১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

স্থগিত অমরনাথ যাত্রা, বেসক্যাম্পে আটকে তিন হাজার তীর্থযাত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার
  • / 137

পুবের কলম, ওয়েবডেস্ক: খারাপ আবহাওয়ার জন্য ফের বন্ধ করে দেওয়া হল অমরনাথ যাত্রা। অতিমারির কারণে এমনিতেই গত দু’বছর বন্ধ ছিল অমরনাথ। গত ৩০ জুন থেকে শুরু হয়েছিল এই যাত্রা। মঙ্গলবার থেকেই তা বন্ধ করে দেওয়া হল। আবহাওয়া দফতর জানাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হবে। তাতে নামতে পারে ধস। ইতিমধ্যেই বেসক্যাম্পগুলিতে ৩০০০ হাজার তীর্থযাত্রী রয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, বেস ক্যাম্প থেকে তাদের আর এগতে দেওয়া যাবে না। আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে।

অমরনাথ যাত্রার জন্য এই বছর দু’টি জায়গায় বেস ক্যাম্প করা হয়েছিল। পহেলগামে নানওয়ান বেসক্যাম্প এবং গান্ধেরওয়াল জেলায় বালতালক্যাম্প। কোনও শিবির থেকেই আপাতত অমরনাথ গুহায় শিবলিঙ্গ দর্শনের জন্য যেতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: পেরুতে চার মাসে ৩,৪০০ নারী নিখোঁজ

সূত্রের খবর,  মঙ্গলবার সকালে নানওয়ান বেসক্যাম্পে আটকে দেওয়া হয়েছে ৩০০০ জন তীর্থযাত্রীকে। এই বেসক্যাম্পেই আসার জন্য ইতিমধ্যেই জম্মু থেকে যাত্রা শুরু করেছিলেন ৪০০০ জন তীর্থযাত্রী। তাঁদের আপাতত রামবান জেলার চান্দেরকোটাতে আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে জম্মু থেকে বালতালের পথে আসছেন ২০০০ জন। তাঁদের বালতালের ক্যাম্পে আসার অনুমতি দেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগেই পহলগামের ক্যাম্পে পৌঁছে গিয়েছিলেন প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা।

আরও পড়ুন: ৩ দিনে ৩,৭০০ ইউক্রেনীয় সেনা নিহত: রাশিয়া

জানা গিয়েছে,  আগামী বেশ কিছুদিন কাশ্মীরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রাও কমে যাবে। সাধারণের চেয়ে অন্তত তিন ডিগ্রি কম থাকবে তাপমাত্রা। এহেন পরিস্থিতিতে পাহাড়ি পথে হেঁটে অমরনাথে যাওয়ার ঝুঁকি নিতে চান না আধিকারিকরা।

আরও পড়ুন: ‘ভিলেন’ আবহাওয়া, শুরু হতেই ফের বন্ধ অমরনাথ যাত্রা

অমরনাথ যাত্রার জন্য এই বছর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা উপত্যকা। বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে জিয়ো ট্যাগিং এবং ড্রোন।

জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গেই সেনা, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ এবং অন্য আধাসামরিক বাহিনী সুরক্ষার কারণে মোতায়েন রয়েছে। প্রত্যেক তীর্থযাত্রীকে রেডিও ফ্রিকোয়েন্সি ট্য়াগ দেওয়া হয়েছে।

আনম্যানড এরিয়াল ভেহিক্যাল ব্যবহার করা হচ্ছে নজরদারির জন্য। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮০ হাজার জওয়ানকে ওই এলাকায় আনা হয়েছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্থগিত অমরনাথ যাত্রা, বেসক্যাম্পে আটকে তিন হাজার তীর্থযাত্রী

আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: খারাপ আবহাওয়ার জন্য ফের বন্ধ করে দেওয়া হল অমরনাথ যাত্রা। অতিমারির কারণে এমনিতেই গত দু’বছর বন্ধ ছিল অমরনাথ। গত ৩০ জুন থেকে শুরু হয়েছিল এই যাত্রা। মঙ্গলবার থেকেই তা বন্ধ করে দেওয়া হল। আবহাওয়া দফতর জানাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হবে। তাতে নামতে পারে ধস। ইতিমধ্যেই বেসক্যাম্পগুলিতে ৩০০০ হাজার তীর্থযাত্রী রয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, বেস ক্যাম্প থেকে তাদের আর এগতে দেওয়া যাবে না। আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে।

অমরনাথ যাত্রার জন্য এই বছর দু’টি জায়গায় বেস ক্যাম্প করা হয়েছিল। পহেলগামে নানওয়ান বেসক্যাম্প এবং গান্ধেরওয়াল জেলায় বালতালক্যাম্প। কোনও শিবির থেকেই আপাতত অমরনাথ গুহায় শিবলিঙ্গ দর্শনের জন্য যেতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: পেরুতে চার মাসে ৩,৪০০ নারী নিখোঁজ

সূত্রের খবর,  মঙ্গলবার সকালে নানওয়ান বেসক্যাম্পে আটকে দেওয়া হয়েছে ৩০০০ জন তীর্থযাত্রীকে। এই বেসক্যাম্পেই আসার জন্য ইতিমধ্যেই জম্মু থেকে যাত্রা শুরু করেছিলেন ৪০০০ জন তীর্থযাত্রী। তাঁদের আপাতত রামবান জেলার চান্দেরকোটাতে আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে জম্মু থেকে বালতালের পথে আসছেন ২০০০ জন। তাঁদের বালতালের ক্যাম্পে আসার অনুমতি দেওয়া হয়েছে। বেশ কিছুদিন আগেই পহলগামের ক্যাম্পে পৌঁছে গিয়েছিলেন প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা।

আরও পড়ুন: ৩ দিনে ৩,৭০০ ইউক্রেনীয় সেনা নিহত: রাশিয়া

জানা গিয়েছে,  আগামী বেশ কিছুদিন কাশ্মীরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রাও কমে যাবে। সাধারণের চেয়ে অন্তত তিন ডিগ্রি কম থাকবে তাপমাত্রা। এহেন পরিস্থিতিতে পাহাড়ি পথে হেঁটে অমরনাথে যাওয়ার ঝুঁকি নিতে চান না আধিকারিকরা।

আরও পড়ুন: ‘ভিলেন’ আবহাওয়া, শুরু হতেই ফের বন্ধ অমরনাথ যাত্রা

অমরনাথ যাত্রার জন্য এই বছর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা উপত্যকা। বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে জিয়ো ট্যাগিং এবং ড্রোন।

জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গেই সেনা, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ এবং অন্য আধাসামরিক বাহিনী সুরক্ষার কারণে মোতায়েন রয়েছে। প্রত্যেক তীর্থযাত্রীকে রেডিও ফ্রিকোয়েন্সি ট্য়াগ দেওয়া হয়েছে।

আনম্যানড এরিয়াল ভেহিক্যাল ব্যবহার করা হচ্ছে নজরদারির জন্য। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮০ হাজার জওয়ানকে ওই এলাকায় আনা হয়েছে।