১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কৃষ্ণ জন্মভূমিতে পুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানি স্থগিত করল হাইকোর্ট ইলাহাবাদ হাইকোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 71

পুবের কলম, ওয়েবডেস্ক: ইলাহাবাদ হাইকোর্ট মথুরায় শ্রী কৃষ্ণের জন্মস্থান- এ পুজো করার  অনুমতি চেয়ে একটি মামলার শুনানি স্থগিত করেছে। নিম্ন আদালতে ওই ইস্যুতে মামলা চলছে এবং শ্রী কৃষ্ণের জন্মস্থান মসজিদ ঈদগাহ ট্রাস্টের দখলে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

হাইকোর্ট পরবর্তী শুনানির তারিখের মধ্যে অভিযুক্তদের জবাবি হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছেন। শুনানির পরবর্তী তারিখ নিয়ে রেজিস্ট্রার পরে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: এলাহাবাদ হাইকোর্টে সম্বল মসজিদ ভাঙার ওপর স্থগিতাদেশের আবেদন খারিজ

ইউপি সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের আবেদনের ভিত্তিতে বিচারপতি সলিল কুমার রাই এই আদেশ দেন।

আরও পড়ুন: বিবাহিত কন্যারাও মৃত বাবার চাকরি পাওয়ার যোগ্য : Allahabad High Court

ওয়াকফ বোর্ড মথুরার জেলা বিচারকের গত ১৯ মে’র আদেশকে চ্যালেঞ্জ করেছিল। ১৯ মে’র আদেশে সংশোধনী আদালত ট্রায়াল কোর্টকে বিষয়টি শুনানির জন্য এবং যথাযথ আদেশ দেওয়ার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন: বিপদ ডেকে এনেছিলেন নির্যাতিতা নিজেই, ধর্ষণ মামলায় বিতর্কিত মন্তব্য বিচারপতির

এদিকে, বুধবার মথুরার একটি আদালত রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। ওই আবেদনে শাহী মসজিদ ঈদগাহে লাড্ডু গোপালের জলাভিষেক করার অনুমতি চাওয়া হয়। সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় কোষাধ্যক্ষ এই আবেদনটি দায়ের করেছিলেন।

সরকারি আইনজীবী সঞ্জয় গৌর বলেন, আবেদনটিকে অর্থহীন বলে বর্ণনা করে বিচারক সঞ্জয় চৌধুরীর আদালত আবেদনটি খারিজ করে দিয়েছে কারণ ট্রায়াল কোর্ট কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

শাহী মসজিদ ঈদগাহ-শ্রী কৃষ্ণ জন্মভূমি বিবাদে, অখিল ভারত হিন্দু মহাসভার জাতীয় কোষাধ্যক্ষ দীনেশ শর্মা গত ১৮ মে সিভিল জজ (সিনিয়র ডিভিশন) জ্যোতি সিংয়ের আদালতে একটি আবেদন দাখিল করেন। এতে শাহী মসজিদ ঈদগাহে লাড্ডু গোপালের জলাভিষেকের অনুমতি চেয়ে আদালতে অনুরোধ জানানো হয়।

মথুরার শাহী মসজিদ ঈদগাহ-শ্রী কৃষ্ণ জন্মভূমি বিষয়টি আদালতে বিবেচনাধীন রয়েছে। এতে, মে মাসে, মথুরার সিভিল জজ সিনিয়র ডিভিশন জ্যোতি সিংয়ের আদালতে স্থিতাবস্থা রক্ষাসহ বিভিন্ন অনুরোধে তিনটি পৃথক আবেদন দায়ের করা  হয়েছিল। সরকারি আইনজীবী সঞ্জয় গৌড়ের মতে, আবেদনের মাধ্যমে স্থিতাবস্থা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে, দুই সহকারী অ্যাডভোকেট কমিশনার নিয়োগ এবং মসজিদে ঘটনাস্থল পরিদর্শনের সময় জেলা পর্যায়ের আধিকারিকদের  উপস্থিতির জন্য অনুরোধ করা হয়েছে।

শ্রী কৃষ্ণ বিরাজমান এবং লক্ষনৌয়ের বাসিন্দা মনীশ যাদব (যিনি নিজেকে কৃষ্ণের বংশধর বলে দাবি করেন) ২০২০ সালের ১৫ ডিসেম্বর মসজিদটি স্থানান্তরের জন্য একটি মামলা দায়ের করেন। এতে আবেদনকারীরা দাবি করেছিলেন, এটি কাটরা কেশব দেব মন্দিরের ১৩.৩৭ একর জমির একটি অংশে তৈরি করা হয়েছে। আধিকারিক সূত্রে প্রকাশ, মামলায় অভিযুক্তরা হলেন উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, সেক্রেটারি শাহী মসজিদ ইদগাহ, ম্যানেজিং ট্রাস্টি শ্রী কৃষ্ণ জন্মভূমি ট্রাস্ট এবং সেক্রেটারি শ্রী কৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কৃষ্ণ জন্মভূমিতে পুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানি স্থগিত করল হাইকোর্ট ইলাহাবাদ হাইকোর্ট

