১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

২০২২ সালে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

ইমামা খাতুন
  • আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 108

পুবের কলম ওয়েব ডেস্ক: চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই ইসরাইলি সেনার অভিযান চলেছে। প্রতিটি অভিযানের ফলে এখনও পর্যন্ত শিশু-সহ অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাষ্ট্রসংঘ।

রাষ্ট্রসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড এক বিবৃতিতে বলেছেন; ‘পূর্ব জেরুসালেম-সহ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ও ইসরাইলি নিরাপত্তা বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাত বৃদ্ধিসহ নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আমি শঙ্কিত।’

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

এ সময় একটি কার্যকর রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে অবিলম্বে উত্তেজনা হ্রাস করার আহ্বান জানান ওয়েনেসল্যান্ড।

আরও পড়ুন: মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও

ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের গ্রেফতার করতে অভিযান চালায় এবং এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরাইলের দাবি; তাদের চালানো অভিযানগুলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে পরিচালিত হয়।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে; চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছে।

 

রাষ্ট্রসংঘ জানিয়েছে; একই সময়ে প্রায় ১৬ জন ইসরাইলি নিহত হয়েছে। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল অবৈধভাবে পশ্চিম তীর দখল করে। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের প্রধান অংশ হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ভূখণ্ড ফেরত চায়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২২ সালে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

আপডেট : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই ইসরাইলি সেনার অভিযান চলেছে। প্রতিটি অভিযানের ফলে এখনও পর্যন্ত শিশু-সহ অন্তত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাষ্ট্রসংঘ।

রাষ্ট্রসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড এক বিবৃতিতে বলেছেন; ‘পূর্ব জেরুসালেম-সহ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি ও ইসরাইলি নিরাপত্তা বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাত বৃদ্ধিসহ নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আমি শঙ্কিত।’

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

এ সময় একটি কার্যকর রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে অবিলম্বে উত্তেজনা হ্রাস করার আহ্বান জানান ওয়েনেসল্যান্ড।

আরও পড়ুন: মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও

ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের গ্রেফতার করতে অভিযান চালায় এবং এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। ইসরাইলের দাবি; তাদের চালানো অভিযানগুলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে পরিচালিত হয়।

আরও পড়ুন: world football: ২০২৬  ফুটবল বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধের উদ্যোগ ঠেকাবে আমেরিকা  

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে; চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি গুলিতে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছে।

 

রাষ্ট্রসংঘ জানিয়েছে; একই সময়ে প্রায় ১৬ জন ইসরাইলি নিহত হয়েছে। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরাইল অবৈধভাবে পশ্চিম তীর দখল করে। ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের প্রধান অংশ হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ভূখণ্ড ফেরত চায়।