২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রস্তুত রেল, রাজ্যের সবুজ সঙ্কেত মিললেই অগস্টেই ছুটবে লোকাল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার
  • / 161

পুবের কলম ওয়েবডেস্কঃ কর্মীরা সকলেই প্রায় কোভিডমুক্ত। আপাতত রাজ্যসরকারের সবুজ সংকেত পেলেই পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালাতে চায় ভারতীয় রেল। টিকাকরণ থেকে আনুসাঙ্গিক প্রায় সমস্ত প্রস্তুতি সারা। রাজ্য সরকারের অনুমতি পেলেই অগস্টের প্রথম থেকেই ছুটবে শহরতলীর লাইফলাইন লোকাল ট্রেন ।

এর আগেও রাজ্যের কাছে একাধিকবার অনুমতি চেয়েও মেলেনি,আগামী ৩১ জুলাই বিধিনিষেধ পর্ব শেষ হলে রাজ্য লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয় কিনা এখন তারই অপেক্ষা। পূর্ব রেলের ৯৮% ট্রেন ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। শিয়ালদহ শাখায় চলছে ৫০% এর ওপর স্টাফ স্পেশাল ট্রেন। স্বাভাবিক সময়ে চলত ৯১৫টি। এখন তা কমে দাঁড়িয়েছে ৪৬২টিতে।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

হাওড়া শাখায় চলছে ২২০টি ট্রেন। শিয়ালদহের ডিআরএম সংবাদমাধ্যমকে জানিয়েছেন রেল সবপ্রস্তুতি নিয়ে রেখেছে। সমস্ত রেকও সক্রিয় অবস্থায় রয়েছে। রেলকর্মীরাও করোনামুক্ত। ফলে কর্মীর অপ্রতুলতা নেই। শুধু রাজ্যের নির্দেশ মিললেই এবার জনসাধারণের জন্য চালু হয়ে যাবে লোকাল ট্রেন ।

আরও পড়ুন: রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা

আরও পড়ুন: দার্জিলিঙে ভয়াবহ ধস ও বন্যা, মৃত ১৭, বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রস্তুত রেল, রাজ্যের সবুজ সঙ্কেত মিললেই অগস্টেই ছুটবে লোকাল

আপডেট : ২৮ জুলাই ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কর্মীরা সকলেই প্রায় কোভিডমুক্ত। আপাতত রাজ্যসরকারের সবুজ সংকেত পেলেই পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালাতে চায় ভারতীয় রেল। টিকাকরণ থেকে আনুসাঙ্গিক প্রায় সমস্ত প্রস্তুতি সারা। রাজ্য সরকারের অনুমতি পেলেই অগস্টের প্রথম থেকেই ছুটবে শহরতলীর লাইফলাইন লোকাল ট্রেন ।

এর আগেও রাজ্যের কাছে একাধিকবার অনুমতি চেয়েও মেলেনি,আগামী ৩১ জুলাই বিধিনিষেধ পর্ব শেষ হলে রাজ্য লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয় কিনা এখন তারই অপেক্ষা। পূর্ব রেলের ৯৮% ট্রেন ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। শিয়ালদহ শাখায় চলছে ৫০% এর ওপর স্টাফ স্পেশাল ট্রেন। স্বাভাবিক সময়ে চলত ৯১৫টি। এখন তা কমে দাঁড়িয়েছে ৪৬২টিতে।

আরও পড়ুন: নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

হাওড়া শাখায় চলছে ২২০টি ট্রেন। শিয়ালদহের ডিআরএম সংবাদমাধ্যমকে জানিয়েছেন রেল সবপ্রস্তুতি নিয়ে রেখেছে। সমস্ত রেকও সক্রিয় অবস্থায় রয়েছে। রেলকর্মীরাও করোনামুক্ত। ফলে কর্মীর অপ্রতুলতা নেই। শুধু রাজ্যের নির্দেশ মিললেই এবার জনসাধারণের জন্য চালু হয়ে যাবে লোকাল ট্রেন ।

আরও পড়ুন: রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা

আরও পড়ুন: দার্জিলিঙে ভয়াবহ ধস ও বন্যা, মৃত ১৭, বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং