পুতিনের অসুস্থতা গুজব: ল্যাভরভ

- আপডেট : ৩০ মে ২০২২, সোমবার
- / 52
পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতার খবরকে ‘গুজব’ বলে নাকচ করে দিয়ে বলেছেন। তিনি জানান, পুতিনের অসুস্থ হওয়ার কোনও লক্ষণ নেই। পুতিনের স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন গোপনীয় বিষয় এবং বলতে গেলে সে-বিষয়ে কখনও প্রকাশ্যে আলোচনা করা হয় না।
শীর্ষ রুশ কূটনীতিক ল্যাভরভ বলেন, ‘আমি মনে করি না যে বিবেক সম্পন্ন কোনও মানুষ এই ব্যক্তির অসুস্থতা বা রোগের কোনও ধরনের লক্ষণ দেখতে পাবেন’। ল্যাভরভ বলেন, পুতিন প্রতিদিন জনসম্মখে আসছেন। আগামী অক্টোবরে তিনি ৭০ বছরে পদার্পণ করবেন।
রাশিয়ার বিদেশমন্ত্রকের প্রকাশ করা বিবৃতিতে ল্যাভরভ বলেন, ‘আপনারা তাকে প্রতিদিন বিভিন্ন স্ক্রিনে দেখতে এবং তার ভাষণ শুনতে পান। এ ধরনের গুজব যারা ছড়িয়েছে তাদের বিষয়টি আমি বিবেকবান মানুষের ওপর ছেড়ে দিচ্ছি।’