‘ফিওনা’র আঘাতে অন্ধকারে কানাডা
- আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, রবিবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্ক: প্রবল শক্তি নিয়ে কানাডার পূর্বাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফিওনা। এতে ওই অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে প্রায় ৫ লক্ষ মানুষ এখন অন্ধকারে। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার কানাডার নোভা স্কটিয়ার উপকূলে বিভার দ্বীপে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১৫২ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সকাল থেকে নোভা স্কটিয়া ও প্রিন্স এডওয়ার্ড দ্বীপের কিছু অংশে ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। প্রবল বাতাসে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক জায়গায়। নোভা স্কটিয়াজুড়ে প্রায় ৫ লক্ষ মানুষ বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে। এছাড়া নিউ ব্রন্সউইক, কুইবেকের দক্ষিণাঞ্চল, নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাবরেডরের বাসিন্দারা ঝড়ো বাতাসের সম্মুখীন হয়েছে। কানাডিয়ান হ্যারিকেন সেন্টার জানায়, তীব্র বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। নোভা স্কটিয়া, প্রিন্স এডওয়ার্ড দ্বীপ এবং ইলেস-ডি-লা-ম্যাডলিনের ওপর দিয়ে ৮০-১১০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইছে। সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার বেগে বিভার দ্বীপের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো বাতাস। গত সোমবার প্রথম ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোয় আঘাত হানে ফিওনা। এতে লণ্ডভণ্ড হয় পুরো দ্বীপ। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি, পানিতে ভেসে যায় একটি ব্রিজ। ডুবে যায় দু’টি বিমানবন্দর। এছাড়া ৪ জন মারা যায়। ঘূর্ণিঝড়টি গত সপ্তাহে উত্তর আটলান্টিক মহাসাগরে উৎপত্তি হয়।