১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঐক্যের মধ্যেই শক্তি, মন কি বাতে আঞ্চলিক ভাষার প্রাসঙ্গিকতা তুলে ধরলেন মোদি 

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ মে ২০২২, রবিবার
  • / 45

 

 

আরও পড়ুন: আদালতের কার্যক্রম হবে আঞ্চলিক ভাষাতেও, দ্রুত শুরু প্রক্রিয়া: সুপ্রিম কোর্ট

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রতি মাসের শেষ রবিবার নিজের বিশেষ বেতার অনুষ্ঠানে নানা বিষয়ের ওপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮৯ তম তম মন কি বাতে আঞ্চলিক ভাষার গুরুত্ব তুলে ধরেন তিনি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন পুরুলিয়ার অধ্যাপক শ্রীপতি টুডুর কথাও।

আরও পড়ুন: সিআরপিএফ নিয়োগ পরীক্ষা: তামিল সহ আঞ্চলিক ভাষায় করার দাবিতে শাহকে চিঠি স্টালিনের

 

আরও পড়ুন: কেন্দ্রীয় ঋণ পেতে হয়রানির দিন শেষ, জনসমর্থ পোর্টাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আঞ্চলিক ভাষা  প্রসঙ্গে নিজের বক্তব্যে মোদি বলেন ”আমাদের দেশে ভাষা, উপভাষা ও লিপির বিপুল গুপ্তধন রয়েছে। বিভিন্ন অঞ্চলের নানা পোশাক, খাদ্য ও সংস্কৃতির সমাহারই আমাদের পরিচয়। এই বৈচিত্রই দেশ হিসেবে আমাদের শক্তিশালী করে তুলেছে। এবং একতায় বেঁধে রেখেছে।” আর এই ভাষার প্রসঙ্গেই মোদি উল্লেখ করেন শ্রীপতি টুডুর কথা। সাঁওতালিদের জন্য অলচিকি ভাষায় দেশের সংবিধান অনুবাদ করেছেন তিনি। প্রধানমন্ত্রী টুডুর প্রসঙ্গ তুলে বলেন, দেশে বহু মানুষ ভাষার বৈচিত্রকে আরও শক্তিশালী করতে নিয়মিত কাজ করে চলেছেন।

 

আঞ্চলিক ভাষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী মহিলাদের স্বাবলম্বী করে তোলার ওপরেও বিশেষ গুরুত্ব আরোপ  করেন। এইদিন প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে বলেন মহিলাদের আরও বেশী করে সাবলম্বী করতে হবে। তিনি বলেন প্রয়োজনে নিজের নিজের এলাকায় কতগুলি করে স্বনির্ভর গোষ্ঠী আছে সম্ভব হলে তার তথ্য জোগাড় করতে হবে। তাঁদের তৈরি করা জিনিষ কেনার কথাও বলেন তিনি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী তামিলনাড়ুর থাঞ্জাভারুর এক মহিলার লড়াইয়ের কথা তুলে ধরেন।

হিন্দিকে যখন দেশের  প্রধানভাষা হিসেবে মান্যতা দেওয়ার জন্য সওয়াল করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।ঠিক এইরকম এক সময়ে আঞ্চলিক ভাষার প্রাসঙ্গিকতা তুলে ধরলেন মোদি।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঐক্যের মধ্যেই শক্তি, মন কি বাতে আঞ্চলিক ভাষার প্রাসঙ্গিকতা তুলে ধরলেন মোদি 

আপডেট : ২৯ মে ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: আদালতের কার্যক্রম হবে আঞ্চলিক ভাষাতেও, দ্রুত শুরু প্রক্রিয়া: সুপ্রিম কোর্ট

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রতি মাসের শেষ রবিবার নিজের বিশেষ বেতার অনুষ্ঠানে নানা বিষয়ের ওপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮৯ তম তম মন কি বাতে আঞ্চলিক ভাষার গুরুত্ব তুলে ধরেন তিনি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন পুরুলিয়ার অধ্যাপক শ্রীপতি টুডুর কথাও।

আরও পড়ুন: সিআরপিএফ নিয়োগ পরীক্ষা: তামিল সহ আঞ্চলিক ভাষায় করার দাবিতে শাহকে চিঠি স্টালিনের

 

আরও পড়ুন: কেন্দ্রীয় ঋণ পেতে হয়রানির দিন শেষ, জনসমর্থ পোর্টাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আঞ্চলিক ভাষা  প্রসঙ্গে নিজের বক্তব্যে মোদি বলেন ”আমাদের দেশে ভাষা, উপভাষা ও লিপির বিপুল গুপ্তধন রয়েছে। বিভিন্ন অঞ্চলের নানা পোশাক, খাদ্য ও সংস্কৃতির সমাহারই আমাদের পরিচয়। এই বৈচিত্রই দেশ হিসেবে আমাদের শক্তিশালী করে তুলেছে। এবং একতায় বেঁধে রেখেছে।” আর এই ভাষার প্রসঙ্গেই মোদি উল্লেখ করেন শ্রীপতি টুডুর কথা। সাঁওতালিদের জন্য অলচিকি ভাষায় দেশের সংবিধান অনুবাদ করেছেন তিনি। প্রধানমন্ত্রী টুডুর প্রসঙ্গ তুলে বলেন, দেশে বহু মানুষ ভাষার বৈচিত্রকে আরও শক্তিশালী করতে নিয়মিত কাজ করে চলেছেন।

 

আঞ্চলিক ভাষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী মহিলাদের স্বাবলম্বী করে তোলার ওপরেও বিশেষ গুরুত্ব আরোপ  করেন। এইদিন প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে বলেন মহিলাদের আরও বেশী করে সাবলম্বী করতে হবে। তিনি বলেন প্রয়োজনে নিজের নিজের এলাকায় কতগুলি করে স্বনির্ভর গোষ্ঠী আছে সম্ভব হলে তার তথ্য জোগাড় করতে হবে। তাঁদের তৈরি করা জিনিষ কেনার কথাও বলেন তিনি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী তামিলনাড়ুর থাঞ্জাভারুর এক মহিলার লড়াইয়ের কথা তুলে ধরেন।

হিন্দিকে যখন দেশের  প্রধানভাষা হিসেবে মান্যতা দেওয়ার জন্য সওয়াল করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।ঠিক এইরকম এক সময়ে আঞ্চলিক ভাষার প্রাসঙ্গিকতা তুলে ধরলেন মোদি।