২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জেলেও ১০৯ কেজির কেষ্টর ছায়াসঙ্গী সায়গল হোসেন, দিচ্ছেন ওষুধ থেকে অক্সিজেন সবই

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ অগাস্ট ২০২২, রবিবার
  • / 31

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের ছায়াসঙ্গী ছিলেন প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন।গরু পাচার মামলায় ধৃত সায়গলও দীর্ঘ সিবিআই হেফাজতের পর এখন সায়গল আছেন আসানসোল সংশোধনাগারে। একইভাবে অনুব্রতও আছেন আসানসোল সংশোধনাগারে। তাই সহ আবাসিক হিসেবে সায়গল কে পেয়ে কিছুটা স্বস্তিতেই আছেন কেষ্ট।

আরও পড়ুন: BREAKING: কোভিডে আক্রান্ত অনুব্রত মণ্ডল

বীরভূমের দোর্দন্ডপ্রতাপ এই নেতা এখন নানা শারীরিক সমস্যায় জর্জরিত। দিনে খেতে হয় মোট ৩৭ টা ওষুধ, দু থেকে তিনবার নিতে হয় নেবুলাইজার। রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে অক্সিজেন। এরপর দেহের ওজন ১০৯ কিলো। কি ভাবে জেলের মধ্যে এত হ্যাপা সামলাবেন কেষ্ট, তাই নিয়ে চিন্তিত ছিলেন তাঁর আইনজীবী থেকে ঘনিষ্ঠ সকলেই। সেই দায়িত্ব স্বেচ্ছায় নিজের ঘাড়ে তুলে নিয়েছেন সায়গল। অনুব্রতর খাওয়া দাওয়া, ওষুধ সবই তিনি জানেন। গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত তিনিই ছিলেন কেষ্টর ছায়াসঙ্গী। জেলেও সেই দায়িত্ব পালন করে চলেছেন। জেলকর্মীরাও জানিয়েছেন সায়গল হোসেন সর্বদাই চোখে চোখে রাখছেন অনুব্রতকে।

আরও পড়ুন: অনুব্রতর গরু পাচার মামলা গেল দিল্লিতে, আইনী অস্বস্তিতে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা

 

আরও পড়ুন: আসানসোল সিবিআই এজলাসে জামিনের আবেদন খারিজ অনুব্রতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেলেও ১০৯ কেজির কেষ্টর ছায়াসঙ্গী সায়গল হোসেন, দিচ্ছেন ওষুধ থেকে অক্সিজেন সবই

আপডেট : ২৮ অগাস্ট ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের ছায়াসঙ্গী ছিলেন প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন।গরু পাচার মামলায় ধৃত সায়গলও দীর্ঘ সিবিআই হেফাজতের পর এখন সায়গল আছেন আসানসোল সংশোধনাগারে। একইভাবে অনুব্রতও আছেন আসানসোল সংশোধনাগারে। তাই সহ আবাসিক হিসেবে সায়গল কে পেয়ে কিছুটা স্বস্তিতেই আছেন কেষ্ট।

আরও পড়ুন: BREAKING: কোভিডে আক্রান্ত অনুব্রত মণ্ডল

বীরভূমের দোর্দন্ডপ্রতাপ এই নেতা এখন নানা শারীরিক সমস্যায় জর্জরিত। দিনে খেতে হয় মোট ৩৭ টা ওষুধ, দু থেকে তিনবার নিতে হয় নেবুলাইজার। রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম করে অক্সিজেন। এরপর দেহের ওজন ১০৯ কিলো। কি ভাবে জেলের মধ্যে এত হ্যাপা সামলাবেন কেষ্ট, তাই নিয়ে চিন্তিত ছিলেন তাঁর আইনজীবী থেকে ঘনিষ্ঠ সকলেই। সেই দায়িত্ব স্বেচ্ছায় নিজের ঘাড়ে তুলে নিয়েছেন সায়গল। অনুব্রতর খাওয়া দাওয়া, ওষুধ সবই তিনি জানেন। গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত তিনিই ছিলেন কেষ্টর ছায়াসঙ্গী। জেলেও সেই দায়িত্ব পালন করে চলেছেন। জেলকর্মীরাও জানিয়েছেন সায়গল হোসেন সর্বদাই চোখে চোখে রাখছেন অনুব্রতকে।

আরও পড়ুন: অনুব্রতর গরু পাচার মামলা গেল দিল্লিতে, আইনী অস্বস্তিতে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা

 

আরও পড়ুন: আসানসোল সিবিআই এজলাসে জামিনের আবেদন খারিজ অনুব্রতের