২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার দিল্লি আদালতে হবে জুবেইরের ২০১৮ ট্যুইট মামলায় জামিনের শুনানি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার
  • / 79

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ফ্যাক্ট চেকার হিসাবে পরিচিত মহম্মদ জুবেইরের বিরুদ্ধে ২০১৮ সালের একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল মঙ্গলবার দিল্লি আদালতে হবে জুবেইরের জামিনের শুনানি।

আরও পড়ুন: ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার বিরুদ্ধে মোদির পোস্ট

 

আরও পড়ুন: Imam Umer Ahmed Ilyasi ইসরাইলি রাষ্ট্রদূতের বাড়িতে চব্য-চোষ্য দিয়ে ‘ইফতার’ সারলেন

অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মুহাম্মদ জুবেইর কে লখিমপুর আদালতের নির্দেশে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আদালত জানিয়েছেন আগামী ১৩ জুলাই জুবেইরের জামিনের আবেদন শোনা হবে। বর্তমানে দিল্লিতে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৩৩ বছর বয়সী এই সাংবাদিক।

আরও পড়ুন: বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি

 

ইতিমধ্যেই ধর্মীয় ভাবাবেগে আঘাত সংক্রান্ত যে অভিযোগ জুবেইরের বিরুদ্ধে রয়েছে সীতাপুর থানায় রয়েছে , সেই মামলায় অন্তবর্তী জামিন পেয়েছেন এই ফ্যাক্ট চেকার। এরপর লখিমপুর খেরির পুলিশ তাকে নতুন করে ওয়ারেন্ট পাঠিয়েছে আদালতে পেশ হওয়ার জন্য।

দেশের শীর্ষ আদালত জুবেইরকে কোনরকম সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বিরত থাকার।নির্দেশ দিয়েছে।

 

ধর্মীয় ভাবাবেগে আঘাতের যে অভিযোগে তাঁর বিরুদ্ধে সীতাপুর থানায় রয়েছে তাতে ইতিমধ্যেই জামিন মিলেছে এই ফ্যাক্ট চেকারের। এরপর লখিমপুর খেরির পুলিশ জুবেইরকে নতুন করে আদালতে হাজিররার নির্দেশ দিয়ে ওয়ারেন্ট পাঠায়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মঙ্গলবার দিল্লি আদালতে হবে জুবেইরের ২০১৮ ট্যুইট মামলায় জামিনের শুনানি

আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ফ্যাক্ট চেকার হিসাবে পরিচিত মহম্মদ জুবেইরের বিরুদ্ধে ২০১৮ সালের একটি টুইটে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল মঙ্গলবার দিল্লি আদালতে হবে জুবেইরের জামিনের শুনানি।

আরও পড়ুন: ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার বিরুদ্ধে মোদির পোস্ট

 

আরও পড়ুন: Imam Umer Ahmed Ilyasi ইসরাইলি রাষ্ট্রদূতের বাড়িতে চব্য-চোষ্য দিয়ে ‘ইফতার’ সারলেন

অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মুহাম্মদ জুবেইর কে লখিমপুর আদালতের নির্দেশে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আদালত জানিয়েছেন আগামী ১৩ জুলাই জুবেইরের জামিনের আবেদন শোনা হবে। বর্তমানে দিল্লিতে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৩৩ বছর বয়সী এই সাংবাদিক।

আরও পড়ুন: বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি

 

ইতিমধ্যেই ধর্মীয় ভাবাবেগে আঘাত সংক্রান্ত যে অভিযোগ জুবেইরের বিরুদ্ধে রয়েছে সীতাপুর থানায় রয়েছে , সেই মামলায় অন্তবর্তী জামিন পেয়েছেন এই ফ্যাক্ট চেকার। এরপর লখিমপুর খেরির পুলিশ তাকে নতুন করে ওয়ারেন্ট পাঠিয়েছে আদালতে পেশ হওয়ার জন্য।

দেশের শীর্ষ আদালত জুবেইরকে কোনরকম সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বিরত থাকার।নির্দেশ দিয়েছে।

 

ধর্মীয় ভাবাবেগে আঘাতের যে অভিযোগে তাঁর বিরুদ্ধে সীতাপুর থানায় রয়েছে তাতে ইতিমধ্যেই জামিন মিলেছে এই ফ্যাক্ট চেকারের। এরপর লখিমপুর খেরির পুলিশ জুবেইরকে নতুন করে আদালতে হাজিররার নির্দেশ দিয়ে ওয়ারেন্ট পাঠায়।