১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফের অতনুর ছবিতে দেখা যেতে চলেছে প্রসেনজিৎ কে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 49

পুবের কলম ওয়েবডেস্কঃ ময়ূরাক্ষী’ ও ‘রবিবার’-এর পরে ফের অতনুর সঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর পরবর্তী ছবি ‘শেষ পাতা’য় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায় ও রায়তী ভট্টাচার্য। বর্তমানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুম্বাই তে আছেন কাজের জন্য। তবে তার ফাঁকেই চলছে এই ছবির প্রস্তুতিপর্ব। এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছেন, ‘‘অতনুর সঙ্গে এই নিয়ে তিনটি ছবিতে কাজ করছি। ওঁর স্টোরি টেলিং অন্য রকমের। গল্পে আমি বাল্মীকি নামে এক লেখকের চরিত্রে, যার এক সময়ে বেশ নামডাক ছিল। কিন্তু তার জীবনেও অনেক ঘটনা ঘটে যায়… চরিত্র নিয়ে খুব বেশি এখনই বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, এমন চরিত্রে আমি আগে অভিনয় করিনি। ভারতীয় সিনেমাতেও এমন চরিত্র খুব কম তৈরি হয়েছে।’’

অন্যদিকে প্রায় সাড়ে তিন বছর পর ছবির পর্দায় ফিরছেন বিক্রম তাই তিনিও যথেষ্ট উত্তেজিত ছবিটি নিয়ে। বর্তমানে তিনি জি বাংলা ডান্স রিয়ালিটি শো “ডান্স বাংলা ডান্স ” এ অ্যাঙ্কারিং করছেন। এছাড়াও ছবিতে মেধার চরিত্রে দেখা যাবে গার্গীকে। ছবিতে তাকে একটি গান গাইতেও শুনবেন দর্শক। সেপ্টেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের অতনুর ছবিতে দেখা যেতে চলেছে প্রসেনজিৎ কে

আপডেট : ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ময়ূরাক্ষী’ ও ‘রবিবার’-এর পরে ফের অতনুর সঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর পরবর্তী ছবি ‘শেষ পাতা’য় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায় ও রায়তী ভট্টাচার্য। বর্তমানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুম্বাই তে আছেন কাজের জন্য। তবে তার ফাঁকেই চলছে এই ছবির প্রস্তুতিপর্ব। এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেছেন, ‘‘অতনুর সঙ্গে এই নিয়ে তিনটি ছবিতে কাজ করছি। ওঁর স্টোরি টেলিং অন্য রকমের। গল্পে আমি বাল্মীকি নামে এক লেখকের চরিত্রে, যার এক সময়ে বেশ নামডাক ছিল। কিন্তু তার জীবনেও অনেক ঘটনা ঘটে যায়… চরিত্র নিয়ে খুব বেশি এখনই বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, এমন চরিত্রে আমি আগে অভিনয় করিনি। ভারতীয় সিনেমাতেও এমন চরিত্র খুব কম তৈরি হয়েছে।’’

অন্যদিকে প্রায় সাড়ে তিন বছর পর ছবির পর্দায় ফিরছেন বিক্রম তাই তিনিও যথেষ্ট উত্তেজিত ছবিটি নিয়ে। বর্তমানে তিনি জি বাংলা ডান্স রিয়ালিটি শো “ডান্স বাংলা ডান্স ” এ অ্যাঙ্কারিং করছেন। এছাড়াও ছবিতে মেধার চরিত্রে দেখা যাবে গার্গীকে। ছবিতে তাকে একটি গান গাইতেও শুনবেন দর্শক। সেপ্টেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং।