০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

১০৬ বছর বয়সী ট্রেড ইউনিয়ন নেতার নাম উঠতে পারে গিনেস বুকে

সামিমা এহসানা
  • আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 39

পুবের কলম, ওয়েব ডেস্ক: কথায় বলে ‘বয়স একটা সংখ্যা মাত্র’। আর একথার জলজ্যান্ত প্রমাণ গোরখপুরের বাসিন্দা কানহাইয়া লাল গুপ্তা। ১০৬ বছর বয়সে ৬১ তম বারের জন্য নর্থ ইস্টার্ন রেলওয়ে মজদুর ইউনিয়নের (এনইআরএমইউ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন কানহাইয়া লাল গুপ্তা। এনইআরএমইউ এর পক্ষ থেকে লিমকা বুক অফ রেকর্ডস এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, যাতে কানহাইয়ার নাম বিশ্বের প্রাচীণতম ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে নথিভুক্ত করা যায়।

কানহাইয়া ১৯৪৬ সালে রেলের চাকরিতে যোগ দেন। তার কয়েক বছরের মধ্যেই তিনি ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত হন। তারপর থেকে টানা ৬১ বছর তিনিই ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। ১৯৮১ সালে তিনি রেলের চাকরি থেকে অবসর নেন। কিন্তু ‘শ্রমিক নেতা’ নিজেকে ওই দায়িত্ব থেকে দূরে সরাতে পারেন নি। তাই আজও তিনি ইউনিয়নের সবার প্রিয় নেতা।

কানহাইয়া লালের মতে, ইউনিয়নের সদস্যরাই তাঁর পরিবার। অফিসই তাঁর বাড়ি। ১০৬ বছর বয়সে তাঁর এই সাফল্যের রহস্য সম্পর্কে বলতে গিয়ে ট্রেড ইউনিয়নের সদস্যরা জানিয়েছেন, কানহাইয়া লাল সকাল সকাল ঘুম থেকে ওঠেন, সারাদিন কাজ করেন এবং রুটিন মেনে চলেন। তাঁর খাদ্যাভ্যাস বলতে দিনে দুবার ডাল এবং রুটি। তাঁর স্মৃতি শক্তিও প্রশংশনীয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১০৬ বছর বয়সী ট্রেড ইউনিয়ন নেতার নাম উঠতে পারে গিনেস বুকে

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: কথায় বলে ‘বয়স একটা সংখ্যা মাত্র’। আর একথার জলজ্যান্ত প্রমাণ গোরখপুরের বাসিন্দা কানহাইয়া লাল গুপ্তা। ১০৬ বছর বয়সে ৬১ তম বারের জন্য নর্থ ইস্টার্ন রেলওয়ে মজদুর ইউনিয়নের (এনইআরএমইউ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন কানহাইয়া লাল গুপ্তা। এনইআরএমইউ এর পক্ষ থেকে লিমকা বুক অফ রেকর্ডস এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, যাতে কানহাইয়ার নাম বিশ্বের প্রাচীণতম ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে নথিভুক্ত করা যায়।

কানহাইয়া ১৯৪৬ সালে রেলের চাকরিতে যোগ দেন। তার কয়েক বছরের মধ্যেই তিনি ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত হন। তারপর থেকে টানা ৬১ বছর তিনিই ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। ১৯৮১ সালে তিনি রেলের চাকরি থেকে অবসর নেন। কিন্তু ‘শ্রমিক নেতা’ নিজেকে ওই দায়িত্ব থেকে দূরে সরাতে পারেন নি। তাই আজও তিনি ইউনিয়নের সবার প্রিয় নেতা।

কানহাইয়া লালের মতে, ইউনিয়নের সদস্যরাই তাঁর পরিবার। অফিসই তাঁর বাড়ি। ১০৬ বছর বয়সে তাঁর এই সাফল্যের রহস্য সম্পর্কে বলতে গিয়ে ট্রেড ইউনিয়নের সদস্যরা জানিয়েছেন, কানহাইয়া লাল সকাল সকাল ঘুম থেকে ওঠেন, সারাদিন কাজ করেন এবং রুটিন মেনে চলেন। তাঁর খাদ্যাভ্যাস বলতে দিনে দুবার ডাল এবং রুটি। তাঁর স্মৃতি শক্তিও প্রশংশনীয়।