২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিধায়কের হাতে স্টিয়ারিং, একুশে জুলাই এর ট্যাবলো চললো বসিরহাটে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 57

বসিরহাটে একুশে জুলাই এর ট্যাবলোর মধ্যে স্টিয়ারিং ধরেছেন বিধায়ক ডা. সপ্তর্ষি বন্দোপাধ্যায়। সঙ্গে শ্রমিক নেতা কৌশিক দত্ত সহ অন্যরা।

 

ইনামুল হক, বসিরহাটঃ  এ যেন যথার্থভাবে  দলের স্টিয়ারিং তাঁর হাতে। কেবল বিধায়ক হিসেবে নন দলের একজন সংগঠক মনে করে নিজেই ধরলেন একুশে জুলাই এর ট্যাবলোর স্টিয়ারিং। বৃহস্পতিবার  বিধায়ক ডা. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের এভাবে আচমকা ট্যাবলো চালানো দেখে অনেকেই অবাক হলেন আর দলীয় কর্মী সমর্থকরা তো আনন্দে খুশিতে ফেটে পড়লেন।বসিরহাট আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের উদ্যোগে বসিরহাট প্রাণকেন্দ্র ইছামতী ব্রিজ থেকে শুরু হল একুশে জুলাই এর ট্যাবলোর পথ চলা। এই জেলায় সীমান্ত থেকে সুন্দরবন এই সাত দিন গ্রাম-গঞ্জে বাড়ির দুয়ারে পৌঁছে যাবে এই ট্যাবলো। তার শুভ সূচনা করেন স্বয়ং বিধায়ক সপ্তর্ষি  বন্দ্যোপাধ্যায়। বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি  কৌশিক দত্ত, দীপ সরকার, ভাস্কর মিত্র, বাবুলাল সাধুখাঁসহ বহু শ্রমিক নেতা কর্মী। তারা জানান এতে যেমন তৃণমূল কর্মী সমর্থকদের উজ্জীবিত করবে।

আরও পড়ুন: দেশের ধনী বিধায়ক BJP-র পরাগ শাহ

অন্যদিকে একুশে জুলাইয়ের শহীদ তর্পনের সারমর্ম বোঝানো হবে। এবার একুশে জুলাই আর পাচটা জুলাই এর মতো নয়, সেটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠেছিল। করোনা মহামারির  দু’বছরের মধ্যে  তৃণমূল কংগ্রেস সেভাবে একুশে জুলাই  পালন করিনি। কখনো ভার্চুয়াল আবার কখনো নিজে নিজের বাড়িতে শহীদদের তর্পণ করেছিলেন ।এবার একেবারে অন্য মাত্রায় একুশে জুলাই।

আরও পড়ুন: সোনারপুরে বুথ ভিওিক জনসংযোগ বাড়াতে এগিয়ে এলেন বিধায়ক ও সাংসদ 

সুসজ্জিত ১৩ জন শহীদের নাম ও ছবি চারচাকা গাড়িতে এক অন্য মাত্রায় দেখা গেল । এই উদ্যোগ একেবারে অভিনব  স্বয়ং বসিরহাট দক্ষিণ তৃণমূল কংগ্রেসের চিকিৎসক বিধায়ক ডা. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের। নিজে  স্টিয়ারিং ধরে গাড়ি চালিয়ে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। একুশে জুলাই কতটা আবেগ অনুভূতি তা আজকের এই উদ্যোগের মধ্য দিয়ে তা মানুষকে বোঝানোর একমাত্র লক্ষ্য। যাতে এবার একুশে জুলাই যেন বিগত দিনের একুশে জুলাই জনসমুদ্রকে ছাপিয়ে যায়। সাত দিন ঘোরার পর ২১ জুলাই এর দিন এই ট‍্যাবলো ধর্মতলার মেয়ো রোডে পৌঁছে যাবে।

আরও পড়ুন: বসিরহাটে সংখ্যালঘু মুখ হাজী নুরুলকে পেয়ে খুশি কর্মী সমর্থকরা 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিধায়কের হাতে স্টিয়ারিং, একুশে জুলাই এর ট্যাবলো চললো বসিরহাটে

আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার

 

ইনামুল হক, বসিরহাটঃ  এ যেন যথার্থভাবে  দলের স্টিয়ারিং তাঁর হাতে। কেবল বিধায়ক হিসেবে নন দলের একজন সংগঠক মনে করে নিজেই ধরলেন একুশে জুলাই এর ট্যাবলোর স্টিয়ারিং। বৃহস্পতিবার  বিধায়ক ডা. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের এভাবে আচমকা ট্যাবলো চালানো দেখে অনেকেই অবাক হলেন আর দলীয় কর্মী সমর্থকরা তো আনন্দে খুশিতে ফেটে পড়লেন।বসিরহাট আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের উদ্যোগে বসিরহাট প্রাণকেন্দ্র ইছামতী ব্রিজ থেকে শুরু হল একুশে জুলাই এর ট্যাবলোর পথ চলা। এই জেলায় সীমান্ত থেকে সুন্দরবন এই সাত দিন গ্রাম-গঞ্জে বাড়ির দুয়ারে পৌঁছে যাবে এই ট্যাবলো। তার শুভ সূচনা করেন স্বয়ং বিধায়ক সপ্তর্ষি  বন্দ্যোপাধ্যায়। বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি  কৌশিক দত্ত, দীপ সরকার, ভাস্কর মিত্র, বাবুলাল সাধুখাঁসহ বহু শ্রমিক নেতা কর্মী। তারা জানান এতে যেমন তৃণমূল কর্মী সমর্থকদের উজ্জীবিত করবে।

আরও পড়ুন: দেশের ধনী বিধায়ক BJP-র পরাগ শাহ

অন্যদিকে একুশে জুলাইয়ের শহীদ তর্পনের সারমর্ম বোঝানো হবে। এবার একুশে জুলাই আর পাচটা জুলাই এর মতো নয়, সেটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠেছিল। করোনা মহামারির  দু’বছরের মধ্যে  তৃণমূল কংগ্রেস সেভাবে একুশে জুলাই  পালন করিনি। কখনো ভার্চুয়াল আবার কখনো নিজে নিজের বাড়িতে শহীদদের তর্পণ করেছিলেন ।এবার একেবারে অন্য মাত্রায় একুশে জুলাই।

আরও পড়ুন: সোনারপুরে বুথ ভিওিক জনসংযোগ বাড়াতে এগিয়ে এলেন বিধায়ক ও সাংসদ 

সুসজ্জিত ১৩ জন শহীদের নাম ও ছবি চারচাকা গাড়িতে এক অন্য মাত্রায় দেখা গেল । এই উদ্যোগ একেবারে অভিনব  স্বয়ং বসিরহাট দক্ষিণ তৃণমূল কংগ্রেসের চিকিৎসক বিধায়ক ডা. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের। নিজে  স্টিয়ারিং ধরে গাড়ি চালিয়ে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। একুশে জুলাই কতটা আবেগ অনুভূতি তা আজকের এই উদ্যোগের মধ্য দিয়ে তা মানুষকে বোঝানোর একমাত্র লক্ষ্য। যাতে এবার একুশে জুলাই যেন বিগত দিনের একুশে জুলাই জনসমুদ্রকে ছাপিয়ে যায়। সাত দিন ঘোরার পর ২১ জুলাই এর দিন এই ট‍্যাবলো ধর্মতলার মেয়ো রোডে পৌঁছে যাবে।

আরও পড়ুন: বসিরহাটে সংখ্যালঘু মুখ হাজী নুরুলকে পেয়ে খুশি কর্মী সমর্থকরা