২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘বিনা শর্তে আমাদের  অর্থ ফিরিয়ে দিন’ আমেরিকাকে তালিবান  

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার
  • / 46

পুবের কলম ওয়েবডেস্কঃ আমেরিকায় আটকে রাখা আফগানিস্তানের রিজার্ভের অর্থ  মার্কিন সরকারের কাছ থেকে ফের একবার ফেরত চাইল তালিবান। তালিবান জানিয়েছে, এই অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য আমেরিকা কোনও শর্ত দিতে পারবে না এবং এই অর্থ অবিলম্বে মুক্ত করতে হবে ওয়াশিংটনকে।

তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি উজবেকিস্তানের রাজধানী তাশকেন্তে আফগানিস্তান বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। সেখানে মুত্তাকি বলেন,  আমেরিকা আফগান  জনগণের ওপর ২০ বছরব্যাপী যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তার প্রভাবে মানুষ  এখনও কষ্ট পাচ্ছে।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

এর মধ্যেই আবার আফগানিস্তানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা  আরোপ করেছে আমেরিকা। তাই অবিলম্বে বিনা শর্তে আফগান অর্থ মুক্ত করতে  মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান মুত্তাকি। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের  অন্তত ৭০০ কোটি ডলার আমেরিকায় গচ্ছিত ছিল।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

গত ফেব্রুয়ারিতে এক  আদেশের মাধ্যমে গচ্ছিত অর্থের অর্ধেক অর্থাৎ ৩৫০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে  বাইডেন সরকার। তারা প্রকাশ্যেই বলছে, এই অর্থ আফগানিস্তানকে আর ফেরত  দেওয়া হবে না। বাকি ৩৫০ কোটি ডলার ফেরত দেওয়ার কথা বললেও এখনও  সেই প্রক্রিয়া চালু হয়নি।

আরও পড়ুন: টাকার পাহাড় নিয়ে প্রকাশ্যে ভিডিয়ো, ‘ফাঁসানো হচ্ছে’ দাবি বিচারপতির

উল্লেখ্য, আফগানিস্তানের বুকে ২০ বছর ধরে উপনিবেশ  টিকিয়ে যুদ্ধ করার পর গত বছরের আগস্টে সেদেশ থেকে সেনা প্রত্যাহার করে আমেরিকা।আমেরিকার চালানো যুদ্ধে লক্ষ লক্ষ আফগান নিহত হয়েছেন।এই যুদ্ধে আফগানিস্তানের অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘বিনা শর্তে আমাদের  অর্থ ফিরিয়ে দিন’ আমেরিকাকে তালিবান  

আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আমেরিকায় আটকে রাখা আফগানিস্তানের রিজার্ভের অর্থ  মার্কিন সরকারের কাছ থেকে ফের একবার ফেরত চাইল তালিবান। তালিবান জানিয়েছে, এই অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য আমেরিকা কোনও শর্ত দিতে পারবে না এবং এই অর্থ অবিলম্বে মুক্ত করতে হবে ওয়াশিংটনকে।

তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি উজবেকিস্তানের রাজধানী তাশকেন্তে আফগানিস্তান বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। সেখানে মুত্তাকি বলেন,  আমেরিকা আফগান  জনগণের ওপর ২০ বছরব্যাপী যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তার প্রভাবে মানুষ  এখনও কষ্ট পাচ্ছে।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

এর মধ্যেই আবার আফগানিস্তানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা  আরোপ করেছে আমেরিকা। তাই অবিলম্বে বিনা শর্তে আফগান অর্থ মুক্ত করতে  মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান মুত্তাকি। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের  অন্তত ৭০০ কোটি ডলার আমেরিকায় গচ্ছিত ছিল।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

গত ফেব্রুয়ারিতে এক  আদেশের মাধ্যমে গচ্ছিত অর্থের অর্ধেক অর্থাৎ ৩৫০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে  বাইডেন সরকার। তারা প্রকাশ্যেই বলছে, এই অর্থ আফগানিস্তানকে আর ফেরত  দেওয়া হবে না। বাকি ৩৫০ কোটি ডলার ফেরত দেওয়ার কথা বললেও এখনও  সেই প্রক্রিয়া চালু হয়নি।

আরও পড়ুন: টাকার পাহাড় নিয়ে প্রকাশ্যে ভিডিয়ো, ‘ফাঁসানো হচ্ছে’ দাবি বিচারপতির

উল্লেখ্য, আফগানিস্তানের বুকে ২০ বছর ধরে উপনিবেশ  টিকিয়ে যুদ্ধ করার পর গত বছরের আগস্টে সেদেশ থেকে সেনা প্রত্যাহার করে আমেরিকা।আমেরিকার চালানো যুদ্ধে লক্ষ লক্ষ আফগান নিহত হয়েছেন।এই যুদ্ধে আফগানিস্তানের অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।