০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চিনের ৫ কোম্পানি মার্কিন ব্ল্যাক লিস্টে

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার
  • / 30

পূবের কলম ওয়েবডেস্কঃ চিনের বিরুদ্ধে রাশিয়াকে সমর্থনের অভিযোগ অনেক আগেই তুলেছিল আমেরিকা। এবার কঠোর পদক্ষেপ নিল ওয়াশিংটন। চিনের পাঁচটি কোম্পানিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা শিল্পকে সহায়তার দেওয়ার অভিযোগ উঠেছে ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে।

 

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

মার্কিন বাণিজ্য বিভাগ বলছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে এই কোম্পানিগুলো রাশিয়ার ‘উদ্বেগজনক সংস্থাগুলো’কে বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছিল। যুদ্ধ শুরুর পরেও মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা রুশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি অব্যাহত রেখেছে চিন। বিভিন্ন দেশের মোট ৩৬টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে বাইডেন সরকার।

আরও পড়ুন: মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

 

আরও পড়ুন: আমেরিকায় গ্রেফতার পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড

এর মধ্যে ২৫টিরই চিন সংযোগ রয়েছে বা ছিল বলে জানা গেছে। এ দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চিন ও ভারতের সঙ্গে তার দেশের বাণিজ্যের পরিমাণ বাড়ছে। মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে পশ্চিমাদের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও অভিযোগ করেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ব্রিকস দেশগুলোতে রাশিয়ার উপস্থিতি বাড়ছে। এর মধ্যে চিন ও ভারতে রুশ তেল রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কৃষি সহযোগিতাও বিকশিত হচ্ছে।’

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনের ৫ কোম্পানি মার্কিন ব্ল্যাক লিস্টে

আপডেট : ২৯ জুন ২০২২, বুধবার

পূবের কলম ওয়েবডেস্কঃ চিনের বিরুদ্ধে রাশিয়াকে সমর্থনের অভিযোগ অনেক আগেই তুলেছিল আমেরিকা। এবার কঠোর পদক্ষেপ নিল ওয়াশিংটন। চিনের পাঁচটি কোম্পানিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা শিল্পকে সহায়তার দেওয়ার অভিযোগ উঠেছে ওই কোম্পানিগুলোর বিরুদ্ধে।

 

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

মার্কিন বাণিজ্য বিভাগ বলছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে এই কোম্পানিগুলো রাশিয়ার ‘উদ্বেগজনক সংস্থাগুলো’কে বিভিন্ন সামগ্রী সরবরাহ করেছিল। যুদ্ধ শুরুর পরেও মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা রুশ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি অব্যাহত রেখেছে চিন। বিভিন্ন দেশের মোট ৩৬টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে বাইডেন সরকার।

আরও পড়ুন: মার্কিন ভিসা বাতিলের অর্ধেক ভারতীয় পড়ুয়া, সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে প্রশ্ন কংগ্রেসের

 

আরও পড়ুন: আমেরিকায় গ্রেফতার পঞ্জাবে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড

এর মধ্যে ২৫টিরই চিন সংযোগ রয়েছে বা ছিল বলে জানা গেছে। এ দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চিন ও ভারতের সঙ্গে তার দেশের বাণিজ্যের পরিমাণ বাড়ছে। মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে পশ্চিমাদের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও অভিযোগ করেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ব্রিকস দেশগুলোতে রাশিয়ার উপস্থিতি বাড়ছে। এর মধ্যে চিন ও ভারতে রুশ তেল রফতানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কৃষি সহযোগিতাও বিকশিত হচ্ছে।’