০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন সফরে এরদোগান-গুতেরেস

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার
  • / 52

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেন সফরে যাচ্ছেন রাষ্ট্রসংঘের  মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান। রাষ্ট্রসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার এই দুই নেতা সেখানে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, জেলেনস্কির আমন্ত্রণেই এই দুই নেতা ইউক্রেন যাচ্ছেন।

 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান

বৃহস্পতিবার লভিভে তারা ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন। পরদিন তারা ওডেসার কৃষ্ণসাগর বন্দর পরিদর্শন করবেন। এই বন্দর দিয়েই রাষ্ট্রসংঘ ও আঙ্কারার মধ্যস্থতায় শস্য রফতানি শুরু হয়েছে। এরপর শনিবার গুতেরেস ইস্তান্বুলের যৌথ সমন্বয় কেন্দ্র পরিদর্শন করবেন।

আরও পড়ুন: ইসরাইল-ইরান যুদ্ধ! ফোনে উদ্বেগ প্রকাশ এরদোগান

 

আরও পড়ুন: ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে: গুতেরেস

দুজারিক বলেন, গুতেরেস জেলেনস্কির সাথে দেখা করে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। একই সাথে তারা চলমান সংঘাতের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করবেন। রাষ্ট্রসংঘ বলেছে, এই সফর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের কিয়েভ থেকে জাপোরিঝিয়া সফরের ব্যাপারে সাহায্য করতে পারে। তবে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের রাজধানীর মধ্য দিয়ে যে কোনও মিশন খুব বিপজ্জনক হতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেন সফরে এরদোগান-গুতেরেস

আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইউক্রেন সফরে যাচ্ছেন রাষ্ট্রসংঘের  মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান। রাষ্ট্রসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার এই দুই নেতা সেখানে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, জেলেনস্কির আমন্ত্রণেই এই দুই নেতা ইউক্রেন যাচ্ছেন।

 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে নতুন কোনও সাইকস-পাইকট চুক্তি নয়: এরদোগান

বৃহস্পতিবার লভিভে তারা ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন। পরদিন তারা ওডেসার কৃষ্ণসাগর বন্দর পরিদর্শন করবেন। এই বন্দর দিয়েই রাষ্ট্রসংঘ ও আঙ্কারার মধ্যস্থতায় শস্য রফতানি শুরু হয়েছে। এরপর শনিবার গুতেরেস ইস্তান্বুলের যৌথ সমন্বয় কেন্দ্র পরিদর্শন করবেন।

আরও পড়ুন: ইসরাইল-ইরান যুদ্ধ! ফোনে উদ্বেগ প্রকাশ এরদোগান

 

আরও পড়ুন: ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব রয়েছে: গুতেরেস

দুজারিক বলেন, গুতেরেস জেলেনস্কির সাথে দেখা করে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। একই সাথে তারা চলমান সংঘাতের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করবেন। রাষ্ট্রসংঘ বলেছে, এই সফর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের কিয়েভ থেকে জাপোরিঝিয়া সফরের ব্যাপারে সাহায্য করতে পারে। তবে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের রাজধানীর মধ্য দিয়ে যে কোনও মিশন খুব বিপজ্জনক হতে পারে।