০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে মাঝ আকাশে নিখোঁজ বিমান, চার ভারতীয় সহ মোট ২২ যাত্রী নিয়ে ভেঙে পড়ার আশংকা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ মে ২০২২, রবিবার
  • / 48

file picture

পুবের কলম ওয়েবডেস্কঃ নেপালে ২২ যাত্রী এবং ক্রু সহ  সহ মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেল বিমান। যাত্রীদের মধ্যে রয়েছেন চার ভারতীয় সহ তিনজন জাপানি যাত্রী। সকালে উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। নেপালের পোখরা থেকে জমসমের উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি।

স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ফণীন্দ্র মণি পোখারেল জানিয়েছেন,  ইতিমধ্যেই দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে মুসতাং এবং পোখরা থেকে নিখোজ বিমানটির সন্ধানে। পাশাপাশি নেপাল সেনাবাহিনীর চপারও শুরু করেছে অনুসন্ধান।

আরও পড়ুন: ফের ভূমিকম্প! এবার নেপালে, কম্পনের মাত্রা ৫.০

এদিকে নেপাল সেনার মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানিয়েছেন, ”নেপাল সেনার এমআই-১৭ হেলিকপ্টারটি ইতিমধ্যেই উড়ে গিয়েছে মুসতাংয়ের দিকে। আশঙ্কা রয়েছে বিমানটি ওখানেই ভেঙে পড়েছে। ”   অনুসন্ধান চলছে তবে যাত্রীদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন: নেপালে মাউন্ট এভারেস্টের কাছে ভেঙে পড়ল কপ্টার, মৃত্যু ক্যাপ্টেন সহ ৬ মেক্সিকান নাগরিকের

 

আরও পড়ুন: অমৃতপালের খোঁজে নেপাল পুলিশ

বিমান পরিবহণ ক্ষেত্রে নেপালের সার্বিক চিত্র একেবারেই ভালো নয়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম নেপালের পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছিল তারা এয়ারের একটি বিমান। মৃত্যু হয়েছিল বিমানে থাকা ২৩ জন যাত্রীরা। সেই বিমানটি পোখারা থেকে জোমসমের দিকে যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেপালে মাঝ আকাশে নিখোঁজ বিমান, চার ভারতীয় সহ মোট ২২ যাত্রী নিয়ে ভেঙে পড়ার আশংকা

আপডেট : ২৯ মে ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নেপালে ২২ যাত্রী এবং ক্রু সহ  সহ মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেল বিমান। যাত্রীদের মধ্যে রয়েছেন চার ভারতীয় সহ তিনজন জাপানি যাত্রী। সকালে উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। নেপালের পোখরা থেকে জমসমের উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি।

স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ফণীন্দ্র মণি পোখারেল জানিয়েছেন,  ইতিমধ্যেই দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে মুসতাং এবং পোখরা থেকে নিখোজ বিমানটির সন্ধানে। পাশাপাশি নেপাল সেনাবাহিনীর চপারও শুরু করেছে অনুসন্ধান।

আরও পড়ুন: ফের ভূমিকম্প! এবার নেপালে, কম্পনের মাত্রা ৫.০

এদিকে নেপাল সেনার মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানিয়েছেন, ”নেপাল সেনার এমআই-১৭ হেলিকপ্টারটি ইতিমধ্যেই উড়ে গিয়েছে মুসতাংয়ের দিকে। আশঙ্কা রয়েছে বিমানটি ওখানেই ভেঙে পড়েছে। ”   অনুসন্ধান চলছে তবে যাত্রীদের জীবিত থাকার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন: নেপালে মাউন্ট এভারেস্টের কাছে ভেঙে পড়ল কপ্টার, মৃত্যু ক্যাপ্টেন সহ ৬ মেক্সিকান নাগরিকের

 

আরও পড়ুন: অমৃতপালের খোঁজে নেপাল পুলিশ

বিমান পরিবহণ ক্ষেত্রে নেপালের সার্বিক চিত্র একেবারেই ভালো নয়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম নেপালের পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছিল তারা এয়ারের একটি বিমান। মৃত্যু হয়েছিল বিমানে থাকা ২৩ জন যাত্রীরা। সেই বিমানটি পোখারা থেকে জোমসমের দিকে যাচ্ছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।