আপডেট : ৫ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ইলাহাবাদ হাইকোর্ট মথুরায় শ্রী কৃষ্ণের জন্মস্থান- এ পুজো করার  অনুমতি চেয়ে একটি মামলার শুনানি স্থগিত করেছে। নিম্ন আদালতে ওই ইস্যুতে মামলা চলছে এবং শ্রী কৃষ্ণের জন্মস্থান মসজিদ ঈদগাহ ট্রাস্টের দখলে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

হাইকোর্ট পরবর্তী শুনানির তারিখের মধ্যে অভিযুক্তদের জবাবি হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছেন। শুনানির পরবর্তী তারিখ নিয়ে রেজিস্ট্রার পরে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: এলাহাবাদ হাইকোর্টে সম্বল মসজিদ ভাঙার ওপর স্থগিতাদেশের আবেদন খারিজ

ইউপি সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের আবেদনের ভিত্তিতে বিচারপতি সলিল কুমার রাই এই আদেশ দেন।

আরও পড়ুন: বিবাহিত কন্যারাও মৃত বাবার চাকরি পাওয়ার যোগ্য : Allahabad High Court

ওয়াকফ বোর্ড মথুরার জেলা বিচারকের গত ১৯ মে’র আদেশকে চ্যালেঞ্জ করেছিল। ১৯ মে’র আদেশে সংশোধনী আদালত ট্রায়াল কোর্টকে বিষয়টি শুনানির জন্য এবং যথাযথ আদেশ দেওয়ার নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন: বিপদ ডেকে এনেছিলেন নির্যাতিতা নিজেই, ধর্ষণ মামলায় বিতর্কিত মন্তব্য বিচারপতির

এদিকে, বুধবার মথুরার একটি আদালত রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। ওই আবেদনে শাহী মসজিদ ঈদগাহে লাড্ডু গোপালের জলাভিষেক করার অনুমতি চাওয়া হয়। সর্বভারতীয় হিন্দু মহাসভার জাতীয় কোষাধ্যক্ষ এই আবেদনটি দায়ের করেছিলেন।

সরকারি আইনজীবী সঞ্জয় গৌর বলেন, আবেদনটিকে অর্থহীন বলে বর্ণনা করে বিচারক সঞ্জয় চৌধুরীর আদালত আবেদনটি খারিজ করে দিয়েছে কারণ ট্রায়াল কোর্ট কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

শাহী মসজিদ ঈদগাহ-শ্রী কৃষ্ণ জন্মভূমি বিবাদে, অখিল ভারত হিন্দু মহাসভার জাতীয় কোষাধ্যক্ষ দীনেশ শর্মা গত ১৮ মে সিভিল জজ (সিনিয়র ডিভিশন) জ্যোতি সিংয়ের আদালতে একটি আবেদন দাখিল করেন। এতে শাহী মসজিদ ঈদগাহে লাড্ডু গোপালের জলাভিষেকের অনুমতি চেয়ে আদালতে অনুরোধ জানানো হয়।

মথুরার শাহী মসজিদ ঈদগাহ-শ্রী কৃষ্ণ জন্মভূমি বিষয়টি আদালতে বিবেচনাধীন রয়েছে। এতে, মে মাসে, মথুরার সিভিল জজ সিনিয়র ডিভিশন জ্যোতি সিংয়ের আদালতে স্থিতাবস্থা রক্ষাসহ বিভিন্ন অনুরোধে তিনটি পৃথক আবেদন দায়ের করা  হয়েছিল। সরকারি আইনজীবী সঞ্জয় গৌড়ের মতে, আবেদনের মাধ্যমে স্থিতাবস্থা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে, দুই সহকারী অ্যাডভোকেট কমিশনার নিয়োগ এবং মসজিদে ঘটনাস্থল পরিদর্শনের সময় জেলা পর্যায়ের আধিকারিকদের  উপস্থিতির জন্য অনুরোধ করা হয়েছে।

শ্রী কৃষ্ণ বিরাজমান এবং লক্ষনৌয়ের বাসিন্দা মনীশ যাদব (যিনি নিজেকে কৃষ্ণের বংশধর বলে দাবি করেন) ২০২০ সালের ১৫ ডিসেম্বর মসজিদটি স্থানান্তরের জন্য একটি মামলা দায়ের করেন। এতে আবেদনকারীরা দাবি করেছিলেন, এটি কাটরা কেশব দেব মন্দিরের ১৩.৩৭ একর জমির একটি অংশে তৈরি করা হয়েছে। আধিকারিক সূত্রে প্রকাশ, মামলায় অভিযুক্তরা হলেন উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, সেক্রেটারি শাহী মসজিদ ইদগাহ, ম্যানেজিং ট্রাস্টি শ্রী কৃষ্ণ জন্মভূমি ট্রাস্ট এবং সেক্রেটারি শ্রী কৃষ্ণ জন্মস্থান সেবা সংস্থা।