০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইডির আবেদন খারিজ, রুজিরা-অভিষেককে দুবাই যেতে অনুমতি হাইকোর্টের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 36

পুবের কলম প্রতিবেদক: চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাধা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাদের সেই নিষেধাজ্ঞাকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে চোখের চিকিৎসার জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর বিদেশ যেতে বাধা রইল না। যদিও কলকাতা উচ্চ আদালত বেশ কিছু শর্ত চাপিয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার প্রয়োজনে দুবাই যাওয়ার অনুমতি দিয়ে জানিয়েছে, তাঁদের ১০ জুনের মধ্যে ফিরে আসতে হবে। এ ছাড়াও আরও বেশ কিছু শর্ত দিয়েছে আদালত।

এ দিন আদালত ইডির নিষেধাজ্ঞার বিরুদ্ধে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানির পর স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাংসদ বিদেশে যেতে পারবেন। সঙ্গে তাঁর স্ত্রীও যেতে পারবেন। তবে সাংসদকে ইডির কাছে টিকিট, দুবাইয়ের ঠিকানা, চিকিৎসার জন্য যে হাসপাতালে যাচ্ছেন সেখানকার ফোন নম্বর জমা দিতে হবে।

আরও পড়ুন: ফাঁসি নয় যাবজ্জীবন, ৪০ বছর জেল প্রেমিক সুশান্ত চৌধুরীর

ইডির আধিকারিকরা প্রয়োজনে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার সুযোগ রাখতে হবে। অন্যদিকে ইডিকে বলা হয়েছে ১০ জুনের মধ্যে সাংসদকে নোটিশ পাঠানো যাবে না।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

এ দিন কলকাতা হাইকোর্ট ইডির আবেদন খারিজ করে জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা করার সাংবিধানিক অধিকার রয়েছে। তিনি তাঁর পছন্দের হাসপাতালে তিনি চিকিৎসা করাতে পারবেন। সেক্ষেত্রে প্রশাসন কখনও বাধা দিতে পারে না বলেও উল্লেখ করেছে কলকাতা উচ্চ আদালত।

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইডির আবেদন খারিজ, রুজিরা-অভিষেককে দুবাই যেতে অনুমতি হাইকোর্টের

আপডেট : ২ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাধা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাদের সেই নিষেধাজ্ঞাকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে চোখের চিকিৎসার জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর বিদেশ যেতে বাধা রইল না। যদিও কলকাতা উচ্চ আদালত বেশ কিছু শর্ত চাপিয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার প্রয়োজনে দুবাই যাওয়ার অনুমতি দিয়ে জানিয়েছে, তাঁদের ১০ জুনের মধ্যে ফিরে আসতে হবে। এ ছাড়াও আরও বেশ কিছু শর্ত দিয়েছে আদালত।

এ দিন আদালত ইডির নিষেধাজ্ঞার বিরুদ্ধে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানির পর স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাংসদ বিদেশে যেতে পারবেন। সঙ্গে তাঁর স্ত্রীও যেতে পারবেন। তবে সাংসদকে ইডির কাছে টিকিট, দুবাইয়ের ঠিকানা, চিকিৎসার জন্য যে হাসপাতালে যাচ্ছেন সেখানকার ফোন নম্বর জমা দিতে হবে।

আরও পড়ুন: ফাঁসি নয় যাবজ্জীবন, ৪০ বছর জেল প্রেমিক সুশান্ত চৌধুরীর

ইডির আধিকারিকরা প্রয়োজনে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার সুযোগ রাখতে হবে। অন্যদিকে ইডিকে বলা হয়েছে ১০ জুনের মধ্যে সাংসদকে নোটিশ পাঠানো যাবে না।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

এ দিন কলকাতা হাইকোর্ট ইডির আবেদন খারিজ করে জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা করার সাংবিধানিক অধিকার রয়েছে। তিনি তাঁর পছন্দের হাসপাতালে তিনি চিকিৎসা করাতে পারবেন। সেক্ষেত্রে প্রশাসন কখনও বাধা দিতে পারে না বলেও উল্লেখ করেছে কলকাতা উচ্চ আদালত।

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী