০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

১১ ঘন্টা করাচি বিমানবন্দরে কাটিয়ে অবশেষে দুবাই পৌঁছাল স্পাইসজেটের সেই জরুরি অবতরণ করা বিমান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার
  • / 72

 

পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তানের করাচি বিমান বন্দরে ১১ ঘন্টা আটকে থাকার পর আতঙ্কের সফর শেষ হল স্পাইসজেটের ১৩৮ জন যাত্রীর। মঙ্গলবার করাচি বিমানবন্দর থেকে রাত সাড়ে নটা নাগাদ দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যায় বিমান। মাঝের ১১ টা ঘন্টা কাটলো চূড়ান্ত টানাপোড়েনের মধ্যে। স্পাইসজেটের ওই বিমান যখন দুবাই পৌঁছায় তখন ক্যালেন্ডারে তারিখ ও বার উভয় বদলে গিয়েছে।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

স্পাইস জেটের ওই বিমানটি দিল্লি থেকে ১৩৮ জন যাত্রী কে নিয়ে উড়ান দেয়। কিন্তু যান্ত্রিক গোলযোগের কথা জানিয়ে জরুরি অবতরণ করতে চান পাইলট। শেষ পর্যন্ত করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে স্পাইজেটের ওই বিমান। জানা যায় বিমানে ইন্ডিকেটর প্যানেলে আলো বিভ্রাটের জন্য স্পাইসজেটের এসজি-১১ বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয়।
পাইলট জানান ইনডিকেটরস প্যানেল থেকে জ্বালানি তেল চুঁইয়ে পড়ার ইঙ্গিত পাচ্ছেন।এরপরই তিনি জরুরি অবতরণ করতে চান।

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

করাচি বিমান বন্দরে যাত্রীদের বিশ্রামের বন্দোবস্ত করা হয়। চার ঘন্টার সফর ততক্ষণে গিয়ে ঠেকেছে ১৪ ঘন্টায়।

আরও পড়ুন: রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১১ ঘন্টা করাচি বিমানবন্দরে কাটিয়ে অবশেষে দুবাই পৌঁছাল স্পাইসজেটের সেই জরুরি অবতরণ করা বিমান

আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তানের করাচি বিমান বন্দরে ১১ ঘন্টা আটকে থাকার পর আতঙ্কের সফর শেষ হল স্পাইসজেটের ১৩৮ জন যাত্রীর। মঙ্গলবার করাচি বিমানবন্দর থেকে রাত সাড়ে নটা নাগাদ দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যায় বিমান। মাঝের ১১ টা ঘন্টা কাটলো চূড়ান্ত টানাপোড়েনের মধ্যে। স্পাইসজেটের ওই বিমান যখন দুবাই পৌঁছায় তখন ক্যালেন্ডারে তারিখ ও বার উভয় বদলে গিয়েছে।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

স্পাইস জেটের ওই বিমানটি দিল্লি থেকে ১৩৮ জন যাত্রী কে নিয়ে উড়ান দেয়। কিন্তু যান্ত্রিক গোলযোগের কথা জানিয়ে জরুরি অবতরণ করতে চান পাইলট। শেষ পর্যন্ত করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে স্পাইজেটের ওই বিমান। জানা যায় বিমানে ইন্ডিকেটর প্যানেলে আলো বিভ্রাটের জন্য স্পাইসজেটের এসজি-১১ বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয়।
পাইলট জানান ইনডিকেটরস প্যানেল থেকে জ্বালানি তেল চুঁইয়ে পড়ার ইঙ্গিত পাচ্ছেন।এরপরই তিনি জরুরি অবতরণ করতে চান।

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

করাচি বিমান বন্দরে যাত্রীদের বিশ্রামের বন্দোবস্ত করা হয়। চার ঘন্টার সফর ততক্ষণে গিয়ে ঠেকেছে ১৪ ঘন্টায়।

আরও পড়ুন: রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন