০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাম থেকে সিনেমায় আন্তর্জাতিক পুরষ্কার দুই শিশু শিল্পীর

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 68

পুবের কলম প্রতিবেদকঃ বছর বারোর দুই বালক আশিক সেখ ও আরিফ সেখ। গ্রাম একই মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর। জীবনের সূচনা লগ্নেই আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পেল। সৌজন্যে প্রসূন চট্টোপাধ্যায়ের সিনেমা’ দোস্তোজী’। যাদের জীবনকে অভাবের আগুন গ্রাস করে সেই রকম দুই শিশু অভিনেতা আশিক সেখ ও আরিফ সেখের অভিনয় এনে দিল ‘মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল এওয়ার্ড’ ইউনেস্কোর ‘সিফেজ’ সহ সাত সাতটি পুরষ্কার।

জানা গেছে, আশিকের বাবা আক্তারুল সেখ পরিযায়ী শ্রমিক ছিলেন কিন্তু লকডাউনে কাজ চলে যাওয়ায় এখন কাঠের কাজ করেন। অন্যদিকে আরিফের বাবা সইদুল সেখ ইঁটভাটায় মাটি কাটার কাজ করেন। ‘দোস্তোজী’ ছবিটি প্রথম ২০২১ সালে প্রথম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়। ১৮ টি দেশে সিনেমাটি ইতিমধ্যেই দেখানো হয়েছে। সেরা অভিনেতা হিসাবে যুগ্মভাবে আশিক সেখ ও আরিফ সেখ মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল এওয়ার্ড’ পেয়েছে। এছাড়া ইউনেস্কোর ‘সিফেজ’ সহ সাতটি পুরস্কার এনে দিয়েছে। এবছর এই সিনেমাটিই একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করেছে বলে জানান সিনেমার পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

দুই অভিনেতা আশিক সেখ ও আরিফ সেখকে কিভাবে খুঁজে বের করলেন? উত্তরে পরিচালক বলেন, দশ মাস ধরে মুর্শিদাবাদের ওই এলাকার স্কুল মাদ্রাসা ঘুরে এদের সন্ধান পাই। শুটিং শুরুর আগে ওদের সঙ্গে অনেক মিশতে হয়েছে। তারপর ২০১৮ সালে শ্যুটিং শুরু হয়। এরপর ২০১৯ গিয়েছে। ২০২০ কোভিডের কারণে বন্ধ ছিল সবকিছু। অবশেষে ২০২১ এ অক্টোবর প্রথম লন্ডনে ছবিটি দেখানো হয়।’ পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ও সেরা পরিচালকের মনোনয়ন পান কিন্তু সেরা অভিনেতার পুরস্কার মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল এওয়ার্ড’ ছিনিয়ে নিয়েছে আশিক ও আরিফ। গ্রামের গাছগাছালি মাঠঘাটে বেড়ে ওঠা দুই খুদে বিশ্ব সিনেমার মঞ্চে মন জয় করেছে।

আরও পড়ুন: ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রাম থেকে সিনেমায় আন্তর্জাতিক পুরষ্কার দুই শিশু শিল্পীর

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ বছর বারোর দুই বালক আশিক সেখ ও আরিফ সেখ। গ্রাম একই মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর। জীবনের সূচনা লগ্নেই আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পেল। সৌজন্যে প্রসূন চট্টোপাধ্যায়ের সিনেমা’ দোস্তোজী’। যাদের জীবনকে অভাবের আগুন গ্রাস করে সেই রকম দুই শিশু অভিনেতা আশিক সেখ ও আরিফ সেখের অভিনয় এনে দিল ‘মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল এওয়ার্ড’ ইউনেস্কোর ‘সিফেজ’ সহ সাত সাতটি পুরষ্কার।

জানা গেছে, আশিকের বাবা আক্তারুল সেখ পরিযায়ী শ্রমিক ছিলেন কিন্তু লকডাউনে কাজ চলে যাওয়ায় এখন কাঠের কাজ করেন। অন্যদিকে আরিফের বাবা সইদুল সেখ ইঁটভাটায় মাটি কাটার কাজ করেন। ‘দোস্তোজী’ ছবিটি প্রথম ২০২১ সালে প্রথম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়। ১৮ টি দেশে সিনেমাটি ইতিমধ্যেই দেখানো হয়েছে। সেরা অভিনেতা হিসাবে যুগ্মভাবে আশিক সেখ ও আরিফ সেখ মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল এওয়ার্ড’ পেয়েছে। এছাড়া ইউনেস্কোর ‘সিফেজ’ সহ সাতটি পুরস্কার এনে দিয়েছে। এবছর এই সিনেমাটিই একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করেছে বলে জানান সিনেমার পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

দুই অভিনেতা আশিক সেখ ও আরিফ সেখকে কিভাবে খুঁজে বের করলেন? উত্তরে পরিচালক বলেন, দশ মাস ধরে মুর্শিদাবাদের ওই এলাকার স্কুল মাদ্রাসা ঘুরে এদের সন্ধান পাই। শুটিং শুরুর আগে ওদের সঙ্গে অনেক মিশতে হয়েছে। তারপর ২০১৮ সালে শ্যুটিং শুরু হয়। এরপর ২০১৯ গিয়েছে। ২০২০ কোভিডের কারণে বন্ধ ছিল সবকিছু। অবশেষে ২০২১ এ অক্টোবর প্রথম লন্ডনে ছবিটি দেখানো হয়।’ পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ও সেরা পরিচালকের মনোনয়ন পান কিন্তু সেরা অভিনেতার পুরস্কার মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল এওয়ার্ড’ ছিনিয়ে নিয়েছে আশিক ও আরিফ। গ্রামের গাছগাছালি মাঠঘাটে বেড়ে ওঠা দুই খুদে বিশ্ব সিনেমার মঞ্চে মন জয় করেছে।

আরও পড়ুন: ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান