০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় বন্যা বিপদে বহু মানুষ

ইমামা খাতুন
  • আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার
  • / 61

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় সিডনিতে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় হাজার হাজার মানুষকে বাড়িঘর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় কয়েকটি অঞ্চলে যান চলাচল বন্ধ হয়ে গেছে, বিচ্ছিন্ন বিদ্যুৎ।

 

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত

শুধু সিডনির পশ্চিমাঞ্চলেই অন্তত ১৮টি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। আরও বেশ কয়েকটি অঞ্চলে একই নির্দেশ জারি হতে পারে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের জরুরি সেবা বিষয়ক মন্ত্রী স্টেফানি কুক বলেন, ‘এখন প্রাণ সংশয় দেখা দিয়েছে।’ সিডনির এই এলাকাতেই গত মার্চে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

 

আরও পড়ুন: জনমানবহীন দ্বীপেও ১০ শতাংশ শুল্ক ট্রাম্পের!

এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে মন্ত্রী কুক আরও বলেন, ‘আমাদের এখন আকস্মিক বন্যা, নদীর পানি বেড়ে যাওয়ার কারণে বন্যা এবং উপকূলে ভাঙনের মতো নানামুখী বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।’ অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানায়, রবিবার দেশের কোথাও কোথাও ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যার ফলে নিপিয়ান নদীর দুই তীরে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিডনির প্রধান বাঁধটিও উপচে পড়তে পারে যা স্থানীয় প্রশাসনের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ট্রেলিয়ায় বন্যা বিপদে বহু মানুষ

আপডেট : ৪ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় সিডনিতে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় হাজার হাজার মানুষকে বাড়িঘর থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় কয়েকটি অঞ্চলে যান চলাচল বন্ধ হয়ে গেছে, বিচ্ছিন্ন বিদ্যুৎ।

 

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে অস্ট্রেলিয়া, পাঁচে ভারত

শুধু সিডনির পশ্চিমাঞ্চলেই অন্তত ১৮টি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। আরও বেশ কয়েকটি অঞ্চলে একই নির্দেশ জারি হতে পারে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের জরুরি সেবা বিষয়ক মন্ত্রী স্টেফানি কুক বলেন, ‘এখন প্রাণ সংশয় দেখা দিয়েছে।’ সিডনির এই এলাকাতেই গত মার্চে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: মুসলিম ও কাশ্মীরিদের টার্গেট করবেন না, আর্জি পহেলগাঁও কাণ্ডে শহিদ বিনয়ের স্ত্রীর

 

আরও পড়ুন: জনমানবহীন দ্বীপেও ১০ শতাংশ শুল্ক ট্রাম্পের!

এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে মন্ত্রী কুক আরও বলেন, ‘আমাদের এখন আকস্মিক বন্যা, নদীর পানি বেড়ে যাওয়ার কারণে বন্যা এবং উপকূলে ভাঙনের মতো নানামুখী বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।’ অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানায়, রবিবার দেশের কোথাও কোথাও ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যার ফলে নিপিয়ান নদীর দুই তীরে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিডনির প্রধান বাঁধটিও উপচে পড়তে পারে যা স্থানীয় প্রশাসনের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে।