২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাল শনিবার আবদুর রাউফ-এর নামাযে জানাযা

ইমামা খাতুন
  • আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার
  • / 64

পুবের কলম প্রতিবেদক: মরহুম জনাব আবদুর রাউফ-এর পুত্র অধ্যাপক আসাদ রাউফ কাল শনিবার খুব ভোরে বিমানে করে দেশে ফিরে আসছেন। আবদুর রাউফের জানাযা ও দাফন সময়সূচি তাঁর পুত্রের অপেক্ষায় রয়েছে। তবে এক প্রশ্নের উত্তরে আবদুর রাউফের সহধর্মিনী মুসতাবসেরা রাউফ পুবের কলমকে বলেছেন, তাঁরা আশা করছেন পুত্র আসাদ পৌঁছানোর পর শনিবার যোহর নামায শেষে মেহের আলি রোড সংলগ্ন সার্কাস রো-র মসজিদে তাঁর জানাযার নামায হবে। এরপর তাঁকে গোবরা কবরস্থানে দাফন করা হবে। বর্তমানে আবদুর রাউফ সাহেবের দেহ কলকাতার ‘পিস ওয়ার্ল্ডে’ রাখা রয়েছে।

আরও পড়ুন: গাজা শিশু ও ক্ষুধার্তদের কবরস্থানে পরিণত হচ্ছে: রাষ্ট্র সংঘ সংস্থার প্রধানের অভিযোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাল শনিবার আবদুর রাউফ-এর নামাযে জানাযা

আপডেট : ১০ জুন ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: মরহুম জনাব আবদুর রাউফ-এর পুত্র অধ্যাপক আসাদ রাউফ কাল শনিবার খুব ভোরে বিমানে করে দেশে ফিরে আসছেন। আবদুর রাউফের জানাযা ও দাফন সময়সূচি তাঁর পুত্রের অপেক্ষায় রয়েছে। তবে এক প্রশ্নের উত্তরে আবদুর রাউফের সহধর্মিনী মুসতাবসেরা রাউফ পুবের কলমকে বলেছেন, তাঁরা আশা করছেন পুত্র আসাদ পৌঁছানোর পর শনিবার যোহর নামায শেষে মেহের আলি রোড সংলগ্ন সার্কাস রো-র মসজিদে তাঁর জানাযার নামায হবে। এরপর তাঁকে গোবরা কবরস্থানে দাফন করা হবে। বর্তমানে আবদুর রাউফ সাহেবের দেহ কলকাতার ‘পিস ওয়ার্ল্ডে’ রাখা রয়েছে।

আরও পড়ুন: গাজা শিশু ও ক্ষুধার্তদের কবরস্থানে পরিণত হচ্ছে: রাষ্ট্র সংঘ সংস্থার প্রধানের অভিযোগ