০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার থেকে তেল,গ্যাস ও গম কিনতে চুক্তি আফগানিস্তানের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 92

 

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

 

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

 

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

 

পুবের কলম ওয়েবডেস্ক: পেট্রোল, ডিজেল, গ্যাস ও গম আমদানির জন্য রাশিয়ার সাথে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করেছে আফগানিস্তান। আফগান প্রতিনিধি দল মস্কোতে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে চুক্তিটি সই করেছে। আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্য ও শিল্পমন্ত্রী হাজি নুরউদ্দিন আজিজি বলেন, চুক্তি অনুযায়ী রাশিয়া বছরে প্রায় ১ মিলিয়ন টন পেট্রোল, এক মিলিয়ন টন ডিজেল, ৫ লক্ষ টন এলপিজি এবং ২ মিলিয়ন টন গম সরবরাহ করবে। রাশিয়ার জ্বালানি ও কৃষিমন্ত্রক চুক্তির বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। আজিজি জানিয়েছেন, রাশিয়া সড়ক ও রেলপথে আফগানিস্তানে এসব পণ্য সরবরাহ করবে। আপাতত পরীক্ষামূলকভাবে চুক্তিটি কিছুদিন চলবে। পরে সার্বিক কার্যক্রমে সন্তুষ্ট থাকলে উভয় পক্ষ দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করবে। গত বছরের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর কোনও দেশের সঙ্গে এটাই সবচেয়ে বড় আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তি তালিবানের। তবে নানা নিষেধাজ্ঞায় জর্জারিত রাশিয়ার সাথে বাণিজ্য চুক্তিতে উপনীত হওয়ায় আফগান প্রশাসন পশ্চিমা বিশ্বের আরও কিছু নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক নিরপত্তা পর্যবেক্ষকরা। উল্লেখ্য,  ২ দশক ধরে লড়াইয়ের পর ক্ষমতায় বসলেও এখনও পর্যন্ত কোনও দেশই তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। রাশিয়াও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে আফগান প্রশাসনের সাথে রাশিয়ার সম্পর্ক মোটামুটি ভালো এবং সামান্য যে ক’টি দেশ কাবুলে তাদের দূতাবাস খোলা রেখেছে রাশিয়া তাদের অন্যতম।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ার থেকে তেল,গ্যাস ও গম কিনতে চুক্তি আফগানিস্তানের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার

 

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

 

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

 

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

 

পুবের কলম ওয়েবডেস্ক: পেট্রোল, ডিজেল, গ্যাস ও গম আমদানির জন্য রাশিয়ার সাথে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষর করেছে আফগানিস্তান। আফগান প্রতিনিধি দল মস্কোতে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে চুক্তিটি সই করেছে। আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্য ও শিল্পমন্ত্রী হাজি নুরউদ্দিন আজিজি বলেন, চুক্তি অনুযায়ী রাশিয়া বছরে প্রায় ১ মিলিয়ন টন পেট্রোল, এক মিলিয়ন টন ডিজেল, ৫ লক্ষ টন এলপিজি এবং ২ মিলিয়ন টন গম সরবরাহ করবে। রাশিয়ার জ্বালানি ও কৃষিমন্ত্রক চুক্তির বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। আজিজি জানিয়েছেন, রাশিয়া সড়ক ও রেলপথে আফগানিস্তানে এসব পণ্য সরবরাহ করবে। আপাতত পরীক্ষামূলকভাবে চুক্তিটি কিছুদিন চলবে। পরে সার্বিক কার্যক্রমে সন্তুষ্ট থাকলে উভয় পক্ষ দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করবে। গত বছরের আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর কোনও দেশের সঙ্গে এটাই সবচেয়ে বড় আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তি তালিবানের। তবে নানা নিষেধাজ্ঞায় জর্জারিত রাশিয়ার সাথে বাণিজ্য চুক্তিতে উপনীত হওয়ায় আফগান প্রশাসন পশ্চিমা বিশ্বের আরও কিছু নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক নিরপত্তা পর্যবেক্ষকরা। উল্লেখ্য,  ২ দশক ধরে লড়াইয়ের পর ক্ষমতায় বসলেও এখনও পর্যন্ত কোনও দেশই তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। রাশিয়াও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে আফগান প্রশাসনের সাথে রাশিয়ার সম্পর্ক মোটামুটি ভালো এবং সামান্য যে ক’টি দেশ কাবুলে তাদের দূতাবাস খোলা রেখেছে রাশিয়া তাদের অন্যতম।