০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লাতিন আমেরিকায় ঢুকে পড়ল মাঙ্কিপক্স,আর্জেন্টিনায় দেখা মিলল দুই আক্রান্তের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ মে ২০২২, শনিবার
  • / 130

পুবের কলম ওয়েবডেস্কঃ আর্জেন্টিনায় এবার দেখা মিলল মাঙ্কিপক্স আভাইরাসের। এরফলে লাতিন আমেরিকায় ঢুকে পড়ল মাঙ্কিপক্স। স্পেন থেকে সদ্য আর্জেন্টিনায় ফিরেছিলেন দুজন তারা আক্রান্ত ছিলেন মাঙ্কিপক্সে।

হু এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট ২০টি দেশে এখনও পর্যন্ত ছড়িয়েছে মাঙ্কিপক্স। যার মধ্যে রয়েছে ব্রিটেন, কানাডা, স্পেন, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া ও আমেরিকার মত বেশ দেশ। সেই তালিকায় এবার প্রবেশ করল আর্জেন্টিনা।

আরও পড়ুন: FIFA U-20 World Cup: নকআউটে আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

জানা যাচ্ছে আক্রান্ত দু জনেই স্পেন থেকে আসেন একজন ২৮ এপ্রিল অন্যজন ১৬ মে। রবিবার থেকে তাদের শরীরে ছিল জ্বর এবং চামড়ায় দেখা যেতে শুরু করে ফোস্কা। ওই আক্রান্তরা যাদের সংস্পর্শে এসেছিলেন এই কয়েকদিনে তাঁদের কড়া নজরে রাখা হচ্ছে।

আরও পড়ুন: অক্টোবরেই কেরলে মেসিসহ বিশ্বজয়ী আর্জেন্টিনা, জানালেন ক্রীড়া মন্ত্রী

কোভিড ১৯ এর প্রকোপ এখনও কাটেনি, তার মধ্যেই এবার আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। বিদেশ থেকে আগত যাত্রীদের ওপর বিমানবন্দরে কড়া নজরদারি চালাচ্ছে ভারত সহ সমস্ত দেশ।

আরও পড়ুন: চিলির বিরুদ্ধে দুরন্ত জয় আর্জেন্টিনার

উল্লেখ্য ৮০ এর দশকে প্রথ জানা যায় মাঙ্কিপক্সের কথা। মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকাতেই এই রোগের প্রার্দুভাব ছিল । মাঙ্কি পক্স পশুবাহিত রোগ। আর যে ধরনের পশুর শরীর থেকে এই রোগ ছড়ানোর সম্ভাবনা তারা মূলত গ্রীষ্মপ্রধান এলাকার

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লাতিন আমেরিকায় ঢুকে পড়ল মাঙ্কিপক্স,আর্জেন্টিনায় দেখা মিলল দুই আক্রান্তের

আপডেট : ২৮ মে ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আর্জেন্টিনায় এবার দেখা মিলল মাঙ্কিপক্স আভাইরাসের। এরফলে লাতিন আমেরিকায় ঢুকে পড়ল মাঙ্কিপক্স। স্পেন থেকে সদ্য আর্জেন্টিনায় ফিরেছিলেন দুজন তারা আক্রান্ত ছিলেন মাঙ্কিপক্সে।

হু এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের মোট ২০টি দেশে এখনও পর্যন্ত ছড়িয়েছে মাঙ্কিপক্স। যার মধ্যে রয়েছে ব্রিটেন, কানাডা, স্পেন, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া ও আমেরিকার মত বেশ দেশ। সেই তালিকায় এবার প্রবেশ করল আর্জেন্টিনা।

আরও পড়ুন: FIFA U-20 World Cup: নকআউটে আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের

জানা যাচ্ছে আক্রান্ত দু জনেই স্পেন থেকে আসেন একজন ২৮ এপ্রিল অন্যজন ১৬ মে। রবিবার থেকে তাদের শরীরে ছিল জ্বর এবং চামড়ায় দেখা যেতে শুরু করে ফোস্কা। ওই আক্রান্তরা যাদের সংস্পর্শে এসেছিলেন এই কয়েকদিনে তাঁদের কড়া নজরে রাখা হচ্ছে।

আরও পড়ুন: অক্টোবরেই কেরলে মেসিসহ বিশ্বজয়ী আর্জেন্টিনা, জানালেন ক্রীড়া মন্ত্রী

কোভিড ১৯ এর প্রকোপ এখনও কাটেনি, তার মধ্যেই এবার আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। বিদেশ থেকে আগত যাত্রীদের ওপর বিমানবন্দরে কড়া নজরদারি চালাচ্ছে ভারত সহ সমস্ত দেশ।

আরও পড়ুন: চিলির বিরুদ্ধে দুরন্ত জয় আর্জেন্টিনার

উল্লেখ্য ৮০ এর দশকে প্রথ জানা যায় মাঙ্কিপক্সের কথা। মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকাতেই এই রোগের প্রার্দুভাব ছিল । মাঙ্কি পক্স পশুবাহিত রোগ। আর যে ধরনের পশুর শরীর থেকে এই রোগ ছড়ানোর সম্ভাবনা তারা মূলত গ্রীষ্মপ্রধান এলাকার