিতিশীলতা টিকিয়ে রাখা, যাতে নির্দোষ মানুষরা ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য না হয়।

 

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুদ্ধ, সহিংসতা, নিপীড়নঃ বিশ্বের ১০ কোটি মানুষ বাস্তুচ্যুত

আপডেট : ২৩ মে ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ সারাবিশ্বের ১০ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধ, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন থেকে বাঁচতে নিজের ঘর ত্যাগ করে বাধ্য হয়ে অন্যত্র থাকতে হচ্ছে তাদের। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইউএনএইচসিআর জানিয়েছে, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হওয়ার অন্যতম এক কারণ ইউক্রেন যুদ্ধ। এ ছাড়া ইথিওপিয়া ও কঙ্গোতে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে অনেক মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেন, ‘এটা একটি ভয়াবহ পরিসংখ্যান, যা উদ্বেগজনক। এটি এমন একটি রেকর্ড যা কখনও সৃষ্টি করা উচিত নয়। নিরীহ মানুষদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়ার পেছনে যে ধ্বংসাত্মক দ্বন্দ্ব ও নিপীড়ন রয়েছে তার অবসানে সরব হতে হবে আমাদের।’ ইউএনএইচসিআর যে তথ্য দিয়েছে সেখানে শরণার্থী, আশ্রয়প্রার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষরা অন্তর্ভুক্ত রয়েছেন। একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, নিজ দেশে বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা গতবছরের শেষ নাগাদ ৬ কোটিতে গিয়ে ঠেকেছে। ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনের যুদ্ধে দেশের মধ্যে ৮০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৬০ লক্ষেরও বেশি মানুষ বিদেশে পালিয়েছে। ফিলিপ্পো গ্র্যান্ডি বাস্তুচ্যুতির কারণগুলো মোকাবিলার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে বলেন, মানবিক সহায়তা শুধু বাস্তুচু্যতির পরিণতিগুলোর চিকিৎসা করছে। বাস্তুচ্যুতি রোধ করার একমাত্র উপায় হল শান্তি ও স্থিতিশীলতা টিকিয়ে রাখা, যাতে নির্দোষ মানুষরা ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য না হয়।

 

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য