২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
৩ ফুটের শসা ফলিয়ে রেকর্ড! নাম উঠল গিনেস বুক
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
- / 82
পুবের কলম ওয়েবডেস্ক: গাছে ঝুলছে বড় আকারের একটি শসা। এতটাই বড় যে, পাশে দাঁড়ানো কৃষককে সেটা দুই হাতে ধরে রয়েছেন। শসাটি ৩ ফুটেরও বেশি লম্বা। শসাটি বিশ্বের সবচেয়ে লম্বা শসার স্বীকৃতি পেয়েছে। ভেঙেছে আগের বিশ্ব রেকর্ড। ঘটনাটি ব্রিটেনের।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রিটেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী সাউদাম্পটনে বসবাস করেন সেবাস্তিয়ান সুসকি নামে একজন। জন্ম পোল্যান্ডে হলেও এখন ব্রিটেনে বসবাস করেন সেবাস্তিয়ান। তিনি একজন শৌখিন কৃষক। স্ত্রী রেনাটার সহায়তা নিয়ে নিজেদের বাগানে ফল ও সবজি চাষ করেন সেবাস্তিয়ান। সাত বছর ধরেই তিনি এ কাজ করছেন। সেখানেই তিনি বড় আকারের শসা ফলিয়েছেন।