০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথা ভেঙে স্কটল্যান্ডে বালমোরাল ক্যাসেলে রানি দ্বিতীয় এলিজাবেথের থেকে নিয়োগপত্র  নিলেন লিজ ট্রাস   

ইমামা খাতুন
  • আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 121

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিরাচরিত প্রথার বাইরে গিয়ে আনুষ্ঠানিকভাবে রক্ষণশীল পার্টির মনোনীত প্রার্থী জয়ী লিজ ট্রাসকে আনুষ্ঠানিক ভাবে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগ করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।মঙ্গলবার রানীর স্কটল্যান্ডে  বালমোরাল ক্যাসেল থেকে  রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে তিনি  নিয়োগপত্র নেন।তার আগে প্রধানমন্ত্রী বরিস জনসন রানির সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগপত্র জমা দেন।

 

আরও পড়ুন: ব্রেকিং: তপ্ত মণিপুরে ফের ঝরল প্রাণ, পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত ৪

বরিস জনসনের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। লিজ ট্রাস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে প্রাক্তন অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: আরবিআই-এর গভর্নরের মুকুটে নয়া পালক! পেলেন আন্তর্জাতিক সম্মান  

 

আরও পড়ুন: Breaking: এক মাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত ভোট

সূত্রের খবর, ব্রিটেনের ইতিহাসে এমন ঘটনা প্রথম বার ঘটলো।বর্তমানে রানি দ্বিতীয় এলিজাবেথ  স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন।শতবর্ষ ছুঁইছুঁই রানির। বয়েসের কারণে এখন আর সেভাবে জনসমক্ষে আসছে না।তাই জন্য দীর্ঘদিনের প্রথা ভেঙে বাকিংহাম প্রাসাদে প্রধানমন্ত্রীর হাতে নিয়োগপত্র না দিয়ে  স্কটল্যান্ডে  বালমোরাল ক্যাসেলে এই অনুষ্ঠান পালিত হয়েছে।

 

প্রসঙ্গত, বাকিংহাম প্যালেসে নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান না হওয়া খুবই বিরল ঘটনা। ১৯৫২ সালে ষষ্ঠ কিং জর্জের মৃত্যুর সময় আফ্রিকা সফর করছিলেন রানি। মৃত্যুর খবরে দেশে ফিরে এসে দেশের প্রথম চার্চিলকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছিলেন।

 

উল্লেখ্য,মোট ১,৭২, ৪৩৭ ভোটারের মধ্যে ভোটদান করেন ১,৪২, ৩৭৯ জন। লিজ ৮১,৩২৬ (৫৭.৪ শতাংশ) এবং সুনক ৬০,৩৯৯ (৪২.৬ শতাংশ) ভোট পান। অর্থাৎ দু’জনের ব্যবধান ছিল ২০,৯২৭ ভোটের। বাতিল হয় ৬৫৪টি ভোট। প্রসঙ্গত, মার্গারেট থ্যাচার এবং টেরেসা মের পর তৃতীয় মহিলা হিসেবে নির্বাচিত হন রক্ষণশীল  পার্টির মনোনীত প্রার্থী জয়ী লিজ ট্রাস লিজ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রথা ভেঙে স্কটল্যান্ডে বালমোরাল ক্যাসেলে রানি দ্বিতীয় এলিজাবেথের থেকে নিয়োগপত্র  নিলেন লিজ ট্রাস   

আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ চিরাচরিত প্রথার বাইরে গিয়ে আনুষ্ঠানিকভাবে রক্ষণশীল পার্টির মনোনীত প্রার্থী জয়ী লিজ ট্রাসকে আনুষ্ঠানিক ভাবে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগ করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।মঙ্গলবার রানীর স্কটল্যান্ডে  বালমোরাল ক্যাসেল থেকে  রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে তিনি  নিয়োগপত্র নেন।তার আগে প্রধানমন্ত্রী বরিস জনসন রানির সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগপত্র জমা দেন।

 

আরও পড়ুন: ব্রেকিং: তপ্ত মণিপুরে ফের ঝরল প্রাণ, পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে মৃত ৪

বরিস জনসনের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন তাঁর সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। লিজ ট্রাস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে প্রাক্তন অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: আরবিআই-এর গভর্নরের মুকুটে নয়া পালক! পেলেন আন্তর্জাতিক সম্মান  

 

আরও পড়ুন: Breaking: এক মাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত ভোট

সূত্রের খবর, ব্রিটেনের ইতিহাসে এমন ঘটনা প্রথম বার ঘটলো।বর্তমানে রানি দ্বিতীয় এলিজাবেথ  স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন।শতবর্ষ ছুঁইছুঁই রানির। বয়েসের কারণে এখন আর সেভাবে জনসমক্ষে আসছে না।তাই জন্য দীর্ঘদিনের প্রথা ভেঙে বাকিংহাম প্রাসাদে প্রধানমন্ত্রীর হাতে নিয়োগপত্র না দিয়ে  স্কটল্যান্ডে  বালমোরাল ক্যাসেলে এই অনুষ্ঠান পালিত হয়েছে।

 

প্রসঙ্গত, বাকিংহাম প্যালেসে নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান না হওয়া খুবই বিরল ঘটনা। ১৯৫২ সালে ষষ্ঠ কিং জর্জের মৃত্যুর সময় আফ্রিকা সফর করছিলেন রানি। মৃত্যুর খবরে দেশে ফিরে এসে দেশের প্রথম চার্চিলকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছিলেন।

 

উল্লেখ্য,মোট ১,৭২, ৪৩৭ ভোটারের মধ্যে ভোটদান করেন ১,৪২, ৩৭৯ জন। লিজ ৮১,৩২৬ (৫৭.৪ শতাংশ) এবং সুনক ৬০,৩৯৯ (৪২.৬ শতাংশ) ভোট পান। অর্থাৎ দু’জনের ব্যবধান ছিল ২০,৯২৭ ভোটের। বাতিল হয় ৬৫৪টি ভোট। প্রসঙ্গত, মার্গারেট থ্যাচার এবং টেরেসা মের পর তৃতীয় মহিলা হিসেবে নির্বাচিত হন রক্ষণশীল  পার্টির মনোনীত প্রার্থী জয়ী লিজ ট্রাস লিজ।