২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননের হিজবুল গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ বাধলে তার পরিণতি গাজার থেকেও খারাপ হবে, হুঁশিয়ারি ইজরায়েলের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্কঃ লেবাননের চরমপন্থী  সংগঠন হিজবুলের সঙ্গে  যুদ্ধ হলে তার পরিণতি  গাজার থেকেও  মর্মান্তিক হবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের  প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ।এবার হিজবুল্লাহকে প্রতিহত করতে নতুন একটি পদাতিক বাহিনী গঠন করল দেশটি।

জানা গেছে, ৮৮৮ সদস্য নিয়ে গঠিত নতুন এই সামরিক ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘গোস্ট’ অর্থাৎ ভূত! এই বাহিনীর একমাত্র কাজ হবে হিজবুল্লাহ গেরিলাদের গতিবিধি সর্বক্ষন নজরদারি করা। এবং সেই সাপেক্ষে তাদের প্রতিরোধ করতে নিজেকে সবসময় প্রস্তুত রাখা। লেবাননের দক্ষিণাঞ্চলে পার্বত্য এলাকায় হিজবুল্লাহর সামরিকঘাঁটি রয়েছে। আপাতত সেখানেই তাদের নরজদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে। আক্ষরিক অর্থেই গাজার সঙ্গে লড়াইয়ে  পরাজিত হয়েছে ইজরায়েল। ইজরায়েল লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছিল।  কারণ লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধকারী  সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ।

আরও পড়ুন: সংসদের ভোটে লেবাননের নয়া প্রধানমন্ত্রী নাজিব মিকাতি

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লেবাননের হিজবুল গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ বাধলে তার পরিণতি গাজার থেকেও খারাপ হবে, হুঁশিয়ারি ইজরায়েলের

আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ লেবাননের চরমপন্থী  সংগঠন হিজবুলের সঙ্গে  যুদ্ধ হলে তার পরিণতি  গাজার থেকেও  মর্মান্তিক হবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের  প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তজ।এবার হিজবুল্লাহকে প্রতিহত করতে নতুন একটি পদাতিক বাহিনী গঠন করল দেশটি।

জানা গেছে, ৮৮৮ সদস্য নিয়ে গঠিত নতুন এই সামরিক ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘গোস্ট’ অর্থাৎ ভূত! এই বাহিনীর একমাত্র কাজ হবে হিজবুল্লাহ গেরিলাদের গতিবিধি সর্বক্ষন নজরদারি করা। এবং সেই সাপেক্ষে তাদের প্রতিরোধ করতে নিজেকে সবসময় প্রস্তুত রাখা। লেবাননের দক্ষিণাঞ্চলে পার্বত্য এলাকায় হিজবুল্লাহর সামরিকঘাঁটি রয়েছে। আপাতত সেখানেই তাদের নরজদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে। আক্ষরিক অর্থেই গাজার সঙ্গে লড়াইয়ে  পরাজিত হয়েছে ইজরায়েল। ইজরায়েল লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছিল।  কারণ লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধকারী  সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ।

আরও পড়ুন: সংসদের ভোটে লেবাননের নয়া প্রধানমন্ত্রী নাজিব মিকাতি