১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চারবছর ধরে গৃহবন্দী মহিলা, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উদ্ধার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার
  • / 79

 

পুবের কলম ওয়েবডেস্কঃ একটা ঘরে ভাঙা খাটে তালা বদ্ধ ভাবে প্রায় চার বছর ধরে পরিবারের গাফিলতিতে গৃহবন্দী হয়ে পড়েছিলেন সেবিনা নামের বছর চল্লিশের ওই মহিলা।

আরও পড়ুন: Migrant worker: অন্ধ্রপ্রদেশে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বাঙালি পরিযায়ী শ্রমিকের

 

আরও পড়ুন: হাজারও মুসল্লির ঢল, উৎসবের আবহে ঈদ-উল-আযহা’র নামায সম্পন্ন লোহরপুর ঈদগাহ ময়দানে

 

আরও পড়ুন: মুর্শিদাবাদে কোহিতুর, নবাবপাসন্দ, রানিপাসন্দ আমে মাতবে ১ মাসব্যাপী আম উৎসব

চারবছর ধরে গৃহবন্দী মহিলা, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উদ্ধার
সেবিনা দেবীকে উদ্ধারের পর
ছবি রহমতুল্লা

স্থানীয় গ্রামবাসী দের কাছ থেকে সাগরদিঘী থানায় খবর পাওয়ার পর ওসি সুমিত বিশ্বাসের সহযোগিতায় সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্যরা ওই মহিলাকে উদ্ধার করে রবিবার।

চারবছর ধরে গৃহবন্দী মহিলা, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উদ্ধার
চার বছর পর সূর্যের আলো দেখলেন গৃহবন্দী মহিলা

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সেখানে গিয়ে দেখেন একটি মাটির তৈরী চার দেওয়ালের মাঝে ভাঙা খাটে তালাবদ্ধ ভাবে ঘরে পরে রয়েছেন এমনকি সূর্যের আলো টুকু ওই ঘরে ঢোকার সুযোগ পায় না অন্ধকারে রয়েছে ওই মহিলা। জায়গাটিতে মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল, শুধুমাত্র খাবার দেওয়ার সময় দরজা খোলা হত।বেশ কয়েক বছর এই ভাবে পড়ে থাকায় মহিলার রসারা শরীরে ঘায়ে ভরে গিয়েছে।এদিন ওই মহিলাকে ঘর থেকে উদ্ধার করে ট্রাস্টের সদস্যরা তাকে স্নান করিয়ে নতুন জামাকাপড় পরিয়ে খাবার তুলে দেন এবং তাকে পরিষ্কার একটি ঘরে রাখার জন্য ব্যবস্থা করে দেন।

চারবছর ধরে গৃহবন্দী মহিলা, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উদ্ধার
ভিড় করেছেন গ্রামবাসীরা

সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাস জানান তার পরিবার যেন তাকে ঘরে তালা বন্ধ করে না রাখে, এবং তাঁর দিকে যেন সবসময় নজর রাখে সেই কথা বলা হয়েছে।ওই মহিলার সমস্ত খরচ বহন করার আশ্বাস দিয়েছে সাগরদিঘী থানা।সেবিনা দেবীর দাদাকে বলা হয়েছে প্রতিদিন ওই মহিলার শারীরিক খোঁজখবর নিতে যাবেন সাগরদিঘী থানার সিভিক ভলেন্টিয়ারা, এভাবে একটা ঘরে তালা বদ্ধ ভাবে রাখলে সেই মহিলা ভারসাম্যহীন হয়ে পড়ার সম্ভাবনা থাকবে। দ্রুত ওই মহিলার চিকিৎসা শুরু হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চারবছর ধরে গৃহবন্দী মহিলা, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উদ্ধার

আপডেট : ২৭ জুন ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ একটা ঘরে ভাঙা খাটে তালা বদ্ধ ভাবে প্রায় চার বছর ধরে পরিবারের গাফিলতিতে গৃহবন্দী হয়ে পড়েছিলেন সেবিনা নামের বছর চল্লিশের ওই মহিলা।

আরও পড়ুন: Migrant worker: অন্ধ্রপ্রদেশে গিয়ে রহস্যমৃত্যু মুর্শিদাবাদের বাঙালি পরিযায়ী শ্রমিকের

 

আরও পড়ুন: হাজারও মুসল্লির ঢল, উৎসবের আবহে ঈদ-উল-আযহা’র নামায সম্পন্ন লোহরপুর ঈদগাহ ময়দানে

 

আরও পড়ুন: মুর্শিদাবাদে কোহিতুর, নবাবপাসন্দ, রানিপাসন্দ আমে মাতবে ১ মাসব্যাপী আম উৎসব

চারবছর ধরে গৃহবন্দী মহিলা, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উদ্ধার
সেবিনা দেবীকে উদ্ধারের পর
ছবি রহমতুল্লা

স্থানীয় গ্রামবাসী দের কাছ থেকে সাগরদিঘী থানায় খবর পাওয়ার পর ওসি সুমিত বিশ্বাসের সহযোগিতায় সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্যরা ওই মহিলাকে উদ্ধার করে রবিবার।

চারবছর ধরে গৃহবন্দী মহিলা, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উদ্ধার
চার বছর পর সূর্যের আলো দেখলেন গৃহবন্দী মহিলা

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সেখানে গিয়ে দেখেন একটি মাটির তৈরী চার দেওয়ালের মাঝে ভাঙা খাটে তালাবদ্ধ ভাবে ঘরে পরে রয়েছেন এমনকি সূর্যের আলো টুকু ওই ঘরে ঢোকার সুযোগ পায় না অন্ধকারে রয়েছে ওই মহিলা। জায়গাটিতে মলমূত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল, শুধুমাত্র খাবার দেওয়ার সময় দরজা খোলা হত।বেশ কয়েক বছর এই ভাবে পড়ে থাকায় মহিলার রসারা শরীরে ঘায়ে ভরে গিয়েছে।এদিন ওই মহিলাকে ঘর থেকে উদ্ধার করে ট্রাস্টের সদস্যরা তাকে স্নান করিয়ে নতুন জামাকাপড় পরিয়ে খাবার তুলে দেন এবং তাকে পরিষ্কার একটি ঘরে রাখার জন্য ব্যবস্থা করে দেন।

চারবছর ধরে গৃহবন্দী মহিলা, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উদ্ধার
ভিড় করেছেন গ্রামবাসীরা

সাগরদিঘী থানার ওসি সুমিত বিশ্বাস জানান তার পরিবার যেন তাকে ঘরে তালা বন্ধ করে না রাখে, এবং তাঁর দিকে যেন সবসময় নজর রাখে সেই কথা বলা হয়েছে।ওই মহিলার সমস্ত খরচ বহন করার আশ্বাস দিয়েছে সাগরদিঘী থানা।সেবিনা দেবীর দাদাকে বলা হয়েছে প্রতিদিন ওই মহিলার শারীরিক খোঁজখবর নিতে যাবেন সাগরদিঘী থানার সিভিক ভলেন্টিয়ারা, এভাবে একটা ঘরে তালা বদ্ধ ভাবে রাখলে সেই মহিলা ভারসাম্যহীন হয়ে পড়ার সম্ভাবনা থাকবে। দ্রুত ওই মহিলার চিকিৎসা শুরু হবে।