২১ শে জুলাই সমাবেশে আসার পথে দুর্ঘটনায় জখম দলীয় কর্মী, খোঁজ নিলেন অভিষেক

- আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার
- / 31
শুভজিৎ দেবনাথ, ময়নাগুড়ি: ২১ শে জুলাই এর সভায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন ময়নাগুড়ির তৃণমূল কর্মী। জখম কর্মীর স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘন ঘন ফোন করে দলীয় সমর্থকের খোঁজ নিলেন অভিষেক।
শহিদ দিবসে সভায় যোগদান করতে গতকাল সকালে ময়নাগুড়ি থেকে ৬ টি বাইক নিয়ে ১২ জন তৃণমুল কর্মী কলকাতায় রওনা হয়েছিলেন। মঙ্গলবার রাতে মালদা ঢোকার মুখে ওল্ড মালদায় ময়নাগুড়ি ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা দীপঙ্কর সাহার বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় মারাত্মক জখম হয়ে অজ্ঞান হয়ে যান তিনি। এরপর তাকে উদ্ধার করে মালদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর আসে ময়নাগুড়িতে। খবর পেয়ে ময়নাগুড়ি ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয় দাস মালদায় রওনা হয়ে যান। সেখানে গিয়ে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন তিনি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন দীপঙ্কর সাহা। এই ঘটনায় উদ্বিগ্ন ময়নাগুড়ির তৃণমূল কংগ্রেস কর্মীরা।
সুপ্রিয় দাস বলেন, বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে দীপঙ্কর সাহা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। ঘটনার খবর ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে পৌঁছে গেছে। তারা যখম কর্মীর স্বাস্থ্য সম্পর্কে ঘন ঘন খোঁজ নেওয়ার পাশাপাশি সব রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যায়।