১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরমাণু মহড়া চালাবে ন্যাটো

পুবের কলম ওয়েব ডেস্ক: ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেই বার্ষিক পরমাণু মহড়া চালানোর ঘোষণা করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো।

মঙ্গলবার জোটের মহাসচিব স্টোলটেনবার্গ বলেছেন; ৩০ সদস্যবিশিষ্ট ন্যাটোর ১৪টি দেশ ‘স্টিডফাস্ট নুন’ নামের এ মহড়ায় অংশ নেবে।

আরও পড়ুন: প্রথমবার রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড

স্টোলটেনবার্গ বলেন; ‘এ মহড়ার মাধ্যমে আমরা এ কথার জানান দিতে চাই যে; আমাদের পরমাণু অস্ত্র নিরাপদ; সুরক্ষিত ও কার্যকর রয়েছে।’

আরও পড়ুন: ন্যাটো সদস্যরা খরচ না করলে আমেরিকা সুরক্ষা দেবে না: ট্রাম্প

এ মহড়ায় ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্র ব্যবহার করবে ন্যাটো। মহড়ার মূল অংশ চালানো হবে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে।

আরও পড়ুন: ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ন্যাটো মহাসচিব বলেন; ‘আমরা যদি একটি নিয়মিত ও দীর্ঘদিন ধরে পরিকল্পিত মহড়া বাতিল করে দিই তাহলে অনেকের কাছে ভুল বার্তা যাবে।’

উল্লেখ্য; রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি ইউক্রেন যুদ্ধে যেকোনও ধরনের অস্ত্র প্রয়োগ করার হুমকি দিয়েছেন। তার হুমকিতে পরমাণু অস্ত্র ব্যবহারের পরোক্ষ ইঙ্গিত থাকায় ন্যাটো মহাসচিব স্টোলটেনবার্গ পুতিনের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন; রুশ প্রেসিডেন্টের বক্তব্য ‘বিপজ্জনক ও বেপরোয়া’।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরমাণু মহড়া চালাবে ন্যাটো

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেই বার্ষিক পরমাণু মহড়া চালানোর ঘোষণা করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো।

মঙ্গলবার জোটের মহাসচিব স্টোলটেনবার্গ বলেছেন; ৩০ সদস্যবিশিষ্ট ন্যাটোর ১৪টি দেশ ‘স্টিডফাস্ট নুন’ নামের এ মহড়ায় অংশ নেবে।

আরও পড়ুন: প্রথমবার রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড

স্টোলটেনবার্গ বলেন; ‘এ মহড়ার মাধ্যমে আমরা এ কথার জানান দিতে চাই যে; আমাদের পরমাণু অস্ত্র নিরাপদ; সুরক্ষিত ও কার্যকর রয়েছে।’

আরও পড়ুন: ন্যাটো সদস্যরা খরচ না করলে আমেরিকা সুরক্ষা দেবে না: ট্রাম্প

এ মহড়ায় ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্র ব্যবহার করবে ন্যাটো। মহড়ার মূল অংশ চালানো হবে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে।

আরও পড়ুন: ইউক্রেন ন্যাটোর সদস্য হবেই, যুদ্ধের আবহে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ন্যাটো মহাসচিব বলেন; ‘আমরা যদি একটি নিয়মিত ও দীর্ঘদিন ধরে পরিকল্পিত মহড়া বাতিল করে দিই তাহলে অনেকের কাছে ভুল বার্তা যাবে।’

উল্লেখ্য; রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্প্রতি ইউক্রেন যুদ্ধে যেকোনও ধরনের অস্ত্র প্রয়োগ করার হুমকি দিয়েছেন। তার হুমকিতে পরমাণু অস্ত্র ব্যবহারের পরোক্ষ ইঙ্গিত থাকায় ন্যাটো মহাসচিব স্টোলটেনবার্গ পুতিনের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন; রুশ প্রেসিডেন্টের বক্তব্য ‘বিপজ্জনক ও বেপরোয়া’।