০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শহরে অভিনব দম্পতি সৌন্দর্য প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন দুবাই যাওয়ার টিকিট

 

 

আরও পড়ুন: আয়োজিত হল ‘কলকাতা ময়দান প্রতিযোগিতা’, জয়ীদের পুরস্কার তুলে দিলেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র

পুবের কলম ওয়েবডেস্কঃ মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড এমনকি মিসেস ইউনিভার্স প্রতিযোগিতাও হয়ে থাকে। তবে দম্পতিদের জন্য সেভাবে নেই কোন প্রতিযোগিতা নেই। তাঁদের কথা ভেবেই একটি সর্ব ভারতীয় অলঙ্কার বিপনী আয়োজন করেছিল ” কাপল নং ওয়ান ” নামে একটি অভিনব সৌন্দর্য প্রতিযোগিতার। রোজকার দাম্পত্য কলহের মধ্যেও থাকে সম্পর্কের অন্য একটা রসায়ন।

কলকাতার একটি প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর ১৩ জন দম্পতিকে মনোনীত করা হয়েছিল চূড়ান্ত পর্বের জন্য। তারমধ্যে থেকেই কাপল নং ওয়ান দম্পতির জন্য ছিল জ্যাকপট। একেবারে দুবাই যাওয়ার টিকিট তুলে দেওয়া হয় তাঁদের হাতে। ২৯ মে বাইপাসের অভিজাত পাঁচতারা হোটেলে সেই গ্র্যান্ড ফিনালে।

রোম্যান্সকে পুনরুজ্জীবিত করা এবং আপনার সঙ্গীর সঙ্গে প্রতিটি দিন কাটানোর জন্য উদযাপন করাও গুরুত্বপূর্ণ। এই চিন্তা মাথায় রেখেই এই অনন্য, মজাদার ও সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

. রাহুল দেউতিয়া এবং বরখা দেউতিয়া বিজয়ী হয়ে জিতে নেন দুবাই যাওয়ার টিকিট।
প্রথম রানার আপ হন সুদীপ্তা চক্রবর্তী এবং রিয়াঙ্কা ঘোষাল। সেকেন্ড রানার আপ হন বিদিত গয়াল এবং কৃতিকা গয়াল

জুরি সদস্যদের উপস্থিতি ছিল জমকালো। যার মধ্যে অভিনেত্রী রিচা শর্মা, শাড়ি ড্র্যাপিস্ট ডলি জৈন, সেলিব্রিটি এবং স্টাইলিস্ট; উষি সেনগুপ্ত,৷ মোটিভেশনাল স্পিকার নয়না মোর সহ অন্যান্যরা।

 

 

নববর্ষ উদ্‌যাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আমস্টারডামের ঐতিহাসিক ভন্ডেলকার্ক চার্চে আগুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শহরে অভিনব দম্পতি সৌন্দর্য প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন দুবাই যাওয়ার টিকিট

আপডেট : ৩১ মে ২০২২, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: আয়োজিত হল ‘কলকাতা ময়দান প্রতিযোগিতা’, জয়ীদের পুরস্কার তুলে দিলেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র

পুবের কলম ওয়েবডেস্কঃ মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড এমনকি মিসেস ইউনিভার্স প্রতিযোগিতাও হয়ে থাকে। তবে দম্পতিদের জন্য সেভাবে নেই কোন প্রতিযোগিতা নেই। তাঁদের কথা ভেবেই একটি সর্ব ভারতীয় অলঙ্কার বিপনী আয়োজন করেছিল ” কাপল নং ওয়ান ” নামে একটি অভিনব সৌন্দর্য প্রতিযোগিতার। রোজকার দাম্পত্য কলহের মধ্যেও থাকে সম্পর্কের অন্য একটা রসায়ন।

কলকাতার একটি প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর ১৩ জন দম্পতিকে মনোনীত করা হয়েছিল চূড়ান্ত পর্বের জন্য। তারমধ্যে থেকেই কাপল নং ওয়ান দম্পতির জন্য ছিল জ্যাকপট। একেবারে দুবাই যাওয়ার টিকিট তুলে দেওয়া হয় তাঁদের হাতে। ২৯ মে বাইপাসের অভিজাত পাঁচতারা হোটেলে সেই গ্র্যান্ড ফিনালে।

রোম্যান্সকে পুনরুজ্জীবিত করা এবং আপনার সঙ্গীর সঙ্গে প্রতিটি দিন কাটানোর জন্য উদযাপন করাও গুরুত্বপূর্ণ। এই চিন্তা মাথায় রেখেই এই অনন্য, মজাদার ও সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

. রাহুল দেউতিয়া এবং বরখা দেউতিয়া বিজয়ী হয়ে জিতে নেন দুবাই যাওয়ার টিকিট।
প্রথম রানার আপ হন সুদীপ্তা চক্রবর্তী এবং রিয়াঙ্কা ঘোষাল। সেকেন্ড রানার আপ হন বিদিত গয়াল এবং কৃতিকা গয়াল

জুরি সদস্যদের উপস্থিতি ছিল জমকালো। যার মধ্যে অভিনেত্রী রিচা শর্মা, শাড়ি ড্র্যাপিস্ট ডলি জৈন, সেলিব্রিটি এবং স্টাইলিস্ট; উষি সেনগুপ্ত,৷ মোটিভেশনাল স্পিকার নয়না মোর সহ অন্যান্যরা।