০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আরও এক গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে

ইমামা খাতুন
  • আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ কয়েক মাস ধরে চলা যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনীর বহু অফিসারের মৃতু্য হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। সর্বশেষ রবিবার ইউক্রেনের একটি কমান্ড পোস্টে রুশ সেনা আক্রমণ চালায়। মস্কোর দাবি, সেই সময় পোস্টটিতে বৈঠক করছিলেন ইউক্রেনের একাধিক সেনা অফিসার এবং জেনারেল পদমর্যাদার অফিসার।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

আক্রমণে তারা সকলেই নিহত হয়েছেন বলে রাশিয়ার দাবি। রবিবার বিবৃতি দিয়ে রুশ সরকার জানায়, ইউক্রেনের অন্তত ৫০ জন জেনারেল এবং অফিসারের মৃত্যু হয়েছে। তবে ইউক্রেন এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। এদিকে রাশিয়া জানিয়েছে, পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদনেৎস্কের কাছে মেটিওলকাইন শহর দখল করেছে তারা। শহরটিতে বহু অসামরিক মানুষ আটকে রয়েছেন। বাকি সকলেই শহর ফেলে পালিয়েছে। তবে ইউক্রেন জানিয়েছে, শহরটি আংশিকভাবে দখল করেছে রাশিয়া।

আরও পড়ুন: নিম্নচাপ কাটতেই পারদ চড়ছে দক্ষিণে, ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী

 

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ওই শহর থেকে বাণিজ্যিক শহর সেভেরোদনেৎস্ক খুব কাছে। মেটিওলকাইন থেকে এবার সেভেরোদনেৎস্কে রাশিয়ার হামলা চালানো অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। রবিবার রুশ অধিকৃত দনেৎস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনীয় সেনা। তাতে পাঁচ জন নিহত হন। জখম অন্তত ১২। একটি গ্রামে দু’পক্ষের বাহিনীর যুদ্ধ বাধে। লুহানস্কের গভর্নর সের্গেই হাইদাই বলেন, ‘রুশরা বলে চলেছে, ওরা সেভেরোদনেৎস্ক দখল করে নিয়েছে। সব মিথ্যা। এটা সত্যি, যে তারা শহরের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। কিন্তু পুরোটা দখল করতে পারেনি।’ সের্গেই আরও জানান, ক্রমাগত নতুন নতুন সেনা নিয়ে আসছে রাশিয়া। ক্রমাগত সেনা বহরে বদল আনছে। তাঁর কথায়, ‘ওরা এক পা, এক পা করে এগোচ্ছে। একটু একটু করে জায়গা দখল করছে।’ উল্লেখ্য, এখনও সেভেরোদনেৎস্কে আটক রয়েছেন হাজার হাজার বাসিন্দা। লিসিচাঙ্কস দিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরও এক গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার দখলে

আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ কয়েক মাস ধরে চলা যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনীর বহু অফিসারের মৃতু্য হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। সর্বশেষ রবিবার ইউক্রেনের একটি কমান্ড পোস্টে রুশ সেনা আক্রমণ চালায়। মস্কোর দাবি, সেই সময় পোস্টটিতে বৈঠক করছিলেন ইউক্রেনের একাধিক সেনা অফিসার এবং জেনারেল পদমর্যাদার অফিসার।

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

আক্রমণে তারা সকলেই নিহত হয়েছেন বলে রাশিয়ার দাবি। রবিবার বিবৃতি দিয়ে রুশ সরকার জানায়, ইউক্রেনের অন্তত ৫০ জন জেনারেল এবং অফিসারের মৃত্যু হয়েছে। তবে ইউক্রেন এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। এদিকে রাশিয়া জানিয়েছে, পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদনেৎস্কের কাছে মেটিওলকাইন শহর দখল করেছে তারা। শহরটিতে বহু অসামরিক মানুষ আটকে রয়েছেন। বাকি সকলেই শহর ফেলে পালিয়েছে। তবে ইউক্রেন জানিয়েছে, শহরটি আংশিকভাবে দখল করেছে রাশিয়া।

আরও পড়ুন: নিম্নচাপ কাটতেই পারদ চড়ছে দক্ষিণে, ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী

 

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ওই শহর থেকে বাণিজ্যিক শহর সেভেরোদনেৎস্ক খুব কাছে। মেটিওলকাইন থেকে এবার সেভেরোদনেৎস্কে রাশিয়ার হামলা চালানো অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। রবিবার রুশ অধিকৃত দনেৎস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনীয় সেনা। তাতে পাঁচ জন নিহত হন। জখম অন্তত ১২। একটি গ্রামে দু’পক্ষের বাহিনীর যুদ্ধ বাধে। লুহানস্কের গভর্নর সের্গেই হাইদাই বলেন, ‘রুশরা বলে চলেছে, ওরা সেভেরোদনেৎস্ক দখল করে নিয়েছে। সব মিথ্যা। এটা সত্যি, যে তারা শহরের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। কিন্তু পুরোটা দখল করতে পারেনি।’ সের্গেই আরও জানান, ক্রমাগত নতুন নতুন সেনা নিয়ে আসছে রাশিয়া। ক্রমাগত সেনা বহরে বদল আনছে। তাঁর কথায়, ‘ওরা এক পা, এক পা করে এগোচ্ছে। একটু একটু করে জায়গা দখল করছে।’ উল্লেখ্য, এখনও সেভেরোদনেৎস্কে আটক রয়েছেন হাজার হাজার বাসিন্দা। লিসিচাঙ্কস দিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনা।