০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এভারেস্টের বেস ক্যাম্প সরানো হবে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার
  • / 28

পুবের কলম, ওয়েবডেস্কঃ জলবায়ু পরিবর্তন এবং মানুষের কর্মকাণ্ডে অনিরাপদ হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতচূড়া এভারেস্টের বেস ক্যাম্প। এ কারণেই এই ক্যাম্পটিকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে নেপাল।

প্রতি বসন্তে এভারেস্টে আরোহণের মরশুমে বেস ক্যাম্প ব্যবহার করেন ১৫০০ মানুষ। এটি দ্রুত গলতে থাকা খুম্বু হিমবাহে অবস্থিত। নেপালের এক কর্মকর্তা জানিয়েছেন, অপেক্ষাকৃত কম উচ্চতায় নতুন একটি স্থান পাওয়া গেছে, সেখানে সারাবছর বরফ থাকে না। গবেষকরা বলছেন, গলতে থাকা পানিতে হিমবাহ অস্থিতিশীল হয়ে পড়ে। আর পর্বতারোহীরা বলছেন, তাঁরা থাকাকালীন প্রতিদিন বেস ক্যাম্পের চিড়গুলো ক্রমাগত বাড়তে থাকে।

আরও পড়ুন: এভারেস্ট জয়ী পর্বতারোহী দেহরক্ষীকে সংবর্ধনা জানাতে এয়ারপোর্টে পুলিশ কমিশনার 

নেপালের পর্যটন দফতরের মহাপরিচালক তারানাথ অধিকারী বলেন, ‘আমরা এখন স্থানান্তরের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং শীঘ্রই সবার সঙ্গে পরামর্শ শুরু করব।’

আরও পড়ুন: স্থগিত অমরনাথ যাত্রা, বেসক্যাম্পে আটকে তিন হাজার তীর্থযাত্রী

নেপালের এই কর্মকর্তা বলেন, এটি মূলত পর্বতারোহণ ব্যবসা টিকিয়ে রাখার জন্য অপরিহার্য হয়ে উঠেছে।’

আরও পড়ুন: ভারতে বিরোধী প্রস্তাব পেশ মার্কিন কংগ্রেসে

বর্তমানে বেস ক্যাম্পটি ৫৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত। নতুন ক্যাম্পটি এর চেয়েও অন্তত ৪০০ মিটার নিচে হতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রেক্ষিতে হিমালয়ের অন্যান্য হিমবাহের মতো খুম্বু হিমবাহটিও দ্রুত গলছে এবং পাতলা হয়ে যাচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এভারেস্টের বেস ক্যাম্প সরানো হবে

আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ জলবায়ু পরিবর্তন এবং মানুষের কর্মকাণ্ডে অনিরাপদ হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতচূড়া এভারেস্টের বেস ক্যাম্প। এ কারণেই এই ক্যাম্পটিকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে নেপাল।

প্রতি বসন্তে এভারেস্টে আরোহণের মরশুমে বেস ক্যাম্প ব্যবহার করেন ১৫০০ মানুষ। এটি দ্রুত গলতে থাকা খুম্বু হিমবাহে অবস্থিত। নেপালের এক কর্মকর্তা জানিয়েছেন, অপেক্ষাকৃত কম উচ্চতায় নতুন একটি স্থান পাওয়া গেছে, সেখানে সারাবছর বরফ থাকে না। গবেষকরা বলছেন, গলতে থাকা পানিতে হিমবাহ অস্থিতিশীল হয়ে পড়ে। আর পর্বতারোহীরা বলছেন, তাঁরা থাকাকালীন প্রতিদিন বেস ক্যাম্পের চিড়গুলো ক্রমাগত বাড়তে থাকে।

আরও পড়ুন: এভারেস্ট জয়ী পর্বতারোহী দেহরক্ষীকে সংবর্ধনা জানাতে এয়ারপোর্টে পুলিশ কমিশনার 

নেপালের পর্যটন দফতরের মহাপরিচালক তারানাথ অধিকারী বলেন, ‘আমরা এখন স্থানান্তরের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং শীঘ্রই সবার সঙ্গে পরামর্শ শুরু করব।’

আরও পড়ুন: স্থগিত অমরনাথ যাত্রা, বেসক্যাম্পে আটকে তিন হাজার তীর্থযাত্রী

নেপালের এই কর্মকর্তা বলেন, এটি মূলত পর্বতারোহণ ব্যবসা টিকিয়ে রাখার জন্য অপরিহার্য হয়ে উঠেছে।’

আরও পড়ুন: ভারতে বিরোধী প্রস্তাব পেশ মার্কিন কংগ্রেসে

বর্তমানে বেস ক্যাম্পটি ৫৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত। নতুন ক্যাম্পটি এর চেয়েও অন্তত ৪০০ মিটার নিচে হতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রেক্ষিতে হিমালয়ের অন্যান্য হিমবাহের মতো খুম্বু হিমবাহটিও দ্রুত গলছে এবং পাতলা হয়ে যাচ্ছে।