০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষ মদ-কান্ডে মৃত বেড়ে সাত, ভেন্টিলেশনে দেওয়া হল দুজনকে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার
  • / 90

আইভি আদক, হাওড়াঃ হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষ মদ-কান্ডে এখনও পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা ৭। এদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। এরা হলেন সঞ্জয় রায়, সুকুমার চৌধুরী, রাজেশ রায়, অমিত কুমার বর্মা, বিজয় শ্রীবাস্তব। বাকি দুই মৃতের নাম এখনো জানা যায়নি। বুধবার দুপুর পর্যন্ত শেষ পাওয়া খবরে জানা গেছে, হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ জন। এদের মধ্যে লক্ষ্মণ সাউ এবং কালু প্রসাদ নামের দুই ব্যক্তি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। গঙ্গা সাউ নামের আরেক অসুস্থ হাসপাতালের জেনারেল বেডে চিকিৎসাধীন বলে জানা গেছে। এদিন ঘটনাস্থলে ছুটে যান হাওড়ার নগরপাল প্রভীন ত্রিপাঠী। উপস্থিত ছিলেন পুলিশের পদস্থ কর্তারাও। হাওড়া জেলা হাসপাতালে আবগারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত হন।

হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষ মদ-কান্ডে মৃত বেড়ে সাত, ভেন্টিলেশনে দেওয়া হল দুজনকে

আরও পড়ুন: আফগানিস্তানে ফের মসজিদের সামনে নাশকতা, নিহত কমপক্ষে সাত, আহত ৪০

কয়েকদিন আগেই বিষ মদ খেয়ে অসুস্থ হয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা এলাকায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ঘটনা ঘটল হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়ি এলাকায় গজানন্দ বস্তিতে। বিষ মদ চোলাই খেয়ে অসুস্থ হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মদ খেয়ে অসুস্থদের ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এদের হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা গেছে।

হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষ মদ-কান্ডে মৃত বেড়ে সাত, ভেন্টিলেশনে দেওয়া হল দুজনকে

হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা এলাকার ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, মালিপাঁচঘড়া থানার পিছন দিকেই রেললাইনের ধারে নিয়মিত বসে চোলাইয়ের ঠেক। মঙ্গলবার রাতেও সেখানে মদের আসর বসেছিল। সেখানেই চোলাই জাতীয় বিষ মদ খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। কয়েকজনের মৃত্যু হয়। অসুস্থদের ভর্তি করা হয় স্থানীয় জয়সোয়াল হাসপাতালে। মৃতদেহগুলি উদ্ধার করেছে পুলিশ। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ, প্রতাপ কর্মকার নামের এক ব্যক্তি ওই চোলাইয়ের ঠেক চালাতেন। বলে অভিযোগ।

হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষ মদ-কান্ডে মৃত বেড়ে সাত, ভেন্টিলেশনে দেওয়া হল দুজনকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষ মদ-কান্ডে মৃত বেড়ে সাত, ভেন্টিলেশনে দেওয়া হল দুজনকে

আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার

আইভি আদক, হাওড়াঃ হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষ মদ-কান্ডে এখনও পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা ৭। এদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। এরা হলেন সঞ্জয় রায়, সুকুমার চৌধুরী, রাজেশ রায়, অমিত কুমার বর্মা, বিজয় শ্রীবাস্তব। বাকি দুই মৃতের নাম এখনো জানা যায়নি। বুধবার দুপুর পর্যন্ত শেষ পাওয়া খবরে জানা গেছে, হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ জন। এদের মধ্যে লক্ষ্মণ সাউ এবং কালু প্রসাদ নামের দুই ব্যক্তি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন। গঙ্গা সাউ নামের আরেক অসুস্থ হাসপাতালের জেনারেল বেডে চিকিৎসাধীন বলে জানা গেছে। এদিন ঘটনাস্থলে ছুটে যান হাওড়ার নগরপাল প্রভীন ত্রিপাঠী। উপস্থিত ছিলেন পুলিশের পদস্থ কর্তারাও। হাওড়া জেলা হাসপাতালে আবগারি দপ্তরের আধিকারিকরা উপস্থিত হন।

হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষ মদ-কান্ডে মৃত বেড়ে সাত, ভেন্টিলেশনে দেওয়া হল দুজনকে

আরও পড়ুন: আফগানিস্তানে ফের মসজিদের সামনে নাশকতা, নিহত কমপক্ষে সাত, আহত ৪০

কয়েকদিন আগেই বিষ মদ খেয়ে অসুস্থ হয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা এলাকায়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ঘটনা ঘটল হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়ি এলাকায় গজানন্দ বস্তিতে। বিষ মদ চোলাই খেয়ে অসুস্থ হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মদ খেয়ে অসুস্থদের ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এদের হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা গেছে।

হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষ মদ-কান্ডে মৃত বেড়ে সাত, ভেন্টিলেশনে দেওয়া হল দুজনকে

হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা এলাকার ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, মালিপাঁচঘড়া থানার পিছন দিকেই রেললাইনের ধারে নিয়মিত বসে চোলাইয়ের ঠেক। মঙ্গলবার রাতেও সেখানে মদের আসর বসেছিল। সেখানেই চোলাই জাতীয় বিষ মদ খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। কয়েকজনের মৃত্যু হয়। অসুস্থদের ভর্তি করা হয় স্থানীয় জয়সোয়াল হাসপাতালে। মৃতদেহগুলি উদ্ধার করেছে পুলিশ। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ, প্রতাপ কর্মকার নামের এক ব্যক্তি ওই চোলাইয়ের ঠেক চালাতেন। বলে অভিযোগ।

হাওড়ার মালিপাঁচঘড়ায় বিষ মদ-কান্ডে মৃত বেড়ে সাত, ভেন্টিলেশনে দেওয়া হল দুজনকে