২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিগবস সিজন ১৬ থেকে #MeToo তে অভিযুক্ত সাজিদ খানকে সরাতে কেন্দ্রকে চিঠি দিল দিল্লির মহিলা কমিশন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার
  • / 32

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:   ১লা অক্টোবর থেকে শুরু হয়েছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৬। এবারে বিগ বসের ঘরে সাজিদ খানের আসার খবর চাউর হতেই কানাঘুষো শুরু হয়েছিল। মি ২ এ অভিযুক্ত সাজিদ নাকি বিগবসের ঘরে আসছেন। সেই জল্পনা সত্যি হয়েছে।

এবার দিল্লির মহিলা কমিশন সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখে #MeToo আন্দোলনের সময় সাজিদ খানের  বিরুদ্ধে উত্থাপিত যৌন হয়রানির অভিযোগের জন্য চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানকে রিয়েলিটি শো বিগ বস থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করেছে।

 

“দশজন মহিলা #MeToo আন্দোলনের সময় সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। এই সমস্ত অভিযোগ সাজিদের ঘৃণ্য মানসিকতা পরিচয় বহন করে। । এখন, এই লোকটিকে বিগ বস-এ জায়গা দেওয়া হয়েছে, যা ভুল। অবিলম্বে সাজিদ কে বিগবস থেকে অপসারিত করতে হবে। এমনটাই দাবি তুলেছেন দিল্লির মহিলা কমিশনের সদস্যরা।

 

ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA) ২০১৮ সালে সাজিদ খানকে এক বছরের জন্য সাসপেন্ড করেছিল,বেশ কয়েকজন মহিলা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। সেই বছরের শুরুতে তাকে “হাউসফুল 4” এর পরিচালক পদ থেকেও পদত্যাগ করতে হয়েছিল এবং তার স্থলাভিষিক্ত হন ফরহাদ সামজি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিগবস সিজন ১৬ থেকে #MeToo তে অভিযুক্ত সাজিদ খানকে সরাতে কেন্দ্রকে চিঠি দিল দিল্লির মহিলা কমিশন

আপডেট : ১০ অক্টোবর ২০২২, সোমবার

 

 

 

পুবের কলম ওয়েবডেস্ক:   ১লা অক্টোবর থেকে শুরু হয়েছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৬। এবারে বিগ বসের ঘরে সাজিদ খানের আসার খবর চাউর হতেই কানাঘুষো শুরু হয়েছিল। মি ২ এ অভিযুক্ত সাজিদ নাকি বিগবসের ঘরে আসছেন। সেই জল্পনা সত্যি হয়েছে।

এবার দিল্লির মহিলা কমিশন সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখে #MeToo আন্দোলনের সময় সাজিদ খানের  বিরুদ্ধে উত্থাপিত যৌন হয়রানির অভিযোগের জন্য চলচ্চিত্র নির্মাতা সাজিদ খানকে রিয়েলিটি শো বিগ বস থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করেছে।

 

“দশজন মহিলা #MeToo আন্দোলনের সময় সাজিদ খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। এই সমস্ত অভিযোগ সাজিদের ঘৃণ্য মানসিকতা পরিচয় বহন করে। । এখন, এই লোকটিকে বিগ বস-এ জায়গা দেওয়া হয়েছে, যা ভুল। অবিলম্বে সাজিদ কে বিগবস থেকে অপসারিত করতে হবে। এমনটাই দাবি তুলেছেন দিল্লির মহিলা কমিশনের সদস্যরা।

 

ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA) ২০১৮ সালে সাজিদ খানকে এক বছরের জন্য সাসপেন্ড করেছিল,বেশ কয়েকজন মহিলা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। সেই বছরের শুরুতে তাকে “হাউসফুল 4” এর পরিচালক পদ থেকেও পদত্যাগ করতে হয়েছিল এবং তার স্থলাভিষিক্ত হন ফরহাদ সামজি।