০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের ইতিহাসে নয়া পালক, বিশ্বে প্রথমবার ‘কার্বন মুক্ত’ তকমা পেল আইটিসি সংস্থার তিন বিলাসবহুল হোটেল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জুন ২০২২, শনিবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের ইতিহাসে নতুন পালক। বিশ্বে প্রথমবার কার্বন মুক্ত হোটেলের অধিকারী হল আইটিসি সংস্থার তিন বিলাসবহুল হোটেল।  এই সংস্থার তিন বিলাসবহুল হোটেলকে দেওয়া হয়েছে এই বিশেষ সম্মান। ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ এই কার্বন মুক্ত হোটেলের তকমা দিয়েছে। এর অর্থ এই তিন হোটেলের কার্বন নির্গমনের পরিমাণ শূন্য।

এই বিশেষ তকমার অধিকারী হল আইটিসি উইন্ডসোর, আইটিসি গ্র্যান্ড চোলা ও আইটিসি গার্ডেনিয়া। সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে আইটিসির তিনটি হোটেল কার্বন মুক্ত হিসেবে শংসাপত্র পেয়েছে।

বেঙ্গালুরুর আইটিসি উইন্ডসোর ‘জিরো কার্বন’ শংসাপত্র। আইটিসি গ্র্যান্ড চোলা ও আইটিসি গা গার্ডেনিয়া এই তকমা পেয়েছে। হোটেলের তরফে জানানো হয়েছে, ব্যবহার করা হয় পুনরায় ব্যবহারযোগ্য শক্তি, সংরক্ষিত করা হয় জল। বর্জন করা হয়েছে ক্ষতিকর প্লাস্টিক।

বর্তমান দূষণ মুক্ত পরিবেশ গড়তে জোর দিয়েছে আইটিসি। আইটিসি’র লক্ষ্য স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেওয়া। সংস্থার ডিভিশনাল চিফ এক্সিকিউটিভ অনিল চাডা জানিয়েছেন, মানুষকে সুন্দর পরিবেশ উপহার দিতে পেরে আমরা গর্বিত। তবে এই সাফল্য আমাদের সকলের। হোটেলের অতিথিদের প্রতিও আমরা কৃতজ্ঞ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতের ইতিহাসে নয়া পালক, বিশ্বে প্রথমবার ‘কার্বন মুক্ত’ তকমা পেল আইটিসি সংস্থার তিন বিলাসবহুল হোটেল

আপডেট : ৪ জুন ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের ইতিহাসে নতুন পালক। বিশ্বে প্রথমবার কার্বন মুক্ত হোটেলের অধিকারী হল আইটিসি সংস্থার তিন বিলাসবহুল হোটেল।  এই সংস্থার তিন বিলাসবহুল হোটেলকে দেওয়া হয়েছে এই বিশেষ সম্মান। ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ এই কার্বন মুক্ত হোটেলের তকমা দিয়েছে। এর অর্থ এই তিন হোটেলের কার্বন নির্গমনের পরিমাণ শূন্য।

এই বিশেষ তকমার অধিকারী হল আইটিসি উইন্ডসোর, আইটিসি গ্র্যান্ড চোলা ও আইটিসি গার্ডেনিয়া। সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে আইটিসির তিনটি হোটেল কার্বন মুক্ত হিসেবে শংসাপত্র পেয়েছে।

বেঙ্গালুরুর আইটিসি উইন্ডসোর ‘জিরো কার্বন’ শংসাপত্র। আইটিসি গ্র্যান্ড চোলা ও আইটিসি গা গার্ডেনিয়া এই তকমা পেয়েছে। হোটেলের তরফে জানানো হয়েছে, ব্যবহার করা হয় পুনরায় ব্যবহারযোগ্য শক্তি, সংরক্ষিত করা হয় জল। বর্জন করা হয়েছে ক্ষতিকর প্লাস্টিক।

বর্তমান দূষণ মুক্ত পরিবেশ গড়তে জোর দিয়েছে আইটিসি। আইটিসি’র লক্ষ্য স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেওয়া। সংস্থার ডিভিশনাল চিফ এক্সিকিউটিভ অনিল চাডা জানিয়েছেন, মানুষকে সুন্দর পরিবেশ উপহার দিতে পেরে আমরা গর্বিত। তবে এই সাফল্য আমাদের সকলের। হোটেলের অতিথিদের প্রতিও আমরা কৃতজ্ঞ।