০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০১৬ দাঙ্গা মামলা: গুজরাত ভোটের আগে জিগনেসের ৬ মাস জেল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 26

পুবের কলম, ওয়েবডেস্ক:  তিনি রাস্তা অবরোধ করেছিলেন। প্রতিবাদ করেছিলেন। তবে হালফিলে নয়। অভিযোগ ২০১৬-র। শুক্রবার আহমদাবাদের এক আদালত গুজরাত কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বিধায়ক জিগনেশ মেভানি সহ ১৮  জনকে দাঙ্গা মামলায় ছয় মাসের সাধারণ কারাদণ্ডের সাজা শোনায়।

চলতি বছরের শেষে গুজরাত বিধানসভা ভোট৷ ঠিক এমন সময় জিগনেশের ছ’মাসের জেলের সাজা ঘোষণা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ গুজরাতের দলিতদের মধ্যে যথেষ্ট প্রভাব রয়েছে জিগনেশের৷

আরও পড়ুন: হলিউড ছবি দেখলে ৬  মাসের জেল  এই দেশে! জেনে নিন বিস্তারিত   

এদিন রায় ঘোষণার পর ভদগামের নির্দল বিধায়ক বলেন,  গুজরাত সরকার সব ধর্ষকদের মুক্তি দিয়েছে৷ তাদের মালা পরিয়ে স্বাগত জানিয়েছে এবং বলেছে তারা ভালো ছেলে৷ অথচ একটি ভবনের নাম বাবা সাহেব আম্বেদকর করার দাবিতে ছ’মাসের জন্য জেলে পাঠানো হল জিগনেশকে৷

আরও পড়ুন: গুজরাতের ভোট থেকে সরে দাঁড়ালে আপ নেতাদের ওপর থেকে প্রত্যাহার করা হবে সমস্ত অভিযোগ, টোপ বিজেপির’, বিস্ফোরক দাবি কেজরির  

২০১৬ সালে গুজরাত বিশ্ববিদ্যালয়ের আইন ভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন জিগনেশ মেভানি৷ তাঁর দাবি ছিল,  বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বিআর আম্বেদকর রাখতে হবে৷ ওই ঘটনায় পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছিল৷ অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ এবং দাঙ্গা বাধানোর অভিযোগে মামলা দায়ের হয়েছিল। বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়৷

আরও পড়ুন: বাড়ল খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ

এদিন বাকি ১৯ জনকে ছ’মাসের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক পি এন গোস্বামী৷ সঙ্গে প্রত্যেককে ৭০০ টাকা জরিমানাও করেন তিনি৷

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০১৬ দাঙ্গা মামলা: গুজরাত ভোটের আগে জিগনেসের ৬ মাস জেল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  তিনি রাস্তা অবরোধ করেছিলেন। প্রতিবাদ করেছিলেন। তবে হালফিলে নয়। অভিযোগ ২০১৬-র। শুক্রবার আহমদাবাদের এক আদালত গুজরাত কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বিধায়ক জিগনেশ মেভানি সহ ১৮  জনকে দাঙ্গা মামলায় ছয় মাসের সাধারণ কারাদণ্ডের সাজা শোনায়।

চলতি বছরের শেষে গুজরাত বিধানসভা ভোট৷ ঠিক এমন সময় জিগনেশের ছ’মাসের জেলের সাজা ঘোষণা রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ গুজরাতের দলিতদের মধ্যে যথেষ্ট প্রভাব রয়েছে জিগনেশের৷

আরও পড়ুন: হলিউড ছবি দেখলে ৬  মাসের জেল  এই দেশে! জেনে নিন বিস্তারিত   

এদিন রায় ঘোষণার পর ভদগামের নির্দল বিধায়ক বলেন,  গুজরাত সরকার সব ধর্ষকদের মুক্তি দিয়েছে৷ তাদের মালা পরিয়ে স্বাগত জানিয়েছে এবং বলেছে তারা ভালো ছেলে৷ অথচ একটি ভবনের নাম বাবা সাহেব আম্বেদকর করার দাবিতে ছ’মাসের জন্য জেলে পাঠানো হল জিগনেশকে৷

আরও পড়ুন: গুজরাতের ভোট থেকে সরে দাঁড়ালে আপ নেতাদের ওপর থেকে প্রত্যাহার করা হবে সমস্ত অভিযোগ, টোপ বিজেপির’, বিস্ফোরক দাবি কেজরির  

২০১৬ সালে গুজরাত বিশ্ববিদ্যালয়ের আইন ভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন জিগনেশ মেভানি৷ তাঁর দাবি ছিল,  বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বিআর আম্বেদকর রাখতে হবে৷ ওই ঘটনায় পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছিল৷ অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ এবং দাঙ্গা বাধানোর অভিযোগে মামলা দায়ের হয়েছিল। বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়৷

আরও পড়ুন: বাড়ল খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ

এদিন বাকি ১৯ জনকে ছ’মাসের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক পি এন গোস্বামী৷ সঙ্গে প্রত্যেককে ৭০০ টাকা জরিমানাও করেন তিনি৷