০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতার পুজোয় গান্ধিরূপী অসুর, সমালোচনায় সরব সব রাজনৈতিক দল, দায়ের হল মামলা  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 40

 

 

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

 

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

পুবের কলম ওয়েবডেস্ক:   চোখে সেই  বিখ্যাত চশমা, পরনে খাটো ধুতি, মাথায় টাক মা দুর্গার পাদদেশে অসুরের ভূমিকায় জাতির জনক মহাত্মা গান্ধির এই মূর্তির ছবি  ভাইরাল হতে বেশি সময় নেয়নি। এরপরেই হিন্দু মহাসভার এই অসুর রূপী গান্ধি মুর্তিকে কেন্দ্র করে ওঠে বিতর্কের ঝড়। যেখানে দেখা যাচ্ছে মা দুর্গা গান্ধিজির বুকে ত্রিশুল বিঁধিয়ে আক্ষরিক অর্থেই অসুর বধ করছেন।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

 

অন্যদিকে  দক্ষিণ কলকাতার কসবায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা দ্বারা পরিচালিত এই পুজোর প্রধান সংগঠক চন্দ্রচূড়  গোস্বামী বুধবার  পুলিশের কাছে অভিযোগ দায়ের করে  দাবি করেছেন যে তিনি প্যান্ডেলের সামনে তিনজন অজ্ঞাত ব্যক্তি দ্বারা লাঞ্ছিত হয়েছেন।চন্দ্রচূড় গোস্বামী দাবি করেছেন যে বুধবার বিকেলে তিনজন ব্যক্তি প্যান্ডেলে ঢুকে ছবি তুলতে শুরু করেন।

 

চন্দ্রচূড় গোস্বামীর কথায় “প্রতিমার ছবি তোলার পাশাপাশি, তারা প্যান্ডেলের ভিতরের আশেপাশের ছবিও তুলছিল। আমি কৌতূহলী হয়ে তাদের ছবি তোলার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। জবাবে তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ঘটনাস্থল ত্যাগ করে। তাদের মধ্যে একজন নিজেকে কেন্দ্রীয় সরকারের আধিকারিক বলেও দাবি করেছেন। আমি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছি। আমি আশা করি পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেবে,”

 

রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন যে ওই পুজোর  আয়োজকদের বিরুদ্ধে আদালতে যাবেন তাঁরা।

গোটা ঘটনার জেরে ইতিমধ্যেই দায়ের হয়েছে মামলা। মহাসপ্তমীর রাতে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সদস্য কৌস্তভ বাগচী।

নিন্দায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ । তিনি বলেন এই ধরণের ঘটনা ভাবাই যায়না।বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন গান্ধিজী ভারত মায়ের শ্রেষ্ঠতম সন্তানদের মধ্যে একজন, তাঁকে এভাবে দেখানো ঠিক নয়।

থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই চেহারা বদলে দেওয়া হয় অসুররুপী গান্ধিজির। পরচুলা দিয়ে ঢেকে দেওয়া  হয় মাথা, চশমা খুলে পরিয়ে দেওয়া হয় গোঁফ। হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছেন, রাতেই তাঁদের কাছে এই বিষয়ে ফোন এসেছিল।
চাপের মুখেই অসুরের চেহারা বদলে দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কসবা থানাও।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতার পুজোয় গান্ধিরূপী অসুর, সমালোচনায় সরব সব রাজনৈতিক দল, দায়ের হল মামলা  

আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

 

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

পুবের কলম ওয়েবডেস্ক:   চোখে সেই  বিখ্যাত চশমা, পরনে খাটো ধুতি, মাথায় টাক মা দুর্গার পাদদেশে অসুরের ভূমিকায় জাতির জনক মহাত্মা গান্ধির এই মূর্তির ছবি  ভাইরাল হতে বেশি সময় নেয়নি। এরপরেই হিন্দু মহাসভার এই অসুর রূপী গান্ধি মুর্তিকে কেন্দ্র করে ওঠে বিতর্কের ঝড়। যেখানে দেখা যাচ্ছে মা দুর্গা গান্ধিজির বুকে ত্রিশুল বিঁধিয়ে আক্ষরিক অর্থেই অসুর বধ করছেন।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

 

অন্যদিকে  দক্ষিণ কলকাতার কসবায় অখিল ভারতীয় হিন্দু মহাসভা দ্বারা পরিচালিত এই পুজোর প্রধান সংগঠক চন্দ্রচূড়  গোস্বামী বুধবার  পুলিশের কাছে অভিযোগ দায়ের করে  দাবি করেছেন যে তিনি প্যান্ডেলের সামনে তিনজন অজ্ঞাত ব্যক্তি দ্বারা লাঞ্ছিত হয়েছেন।চন্দ্রচূড় গোস্বামী দাবি করেছেন যে বুধবার বিকেলে তিনজন ব্যক্তি প্যান্ডেলে ঢুকে ছবি তুলতে শুরু করেন।

 

চন্দ্রচূড় গোস্বামীর কথায় “প্রতিমার ছবি তোলার পাশাপাশি, তারা প্যান্ডেলের ভিতরের আশেপাশের ছবিও তুলছিল। আমি কৌতূহলী হয়ে তাদের ছবি তোলার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। জবাবে তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ঘটনাস্থল ত্যাগ করে। তাদের মধ্যে একজন নিজেকে কেন্দ্রীয় সরকারের আধিকারিক বলেও দাবি করেছেন। আমি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছি। আমি আশা করি পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেবে,”

 

রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন যে ওই পুজোর  আয়োজকদের বিরুদ্ধে আদালতে যাবেন তাঁরা।

গোটা ঘটনার জেরে ইতিমধ্যেই দায়ের হয়েছে মামলা। মহাসপ্তমীর রাতে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সদস্য কৌস্তভ বাগচী।

নিন্দায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ । তিনি বলেন এই ধরণের ঘটনা ভাবাই যায়না।বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন গান্ধিজী ভারত মায়ের শ্রেষ্ঠতম সন্তানদের মধ্যে একজন, তাঁকে এভাবে দেখানো ঠিক নয়।

থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই চেহারা বদলে দেওয়া হয় অসুররুপী গান্ধিজির। পরচুলা দিয়ে ঢেকে দেওয়া  হয় মাথা, চশমা খুলে পরিয়ে দেওয়া হয় গোঁফ। হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানিয়েছেন, রাতেই তাঁদের কাছে এই বিষয়ে ফোন এসেছিল।
চাপের মুখেই অসুরের চেহারা বদলে দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কসবা থানাও।