১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের শপিংমলে হামলায় হতাহত বহু

পূবের কলম ওয়েবডেস্কঃ মধ্য ইউক্রেনের ক্রেমেনচুকের একটি জনবহুল শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। শপিং সেন্টারটিতে ওই সময় এক হাজারেরও বেশি মানুষ ছিলেন বলে জানা গেছে। রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলের ওপর দিয়ে উড়ে আসা রাশিয়ান টু-২২এমথ্রি দূরপাল্লার বোমারু বিমানগুলো শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মধ্য পোলতাভা অঞ্চলের গভর্নর দিমিত্র লুনিন টেলিগ্রামে লেখেন, সোমবার জনাকীর্ণ শপিং সেন্টারে চালানো দু’টি ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

আরও পড়ুন: রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

তিনি আশঙ্কা করেন, ধ্বংসস্তূপের মধ্যে আরও মৃতদেহ থাকতে পারে। আঞ্চলিক রেসকিউ সার্ভিস প্রধান বলেন, ‘আমরা বুঝতে পারছি না কত মানুষ ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে।’ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় হামলার একটি ফুটেজ শেয়ার করে। তাতে দেখা যায়, শপিং সেন্টারটি দাউদাউ করে জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের বাসভবনে হামলা: পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, গ্রেফতার ১২

 

আরও পড়ুন: উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, বিজেপি-আরজেডির বাগ্‌যুদ্ধে উত্তপ্ত বিহার

জেলেনস্কি বলেন, ‘এ হামলা অসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ। এই শপিংমল রুশ বাহিনীর জন্য হুমকি ছিল না।’ জি সেভেনের মঞ্চ থেকেও রাশিয়ার সমালোচনা করা হয়েছে। জি-৭ নেতারা বলেন, এটি রাশিয়ার চালানো যুদ্ধাপরাধ। এর জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে জবাবদিহি করতে হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয় এই হামলাকে ‘দুঃখজনক’ বলে নিন্দা জানিয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনের শপিংমলে হামলায় হতাহত বহু

আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার

পূবের কলম ওয়েবডেস্কঃ মধ্য ইউক্রেনের ক্রেমেনচুকের একটি জনবহুল শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। শপিং সেন্টারটিতে ওই সময় এক হাজারেরও বেশি মানুষ ছিলেন বলে জানা গেছে। রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলের ওপর দিয়ে উড়ে আসা রাশিয়ান টু-২২এমথ্রি দূরপাল্লার বোমারু বিমানগুলো শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মধ্য পোলতাভা অঞ্চলের গভর্নর দিমিত্র লুনিন টেলিগ্রামে লেখেন, সোমবার জনাকীর্ণ শপিং সেন্টারে চালানো দু’টি ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

আরও পড়ুন: রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

তিনি আশঙ্কা করেন, ধ্বংসস্তূপের মধ্যে আরও মৃতদেহ থাকতে পারে। আঞ্চলিক রেসকিউ সার্ভিস প্রধান বলেন, ‘আমরা বুঝতে পারছি না কত মানুষ ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে।’ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় হামলার একটি ফুটেজ শেয়ার করে। তাতে দেখা যায়, শপিং সেন্টারটি দাউদাউ করে জ্বলছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের বাসভবনে হামলা: পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, গ্রেফতার ১২

 

আরও পড়ুন: উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, বিজেপি-আরজেডির বাগ্‌যুদ্ধে উত্তপ্ত বিহার

জেলেনস্কি বলেন, ‘এ হামলা অসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ। এই শপিংমল রুশ বাহিনীর জন্য হুমকি ছিল না।’ জি সেভেনের মঞ্চ থেকেও রাশিয়ার সমালোচনা করা হয়েছে। জি-৭ নেতারা বলেন, এটি রাশিয়ার চালানো যুদ্ধাপরাধ। এর জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে জবাবদিহি করতে হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয় এই হামলাকে ‘দুঃখজনক’ বলে নিন্দা জানিয়েছে।