০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ইন্টার্নশিপের আবেদনের জন্য তৈরি হচ্ছে পোর্টাল,  উদ্বোধন ৭ জুলাই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 18

পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকারের বিভিন্ন দফতরে স্নাতকোত্তর যুবক-যুবতীদের ইন্টার্নশিপ করার সুযোগ করে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। শীঘ্রই এই লক্ষ্যে একটি ‘পোর্টাল’ চালু হতে চলেছে। ইতিমধ্যেই এই পোর্টাল তৈরির কাজ চূড়ান্ত পর্যায় পৌঁছেছে। নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে, আগামী ৭ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পোর্টালের উদ্বোধন করবেন। এবার থেকে ইন্টার্নশিপ করতে আগ্রহী ছাত্র-ছাত্রীরা এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে পারবেন। এই পোর্টালে আবেদনের ভিত্তিতেই ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে।

প্রসঙ্গত, গত ১৯ জুন মন্ত্রিসভার বৈঠকে স্নাতকোত্তর যুবক-যুবতীদের রাজ্যের বিভিন্ন দফতরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার প্রস্তাবটি ছাড়পত্র পেয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে স্নাতকস্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়েছেন এমন ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। গোটা বিষয়টি শিক্ষা দফতরের তত্ত্বাবধানে হলেও, ইন্টার্নশিপের জন্য প্রার্থী বাছাই করবে মুখ্যসচিবের নেৃত্বতাধীন একটি বোর্ড।

আরও পড়ুন: সরকারি প্রকল্পে নজরদারিতে জোর, ১ এপ্রিল থেকে চালু হচ্ছে WBiFMS 3.0 ও UPMIS পোর্টাল

আরও জানা গিয়েছে, প্রতিবছর নিয়ম করে ছ’হাজার জনকে ইন্টার্ন হিসেবে বাছাই করা হবে। এই ইন্টার্নরা যতদিন সরকারি দফতরের কাজ করবেন ততদিন মাসে তাঁরা ছ’হাজার টাকা সাম্মানিক পাবেন। আপাতত এই ইন্টার্নশিপের মেয়াদ দু’বছর হলেও, ইচ্ছে করলে তারপরেও কাজ চালিয়ে যাওয়া যাবে করা যাবে। ইন্টার্নশিপ  সফলভাবে শেষ করা প্রার্থীরা সংশ্লিষ্ট দফতরে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকারও পাবেন।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

সরকারের এই উদ্যোগের কথা ঘোষণার পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে এই ইন্টার্নশিপ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

নবান্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, আগামী ৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দফতরে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। আর কোনও সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর হাত দিয়েই এই ইন্টার্নশিপ প্রকল্পের জন্য তৈরি পোর্টালের উদ্বোধন হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ইন্টার্নশিপের আবেদনের জন্য তৈরি হচ্ছে পোর্টাল,  উদ্বোধন ৭ জুলাই

আপডেট : ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকারের বিভিন্ন দফতরে স্নাতকোত্তর যুবক-যুবতীদের ইন্টার্নশিপ করার সুযোগ করে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। শীঘ্রই এই লক্ষ্যে একটি ‘পোর্টাল’ চালু হতে চলেছে। ইতিমধ্যেই এই পোর্টাল তৈরির কাজ চূড়ান্ত পর্যায় পৌঁছেছে। নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে, আগামী ৭ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পোর্টালের উদ্বোধন করবেন। এবার থেকে ইন্টার্নশিপ করতে আগ্রহী ছাত্র-ছাত্রীরা এই পোর্টালের মাধ্যমেই আবেদন করতে পারবেন। এই পোর্টালে আবেদনের ভিত্তিতেই ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে।

প্রসঙ্গত, গত ১৯ জুন মন্ত্রিসভার বৈঠকে স্নাতকোত্তর যুবক-যুবতীদের রাজ্যের বিভিন্ন দফতরে ইন্টার্ন করার সুযোগ দেওয়ার প্রস্তাবটি ছাড়পত্র পেয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে স্নাতকস্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়েছেন এমন ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। গোটা বিষয়টি শিক্ষা দফতরের তত্ত্বাবধানে হলেও, ইন্টার্নশিপের জন্য প্রার্থী বাছাই করবে মুখ্যসচিবের নেৃত্বতাধীন একটি বোর্ড।

আরও পড়ুন: সরকারি প্রকল্পে নজরদারিতে জোর, ১ এপ্রিল থেকে চালু হচ্ছে WBiFMS 3.0 ও UPMIS পোর্টাল

আরও জানা গিয়েছে, প্রতিবছর নিয়ম করে ছ’হাজার জনকে ইন্টার্ন হিসেবে বাছাই করা হবে। এই ইন্টার্নরা যতদিন সরকারি দফতরের কাজ করবেন ততদিন মাসে তাঁরা ছ’হাজার টাকা সাম্মানিক পাবেন। আপাতত এই ইন্টার্নশিপের মেয়াদ দু’বছর হলেও, ইচ্ছে করলে তারপরেও কাজ চালিয়ে যাওয়া যাবে করা যাবে। ইন্টার্নশিপ  সফলভাবে শেষ করা প্রার্থীরা সংশ্লিষ্ট দফতরে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকারও পাবেন।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

সরকারের এই উদ্যোগের কথা ঘোষণার পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে এই ইন্টার্নশিপ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

নবান্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, আগামী ৭ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দফতরে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। আর কোনও সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর হাত দিয়েই এই ইন্টার্নশিপ প্রকল্পের জন্য তৈরি পোর্টালের উদ্বোধন হবে।