০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করতে পারিনি, কিন্তু মধ্যপ্রদেশের লক্ষ মায়ের আশীর্বাদ পেয়েছি: মোদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 118

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘আমি আমার জন্মদিনে মায়ের কাছে যেতে পারলাম না’, আজ ৭২ বছর বয়সে এই আক্ষেপ শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। তবে সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জন্মদিনে মধ্যপ্রদেশে লক্ষ লক্ষ মায়ের আশীর্বাদ পেয়েছি’। শনিবার ৭২ বছরের জন্মদিনে মধ্যপ্রদেশের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে এক কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রতিবছরের মতো এবছরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালিত হয়। এবছরও তার অন্যথা হয়নি।
এর আগে মায়ের জন্মদিনে চলতি বছরের ১৮ জুন গুজরাতের গান্ধি নগরের বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মায়ের পা’য়ে হাত দিয়ে প্রণাম সারেন। মায়ের পা ধুয়ে দিয়ে তাঁর আশীর্বাদ দেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মায়ের সঙ্গে কাটানো আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘মা, এই শব্দের মধ্যে আমার এই বিশ্বের হাজারো আবেগ জড়িয়ে রয়েছে’।

আরও পড়ুন: জন্মদিনে মাদার টেরেসা স্মরণ মমতার

শনিবার নিজের ৭২ বছরের জন্মদিনে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের শেওপুরে মহিলাদের একটি স্বনির্ভর গোষ্ঠীর অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। মোদির জন্মদিন উপলক্ষ্যে আজ বিজেপি ২১ দিনের ‘সেবা ও সমর্পণ’ প্রচারাভিযান শুরু করেছে। এই অভিযানের মধ্যে সারা দেশে পরিচ্ছন্নতা এবং রক্তদান অভিযান অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: মহারাষ্ট্রের নান্দেদে আম্বেদকরের জন্মদিন পালন করায় খুন দলিত যুবকের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিনে সব থেকে উল্লেখযোগ্য ঘটনাটি ছিল দক্ষিণ নামিবিয়া থেকে ভারতে আসা আটটির মধ্যে তিনটি চিতাকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মুক্ত করে দেওয়া। দীর্ঘ ৭০ বছর পরে দক্ষিণ নামিবিয়া থেকে সুদূর পথ পার হয়ে বিশেষ বিমানে করে ভারতে এসে পৌঁছায় চিতাগুলি। নামিবিয়া থেকে আসা চিতাদের মধ্যে রয়েছে ৫টি নারী এবং ৩টি পুরুষ। আজ প্রধানমন্ত্রী নিজেই চিতাগুলির খাঁচার দরজা খুলে দিয়ে তাদের মুক্ত পরিবেশে ছেড়ে দেন।

আরও পড়ুন: ১২৫ ফুট লম্বা, জন্মদিবসেই উন্মোচিত আম্বেদকরের দীর্ঘতম মূর্তি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করতে পারিনি, কিন্তু মধ্যপ্রদেশের লক্ষ মায়ের আশীর্বাদ পেয়েছি: মোদি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘আমি আমার জন্মদিনে মায়ের কাছে যেতে পারলাম না’, আজ ৭২ বছর বয়সে এই আক্ষেপ শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। তবে সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘জন্মদিনে মধ্যপ্রদেশে লক্ষ লক্ষ মায়ের আশীর্বাদ পেয়েছি’। শনিবার ৭২ বছরের জন্মদিনে মধ্যপ্রদেশের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে এক কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রতিবছরের মতো এবছরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালিত হয়। এবছরও তার অন্যথা হয়নি।
এর আগে মায়ের জন্মদিনে চলতি বছরের ১৮ জুন গুজরাতের গান্ধি নগরের বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মায়ের পা’য়ে হাত দিয়ে প্রণাম সারেন। মায়ের পা ধুয়ে দিয়ে তাঁর আশীর্বাদ দেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মায়ের সঙ্গে কাটানো আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘মা, এই শব্দের মধ্যে আমার এই বিশ্বের হাজারো আবেগ জড়িয়ে রয়েছে’।

আরও পড়ুন: জন্মদিনে মাদার টেরেসা স্মরণ মমতার

শনিবার নিজের ৭২ বছরের জন্মদিনে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের শেওপুরে মহিলাদের একটি স্বনির্ভর গোষ্ঠীর অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। মোদির জন্মদিন উপলক্ষ্যে আজ বিজেপি ২১ দিনের ‘সেবা ও সমর্পণ’ প্রচারাভিযান শুরু করেছে। এই অভিযানের মধ্যে সারা দেশে পরিচ্ছন্নতা এবং রক্তদান অভিযান অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: মহারাষ্ট্রের নান্দেদে আম্বেদকরের জন্মদিন পালন করায় খুন দলিত যুবকের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিনে সব থেকে উল্লেখযোগ্য ঘটনাটি ছিল দক্ষিণ নামিবিয়া থেকে ভারতে আসা আটটির মধ্যে তিনটি চিতাকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মুক্ত করে দেওয়া। দীর্ঘ ৭০ বছর পরে দক্ষিণ নামিবিয়া থেকে সুদূর পথ পার হয়ে বিশেষ বিমানে করে ভারতে এসে পৌঁছায় চিতাগুলি। নামিবিয়া থেকে আসা চিতাদের মধ্যে রয়েছে ৫টি নারী এবং ৩টি পুরুষ। আজ প্রধানমন্ত্রী নিজেই চিতাগুলির খাঁচার দরজা খুলে দিয়ে তাদের মুক্ত পরিবেশে ছেড়ে দেন।

আরও পড়ুন: ১২৫ ফুট লম্বা, জন্মদিবসেই উন্মোচিত আম্বেদকরের দীর্ঘতম মূর্তি